Spread the love

অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে – On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree


অবশেষে আসছে অষ্টমী। প্রত্যেক বাঙালিরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। মেয়েরা নিজে দের এক অন্য রূপে দেখতে চাই এই দিন।। একদম দুগ্গা ঠাকুরের মত।। এই দিনই আসল সাজবার দিন। অন্যদিন যাই হোক অষ্টমী কিন্তু আদ্যোপান্ত হওয়া চাই একেবারে ট্র্যাডিশনাল। সকালের পুষ্পাঞ্জলি ঢাকাই শাড়ি, চওড়া পাড়ের তাতে জমবে বেশ। সিল্কের গরদে হলে তো কথাই নেই। অষ্টমী মানেই তাই সাজও এক্কেবারে তার মনের মতো। আর কে না জানে, এই দিনটায় শাড়ি-পাঞ্জাবীর বাঙালিয়ানার ধারেকাছে ঘেঁষতে পারেনি কেউই।


IMG_20220826_211903-1661529195468 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree

অষ্টমীর সাজ


অষ্টমী তিথি, মানে হল গিয়ে একটি বিশেষ দিন! সেদিনের পোশাক, মেকআপ, চুলের বাহার, সবই হতে হবে একটু অন্যরকম, সব্বার চেয়ে আলাদা! আজকে আমি জানাবো দারুণ কিছু টিপস যাতে এবারের দুর্গা পুজোর অষ্টমীতে (Ashtami) আপনার দিকেই সকলেই তাকিয়ে থাকে!

কেমন হবে অষ্টমীর সকালের সাজ


সাজ বলতে কিন্তু শুধুমাত্র পোশাক বা মেকআপ করা বোঝায় না। এটা হল একটা সম্পূর্ণ প্যাকেজ! মানে, অনুষ্ঠান অনুযায়ী পোশাক, তার সঙ্গে মানানসই মেকআপ আর চুলের কায়দা ও শাড়ি। চলুন দেখে নেওয়া যাক, কেমনভাবে সাজলে অষ্টমীর সকালটা সম্পূর্ণ হবে!


IMG_20220826_211921-1661529195189 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree

অষ্টমীর সকালে যেভাবে সাজবেন



ভোরবেলা ঘুম থেকে ওঠা আপনার ধাতে থাকুক বা না থাকুক, বিশেষ কয়েকটি দিনে কিন্তু বাঙালিরা এক্কেবারে সক্কাল-সক্কাল উঠে, স্নান সেরে, সাজুগুজু করে রেডি থাকেন; দুর্গা পুজোর এই বিশেষ সকালটিতে পোশাক বাছতে হবে বেশ ভেবে-চিন্তে। পুজোর অন্যান্য দিনগুলোতে পশ্চিমি পোশাক পরার কথা যদি ভাবেনও, অষ্টমীতে কিন্তু বেশিরভাগ বাঙালিই শাড়ি পরতে চান এবং লাল পাড় সাদা শাড়ি পরার চলই বেশি থাকে। তবে যাঁরা শাড়িতে খুব বেশি স্বচ্ছন্দ নন, তাঁরা কুর্তা-চুড়িদার পরতে পারেন,


Rayon-Straight-Kurti-1661529196541 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree


অষ্টমী ড্রেস আপ

পোশাক যখন বাছবেন, খেয়াল রাখবেন একটু হালকা রঙের পোশাক বাছতে। না, প্যাস্টেল শেডই যে পরতে হবে তা নয়, তবে রঙ যেন এমন না হয় যাতে চোখে লাগে বা ক্যাটক্যাট করে। সকালবেলা তো! লাল হোক বাট ডিপ নয়।।।


অষ্টমীর সকালটা তো সবাই শাড়ি পরতে ভালোবাসে। অষ্টমীর সকালের জন্যে গোল্ডেন বেস মেকআপ ভালো লাগে। হ্যান্ডলুমের সঙ্গে কাজলটা একটু গাঢ় করে পরুন, লিপস্টিকটা ন্যুড রাখুন, যে হেতু চোখটা একটু হাইলাইট হবে।।আর যদি চোখ উজ্জ্বল হয় তা হলে ঠোঁট হালকা রাখাই ভালো। আবার যদি লিপস্টিক কেউ উজ্জ্বল রাখতে চায় তা হলে চোখটা একটু ন্যাচারাল রাখাই ভালো। আইব্রোটা গাঢ় হওয়া খুব দরকার। মাস্কারা আর আইব্রো কিন্তু আই মেকআপের ক্ষেত্রে গুরুত্ব রাখে। হাল্কা রঙের কোনো শাড়ি তার সাথে হালকা স্মোকি ( eyes) বাদামি রঙের ব্লাসার দিয়ে গাল গুলো রাঙিয়ে তুলুন,,,। সঙ্গে হাই লাইটার দিয়ে আপনার ফেস কে আকর্ষণীয় করে তুলুন এক মিনিটেই।।



1613998660_3-1661529196861 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree



গর্জিয়াস সাজতে চাইলে খোঁপায় ফুল বা একটু সাবেকি ধাঁচের খোঁপার কাঁটা বা হেয়ার অ্যাকসেসরিজ লাগাতে পারেন। খোঁপার ওপরে হেয়ারপিনও শাড়ির সঙ্গে ভালো মানাবে। চুল সব সময় বাঁধতে হবে এমন নয়, খোলা চুলেও স্টাইল করা যায়। স্ট্রেট করিয়ে নিতে পারেন আবার হালকা কার্লও করতে পারেন।


অষ্টমীর সকালের মেকাপ



1613998033_manali-dey-1661529196997 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree


অষ্টমী হোক আর যাই হোক, সকালের মেকআপ কিন্তু একদম চড়া হবে না। অনেকেই আছেন, যাঁদের প্ল্যান থাকে সকালে ঠাকুর দেখতে বেরনো এবং রাতে ফেরা, আর তাঁরা সক্কাল-সক্কালই একদম জমকালো একটা মেকআপ করে বেরিয়ে পড়েন! এই কাজটি কিন্তু ভুলেও করবেন না। তাহলে কিন্তু খুব বাজে দেখাবে,,সকালের মেকআপ হবে স্নিগ্ধ। ফাউন্ডেশন, কনসিলার, কন্টোরিং – এগুলোকে তুলে রাখুন। মুখ ভাল করে পরিষ্কার করে ত্বকের ধরণ অনুযায়ী একটু সানস্ক্রিন লাগিয়ে নিন আর তার উপরে কম্প্যাক্ট লাগিয়ে নিন। একটু যদি মেকআপ করতেই হয়, তা হলে নিজের কমপ্লেক্সন অনুযায়ী বিবি ক্রিম লাগাতে পারেন। তবে সামান্য পরিমাণে নেবেন, যাতে দেখে মনে না হয় একটা আলগা আস্তরণ পড়েছে মুখে। পিচ ব্লাশ অন লাগাতে পারেন চিকবোনের ধার ঘেঁষে আর ঠোঁটে লাগান পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করে লিপগ্লস। ঠোঁটে ন্যাচারাল কালার ম্যাট লিপস্টিক। কানে গোল্ডেন কালার বেস লম্বা ঝুমকো। আর ছোট্ট লাল টিপ।



rWP2vqhymhhb11XtH4xULnOEKHg9vvLydeeIv76X-1661529197409 অষ্টমীর সকালে সেজে উঠুন সাদা লাল রঙের শাড়িতে - On The Morning Of Ashtami, Dress Up In A White Red Saree

লাল সাদা শাড়িতে অষ্টমীর সাজ



যাঁরা ষষ্ঠীর দিন লাল-সাদা কম্বিনেশন পরবেন বলে ঠিক করে রেখেছেন, তাঁরা কিনে ফেলুন এই কুর্তা সেটটি কিংবা এই ধরনের অন্য কোনও কুর্তা সেট। একটু বেশি সাদামাটা লাগলে এর সঙ্গে পরে ফেলুন দুর্গা মোটিফ জুয়েলারি! আপনার সাজ কমপ্লিট।


অষ্টমীতে যেভাবে সাজবেন


যাঁরা শাড়িতেই লাল-সাদা কম্বনিশেন চাইছেন, কিন্তু সনাতনী সাজের বদলে আধুনিকা হওয়াটাই যাঁদের লক্ষ্য, তাঁরা এই ধরনের শাড়ি পরুন। যেহেতু, অনলাইনে কিনবেন, তাই পুজোর আগেই ডেলিভারি নিশ্চিত! এর সঙ্গে যাঁরা ব্লাউজ পরতে চান, তাঁরা লাল ব্লাউজ দিয়ে চালান।

খোলা শ্যাম্পু করা চুল মাঝখান থেকে সিঁথি করা। চুলের নিজের দিকটা হাল্কা কার্ল করা। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হাল্কা রঙের ম্যাট লিপস্টিক। ব্যাস আর কি চাই! পারফেক্ট সাজ। নখে নেল কালার একদম ন্যাচারাল। আর আঙুলে সিল্ভার ডিজাইন আংটি।। লাস্ট এ নিজের পছন্দের পারফিউম স্প্রে করে বেড়িয়ে পড়ুন জয় মা দুগ্গা বলে।।।। হাহাহা…………….


Tags – অষ্টমীর সকালের সাজ

অষ্টমীর মেকাপ Ashtami, Dress Up In A White Red Saree

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *