Spread the love

Benefits Of Besan On Face : তৈলাক্ত ত্বকের যত্নে বেসন


বেসন ত্বকের যত্নে দারুন উপকারী….. বেসন পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে পারে।। ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে….. ফেসপ্যাক গুলো ব্যবহার করার আগে মুখ অবশ্যই ভাল করে পরিষ্কার করে নেবেন। মুখে যদি ধুলো-বালি বেশি জমে তাহলে ত্বক খসখসে হয়ে যায়। ত্বকে কালো ছোপ, বলিরেখা এসবও পড়ে যায়। এক্ষেত্রে ভালো বেসন ফেসিয়াল….


photogrid.collagemaker.photocollage.squarefit_202391318293110-1694609982745 Benefits Of Besan On Face : তৈলাক্ত ত্বকের যত্নে বেসন

Benefits of besan on face for wrinkles


১/ বেসন নিষ্প্রাণ ত্বককে পুনরুজ্জীবিত করে

যতই মুখ ধুয়ে, ক্রিম লাগাই…. বাইরে বেরোলে ধুলো-ময়লা আরও বেশি করে জমছে। মুখ কালো হয়ে যাচ্ছে, চামড়া খসখস করছে। তাই বাড়ীতেই

এক চামচ বেসনের মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এরপর মুখে অ্যাপ্লাই করুণ কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন।। এটি করলে আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বল দেখাবে।।

Benefits of besan on face for pimples

২/ বেসনের সঙ্গে টক দই মিক্সড করতে পারেন….মুখ পরিষ্কার করে এই প্যাক মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। এরপর তিনমিনিট ম্যাসাজ করে ১ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর কোনও ক্রিম, ময়েশ্চারাইজার লাগাবেন না। নিয়ম মেনে এই প্যাক লাগালেই কাজ হবে। সপ্তাহে চারদিন ব্যবহার করুন।

Benefits of besan on face for glowing skin

৩/ বেসন ত্বক সম্পর্কিত অনেক সমস্যা যেমন শুষ্ক- প্রাণহীন ত্বক, কালো দাগ, ব্রণ এবং দাগ দূর করতে উপকারি।


৪/ বেসন একটি প্রাকৃতিক স্ক্রাব, যা ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করতে পারে। এর জন্য বেসন এর সঙ্গে এলোভেরা জেল মিক্সড করে লাগাতে পারেন।।

তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন যেভাবে

৫/ গ্রীষ্মে, আমাদের ত্বক প্রখর সূর্যের আলোতে ঝলসে যায় এবং ট্যানিংয়ের সমস্যা হয়। এমন অবস্থায় বেসন ও দই মিশিয়ে সেই স্থানে লাগালে উপকার পাওয়া যায়।


মুখের দাগছোপ উধাও, উপচে পড়বে জেল্লা! বেসনের ফেসপ্যাক ব্যবহার করুন


৬/ আপনি যদি উজ্জ্বল গায়ের রং চান, তাহলে বেসনের সঙ্গে লেবু মিশিয়ে লাগালে উপকার হবে। এর পাশাপাশি ব্ল্যাকহেডসের সমস্যাও দূর হয়।


এই সব ঘরোয়া ফেসপ্যাকের কিন্তু কোনও তুলনা নেই। শুধু বানিয়ে লাগিয়ে নিলেই হবে। একসঙ্গে অনেকটা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন।


Read More,

Multani Mitti Face Pack Benefits : মুলতানি মাটি মুখে ব্যবহারের নিয়ম


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *