Spread the love

ত্বকের যে কোনও সমস্যায় 5 টি সেরা ফেস স্ক্রাব করুণ – 5 Best Face Scrubs For Any Skin Problem

ত্বক ভালো রাখতে নানা আয়োজন করে থাকে অনেকেই। কিন্তু স্ক্রাব ব্যবহার না করলে পুরো আয়োজন থেকে যাবে অসম্পূর্ণ। কারণ, স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে নিশ্বাস নিতে সাহায্য করে। পাশাপাশি রুক্ষ ত্বক কোমল করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ।


সে ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতিটি উপাদানই ভিন্ন ভিন্নভাবে কাজ করে এবং রূপচর্চায় এগুলোর গুরুত্ব সীমাহীন। তবে উপাদানগুলো ত্বকের কতটা উপকার করবে, তা নির্ভর করে কীভাবে তা ব্যবহার করা হচ্ছে।



IMG_20220820_150637-1660988240902 ত্বকের যে কোনও সমস্যায় 5 টি সেরা ফেস স্ক্রাব করুণ - 5 Best Face Scrubs For Any Skin Problem

উজ্জ্বল ত্বকে পেতে চান? ঘরে তৈরি ফেস স্ক্রাব ব্যবহার করে দেখুন, ফল পাবেন হাতে-নাতে



ঋতুর সঙ্গে বদলাতে হবে স্ক্রাব

খুব সাধারণভাবেই ঋতু বদলের সঙ্গে সঙ্গে সৌন্দর্যসামগ্রীও বদলাতে হয়। ফলে গরমের সময় ত্বকে যে প্রসাধনীর প্রয়োজন, শীতকালে সে ধরনের প্রসাধনী ত্বকের চাহিদা পূরণ না–ও করতে পারে।

বিডসবিহীন স্ক্রাব

অনেকেই মনে করে, স্ক্রাব মানেই বিডসযুক্ত প্রসাধনী। সব সময় বিষয়টি সঠিক নয়। বিডসবিহীন স্ক্রাবও রয়েছে। তবে সেগুলো অধিকাংশই প্রাকৃতিক। ত্বক সংবেদনশীল হলে পাকা পেঁপে বা টমেটোর রসও স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে।


এই স্ক্রাব ব্যবহার করে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনুন জেনে নিন তার উপায়


নিজে বানিয়ে নেওয়া স্ক্রাব চলবে না। ঘরোয়া স্ক্রাব ত্বকের পক্ষে অতিরিক্ত রুক্ষ হতে পারে, ঠিকভাবে ব্যবহার না করলে ত্বকের ওপর মাইক্রো-টিয়ার, অর্থাৎ সূক্ষ্ম কাটাছেঁড়া দেখা দিতে পারে। সুখের কথা, বাজারে নানা বিকল্প স্ক্রাব পাওয়া যায়। তাদেরই মধ্যে থেকে আমরা তুলে এনেছি আমাদের পছন্দের পাঁচটি সেরা স্ক্রাব


01. বিবর্ণ, অসমান ত্বকের রং

02. তেলতেলে, ব্রণওলা ত্বক

03. ক্লান্ত, অবসন্ন ত্বক

04. রোদে পোড়া ত্বক

05. বয়স্ক ত্বক


বিবর্ণ, অসমান ত্বকের রং

01. বিবর্ণ, অসমান ত্বকের রং

ম্যাড়মেড়ে ত্বকের রং আর অসমান স্কিনটোন এর জন্যে মাইক্রোফোলিয়েন্ট এক্সফোলিয়েন্ট/ Dermalogica Daily Microfoliant Exfoliant দিয়ে নিমেষেই পেয়ে যাবেন উজ্জ্বল আর মসৃণ ত্বক। এতে রয়েছে ধানের তুষ থেকে প্রাপ্ত ফাইটিক অ্যাসিড যা ত্বকের রং উজ্জ্বল করে। সেই সঙ্গে রয়েছে হোয়াইট টি আর লাইকোরাইস যা স্কিন টোন মসৃণ করে তোলে।

02. তেলতেলে, ব্রণওলা ত্বক

তেলতেলে ত্বকের রোমছিদ্র অনেক সময়ই ঘাম, তেলময়লা আর মেকআপের অবশেষ দিয়ে বন্ধ হয়ে যায়। সিম্পল ডেইলি স্কিন ডিটক্স ক্লিয়ার পোর ফেসিয়াল স্ক্রাব/ Simple Daily Skin Detox Clear Pore Facial Scrub দিয়ে ত্বক গভীর থেকে পরিষ্কার করে তা দাগমুক্ত রাখা সম্ভব।

03. সেনসিটিভ ত্বক

যাঁদের ত্বক সেনসিটিভ অথবা মিশ্র প্রকৃতির, তাঁদের ক্ষেত্রে সঠিক স্ক্রাব বেছে নেওয়া কঠিনই বটে। আবার বাজারে যেসব স্ক্রাব পাওয়া যায়, সেগুলো অনেকের ত্বকে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। সে ক্ষেত্রে রেডিমেড স্ক্রাবের পরিবর্তে বেছে নেওয়া যায় ঘরোয়া উপকরণ। ওটস, কফি, কমলালেবুর খোসাগুঁড়া, চালের গুঁড়া, সি-সল্ট, চিনি, বেসন ইত্যাদি স্ক্রাব হিসেবে বেশ কার্যকর।

ক্লান্ত, অবসন্ন ত্বক

04. ক্লান্ত, অবসন্ন ত্বক

প্রতিদিনের ক্ষতি আপনার ত্বককে ক্লান্ত আর অবসন্ন করে দেয়। সেন্ট ইভস এনার্জাইজিং কোকোনাট অ্যান্ড কফি স্ক্রাব/ St. Ives Energizing Coconut & Coffee Scrub -এর চনমনে সতেজ ফর্মুলা ক্লান্ত ত্বককে নতুন করে উজ্জীবিত করে তুলতে পারে, আর সেই সঙ্গে ত্বক নরমও করে।



IMG_20220820_150702-1660988240604 ত্বকের যে কোনও সমস্যায় 5 টি সেরা ফেস স্ক্রাব করুণ - 5 Best Face Scrubs For Any Skin Problem

05. রোদে পোড়া ত্বক

সানস্ক্রিন না মেখে, ছাতা না নিয়ে রোদে বেরিয়েছিলেন, এখন ত্বক কালো হয়ে গেছে? ল্যাকমে সান এক্সপার্ট ডি ট্যান স্ক্রাব/ Lakmé Sun Expert De Tan Scrub দিয়ে মুক্তি পান রোদে পোড়া ট্যানড ত্বক থেকে। কোমল এই স্ক্রাবটিতে রয়েছে ওটমিলের নির্যাস।

অকালে বয়সের দাগ পড়া রুখতে পারে। তাই আপনার অ্যান্টি-এজিং স্কিনকেয়ার রুটিনে যোগ করে নিন ডার্মালজিকা ডেইলি সুপারফোলিয়েন্ট/ Dermalogica Daily Superfoliant । এএইচএ, বিংকোটান চারকোল ও নিয়াসিনামাইডে সমৃদ্ধ এই স্ক্রাবটি পরিবেশের ত্বক বুড়িয়ে দেওয়া ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে লড়াই করে ।


স্ক্রাব ব্যবহারের নিয়ম


* ফেসওয়াশের মতো প্রতিদিন স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। দুই সপ্তাহে এক বা দুবারের বেশি স্ক্রাবিং করা ঠিক হবে না। মুখের সঙ্গে গলা এবং ঘাড়েও স্ক্রাব করা ভালো।


* স্ক্রাব করার আগে মুখ পানিতে ভিজিয়ে নিতে হবে। এরপর কিছু পরিমাণ স্ক্রাব হাতে নিয়ে পুরো মুখে সার্কুলার মোশনে মুখের ত্বকে ঘষতে হবে। এবং অনেক জোরে ঘষা যাবে না। পাঁচ মিনিট স্ক্রাবিং করার পর ধুয়ে ফেলতে হবে।


* মনে রাখতে হবে, স্ক্রাব ব্যবহারের পর ত্বক অনেকটা শুকনো হয়ে যায়। এ ক্ষেত্রে টোনার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।


* ওয়্যাক্সিং করার পর কয়েক দিন স্ক্রাবিং না করাই ভালো। এ জন্য ওয়্যাক্সিং করার আগে স্ক্রাবিং করে নিতে হবে।


কোন কোন বিষয়ে নজর রাখবেন দেগুলো একঝলকে দেখে নিন

১। স্ক্রাব করার আগে ত্বকের ময়শ্চারাইজিং অত্যন্ত প্রয়োজন। তাই যেদিন ফেস স্ক্রাব করার পরিকল্পনা থাকবে, তার আগের রাতে ভাল করে মুখে ক্রিম লাগিয়ে তবে ঘুমাতে যান। সকালে উঠে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। তারপর স্ক্রাব লাগান।


২। শুধুমাত্র ফেস স্ক্রাবিংয়ের আগে নয়, পরেও প্রয়োজন ত্বকের ময়শ্চারাইজিং। কারণ স্ক্রাব করার পর সাময়িক ভাবে ত্বক শুষ এবং রুক্ষ হয়ে যায়। তাই স্ক্রাবিং করার পর অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে।


৩। স্ক্রাবিং করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে স্ক্রাবিং করুন।


৪। খুব আলতো হাতে স্ক্রাব লাগাতে হবে মুখে। কারণ মুখের চামড়া এমনিতেই নরম হয়।

৫। স্ক্রাব করার পর মুখে ধোয়ার জন্য পরিষ্কার ঠাণ্ডা জল ব্যবহার করতে হবে। আলগা হাতে অল্প অল্প করে জল দিয়ে মুখে ধুয়ে নিতে হবে।




Tags – Face Scrubs Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *