Spread the love

বাড়িতেই তৈরি করুন ময়েশ্চারাইজার, দেখে নিন পদ্ধতি – Make Your Own Moisturizer At Home, Check Out The Method

গরমকাল এলেই রোদে পুড়ে, ঘামে ভিজে ত্বক চিটচিটে হয়ে যায়। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাঁদের ত্বকে তেলের সঙ্গে খুব সহজেই বাইরের ধুলোবালি ও ময়লা আটকে যায়। ফলে ব্রণর সমস্যা অবধারিত। এই কারণেই গরমকাল এলে অনেকে ত্বকে ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। তবে ময়েশ্চারাইজার শুধু শীতে নয়, গরমেও ব্যবহার করা দরকার।


প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। কারুর তৈলাক্ত তো কারুর নর্ম্যাল, আবার কারও সংবেদনশীল তো কারুর শুষ্ক ত্বক। আর ত্বকের ধরন অনুযায়ী প্রত্যেকের ত্বকের পরিচর্যা করার নিয়ম এবং উপাদানও আলাদা হয়। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা সব সময় চেষ্টা করেন ত্বকের আর্দ্রতা বজায় রাখার।


front-view-woman-with-beauty-product-concept_23-2148734999_3520210118173839dMiuUL-1661098977353 বাড়িতেই তৈরি করুন ময়েশ্চারাইজার, দেখে নিন পদ্ধতি - Make Your Own Moisturizer At Home, Check Out The Method

দোকান থেকে না কিনে এবার বাড়িতেই তৈরি করুন ময়েশ্চারাইজার, দেখে নিন পদ্ধতি


তাই বাড়ীতেই বশে নিজেদের ইচ্ছা মত ময়েশ্চারাইজার বানিয়ে ফেলুন,,ময়েশ্চারাইজারটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ গোলাপজল ও গোলাপ ফুলের পাঁপড়ি নিয়ে বেশ কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন। বানিয়ে রাখা মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে দু’টেবিল চামচ অ্যালো ভেরার জেল মিশিয়ে নিন। তার পর কাচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন। ১৫-২০ দিন পর্যন্ত এ ময়েশ্চারাইজার ভাল থাকবে। ময়েশ্চারাইজারটি ব্রণ ও ফুসকুড়ির সমস্যা কমাতে এবং ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে কাজ করবে। ত্বককে অতিরিক্ত তৈলাক্ত করবে না।

নারকেল তেল ও মধু

এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে, গলায় এবং হাতে সমানভাবে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই দু’টি উপাদানই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত এবং এগুলি শুষ্ক ত্বকে পুষ্টি যোগায়। ত্বকের নানা সমস্যা দূর করে।


রুক্ষতা থেকে এবার রেহাই! ঘরেই বানিয়ে নিন ময়েশ্চারাইজার…


পাকা কলা ও মধু

কলা চটকে নিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ২৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।কলা এবং মধু উভয়েরই ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। এই প্যাকটি শুষ্ক ত্বকে হওয়া ইনফেকশন এবং অ্যালার্জিও কমায়।


ডিমের কুসুম ও আমন্ড অয়েল

ডিমের কুসুম এবং আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে শুষ্ক ত্বকের উপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ডিমের গন্ধ থেকে মুক্তি পেতে কয়েক ফোঁটা লেবুর রসও মেশাতে পারেন এতে। ত্বককে ময়েশ্চারাইজ করতে দারুণ কার্যকর এই মিশ্রণটি।


শুষ্ক ত্বকে পুষ্টি যোগায় এই মিশ্রণ এবং ত্বককে ময়েশ্চারাইজ করে। ত্বককে কোমল এবং মসৃণ করে তোলে।

অ্যালোভেরা, মধু এবং আমন্ড অয়েল

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সম পরিমাণ মধু এবং আমন্ড অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো মুখে ভাল করে লাগান পেস্টটি। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকে পুষ্টি যোগাতে এবং ময়েশ্চারাইজ করতে দারুণ কার্যকর এই মিশ্রণটি।

দুধ-অলিভ অয়েলের ময়েশ্চারাইজার


একটি কাপের দুই-তৃতীয়াংশ দুধ, দু’চা চামচ লেবুর রস, দু’টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে একটি পরিষ্কার পাত্রে খুব ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে প্রাকৃতিক ময়শ্চারাইজার। এই ময়েশ্চারাইজারে থাকা দুধ ত্বককে কোমল করবে ও অলিভ অয়েল ত্বকের পিএইচের এর মাত্রা নিয়ন্ত্রণ করবে। লেবুর রস ত্বকের দাগ-ছোপ দূর করতে সাহায্য করবে। তৈলাক্ত ত্বকের জন্য এই ময়েশ্চারাইজার দারুণ উপকারী।


অ্যালোভেরা ময়েশ্চারাইজার তৈরিতে যা লাগবে:নারিকেল তেল- ২ চামচঅ্যালোভেরা জেল- ৪ চামচভিটামিন ই অয়েল- এক চামচআমন্ড অয়েল- ২ চামচ।


যেভাবে তৈরি করবেন:একটি পরিষ্কার বাটিতে প্রথমে অ্যালোভেরা জেল নিন। এবার ওর মধ্যে নারকেল তেল মিশিয়ে নিন। খুব ভালো করে মিশলে ভিটামিন ই ও আমন্ড অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন গোসলের পর ব্যবহার করুন। ত্বকের দাগ, ছোপ থেকে বাঁচায়। সূর্যের আলো থেকে রক্ষা করে।

Tags: Skin Care Oily Skin Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *