Spread the love

গরমের দিনে বডি লোশনে এই 3 টি উপাদান আছে কিনা দেখে নিন – Check Out These 3 Ingredients In Body Lotions For Hot Summer Days


গরমকালে ত্বকের যত্ন খুবই প্রয়োজনীয় কারণ তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই সময়ে রোদের তাপও বেড়ে চলে।। আমাদের এই প্রতিবেদনে আপনাদের জন্য রইলো গরমকালের জন্য কিছু বাজার সেরা বডি লোশনের নাম ও তার সম্পর্কে তথ্য। চলুন তাহলে শুরু করা যাক।

প্রচণ্ড গরম আর প্যাচপেচে আর্দ্রতা থেকে বাঁচতে আমরা কত কী না করি! এসির তাপমাত্রা একদম কমিয়ে দেওয়া থেকে শুরু করে ঠান্ডা জলে স্নান, বরফ খাওয়া, বাদ যায় না কিছুই! কিন্তু এ সব কিছুই সাময়িক আরাম। বিশেষ করে বাইরে যেতে হলে তো আর কথাই নেই! বর্ষাকালে বাতাসের আর্দ্রতা ভীষণরকম বেড়ে যায়। ফলে গরমটা অসহ্য হয়ে ওঠে, হাতপা ঘামে চটচট করে। কিন্তু তার মানে কি ত্বকে ময়শ্চারাইজার লাগানো বাদ দিতে হবে? কক্ষনো নয়!

শরীর যাতে চটচটে না হয় আর শীতল থাকে, তার জন্য বডি লোশনের উপাদানগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কারণ বডি লোশনের প্রায় 70% শরীর শুষে নেয়। জেনে নিন কুলিং বডি লোশন কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন!


86260250-beautiful-young-woman-in-underwear-applying-body-lotion--1661082763583 গরমের দিনে বডি লোশনে এই 3 টি উপাদান আছে কিনা দেখে নিন - Check Out These 3 Ingredients In Body Lotions For Hot Summer Days

গরমকালের জন্য সেরা বডি লোশন




মেন্থল

শসা

অ্যালো ভেরা


61QGyBK4FVL._SL1500_-1661082763768 গরমের দিনে বডি লোশনে এই 3 টি উপাদান আছে কিনা দেখে নিন - Check Out These 3 Ingredients In Body Lotions For Hot Summer Days




মেন্থল

চিউয়িং গাম থেকে টুথপেস্ট পর্যন্ত সব কিছুতেই মেন্থল থাকে, এ সব জিনিস মুখে দিলে যে শীতল অনুভূতি হয়, সেটা ওই মেন্থলের জন্য। ত্বকের যত্নেও মেন্থল খুব উপকারী। মেন্থল-বেসড বডি লোশন খুঁজছেন? ভেসলিন আইস কুল হাইড্রেশন লোশন/ Vaseline Ice Cool Hydration Lotion. বেছে নিন। নন-স্টিকি, হালকা ফরমুলার এই বডি লোশন প্রায় -3º সেন্টিগ্রেড পর্যন্ত ত্বক শীতল করে। হাইড্রেটিং, পুষ্টিদায়ক ও শীতলতাদায়ী এই ময়শ্চারাইজারটি গরমের ভ্যাপসা আবহাওয়ায় ত্বক সঙ্গে সঙ্গে শীতল করে।


গরমে তরতাজা থাকতে ব্যবহার করুন এই বডি লোশন গুলো


শসা

ফেসিয়াল করার সময় শুধু চোখে শসা রাখলেই হবেনা,,শসার স্নিগ্ধ শীতলতা ত্বকে আরাম এনে দেয়, বিশেষ করে বর্ষায় শসা খুব ভালো কাজ করে। নানান খনিজ উপাদান আর তার সঙ্গে এ,বি, সি ও ই ভিটামিনের গুণ যুক্ত শসা ত্বকের যত্নে নানাভাবে কাজ করে। শসা দিয়ে তৈরী লোষণে ২৪ ঘণ্টা আপনাকে সুরক্ষা জোগাতে সক্ষম,, নন-গ্রিজি ফরমুলা ত্বকের গভীরে ঢুকে ময়শ্চার লক করে দেয়। ফলে ত্বক থাকে নরম, কোমল এবং ঝলমলে।

অ্যালো ভেরা

অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর বহুমুখী উপকারিতা রয়েছে, তার মধ্যে একটা হল ত্বক শীতল রাখা। ত্বক স্নিগ্ধ, শীতল আর টোনড রাখে অ্যালো ভেরা। আর এ ব্যাপারে ভেসলিন অ্যালো ময়শ্চারাইজিং জেল/ Vaseline Aloe Moisturizing Gel আমাদের পছন্দ। ময়শ্চারাইজিং এই জেলটিতে রয়েছে 100% খাঁটি অ্যালো ভেরা নির্যাস আর ভেসলিন জেলির মাইক্রোড্রপলেট যা ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং আর্দ্র আবহাওয়াতেও ত্বক নরম আর স্বাস্থ্যোজ্জ্বল রাখে। অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, আর্গান এবং বাদাম তেল, শিয়া এবং কোকো বাটার, হায়ালুরোনিক অ্যাসিড, ডি প্যান্থেনল (প্রো-ভিটামিন বি 5) এবং টোকোফেরিল অ্যাসিটেট (ভিটামিন ই) স্বাস্থ্যকর হাইড্রেশন, ময়শ্চারাইজিং, প্রশান্তিদায়ক এবং অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের জন্য। হোলিস্টিকভাবে স্বাস্থ্যকর ফর্মুলেশন।

তাই গরমের দিনে অবশ্যই এই ৩ টি জিনিষ যেনো আপনার বডি লোশনে থাকে তবেই আপনি আরাম পাবেন।

Tags – Lotions For Hot Summer DaysSkin Care Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *