Spread the love

ব্রণ, রিঙ্কেলস দূর করবে শুধু মাএ কলার ফেস প্যাক – Only Maa Collar Face Pack Will Remove Acne, Wrinkles

কলা এমন একটি ফল, যা পেট ভরায়, পুষ্টিগুণ জোগায়, শরীরের নানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও দারুণ উপকারি কলা। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ এই সুপারফুড আমাদের ত্বককে কোমল ও উজ্জ্বল করে তোলে, ত্বকে রিঙ্কেলস পড়তে দেয় না, ব্রণের সমস্যা দূরে রাখে। ও ত্বকের থেকে টক্সিন টেনে বের করা, ত্বকের তেলতেলে ভাব নিয়িন্ত্রণ থেকে ত্বকের দাগ-ছোপ দূর করা, কলা দিয়ে তৈরি ফেস প্যাক আক্ষরিক অর্থে আপনার ত্বকের ত্রাণকর্তা হয়ে উঠতে পারে। কলায় ভিটামিন এ, বি এবং ই রয়েছে, ।কলায় উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রেখে, ত্বককে আর্দ্র ও কোমল রাখতে সাহায্য করে



IMG_20220816_221210-1660668142467 ব্রণ, রিঙ্কেলস দূর করবে শুধু মাএ কলার ফেস প্যাক - Only Maa Collar Face Pack Will Remove Acne, Wrinkles

ব্রণ, রিঙ্কেলস দূর হবে কলার ফেস প্যাক ব্যবহারে, জেনে নিন কী ভাবে তৈরি করবেন


তৈলাক্ত ত্বকের জন্য

পেঁপে, শসা এবং কলা একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। এই প্যাকটি মুখ ও গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের পিগমেন্টেশন কমায়, ত্বক হাইড্রেট রাখে এবং প্রদাহ কমায়।


ব্রণ ও দাগছোপের জন্য

খোসা সমেত অর্ধেকটা পাকা কলা, ১ চা চামচ নিমের পেস্ট এবং হাফ চা চামচ হলুদ একসঙ্গে নিয়ে পেস্ট বানিয়ে নিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।


এই ফেস প্যাক ব্রণের ক্ষত নিরাময়ে সাহায্য করে। এছাড়াও, ব্রণ এবং ত্বকের দাগছোপ নিরাময়ে দুর্দান্ত কার্যকর


শুষ্ক ত্বকের জন্য

অর্ধেক কলা ম্যাশ করে তাতে ১ টেবিল চামচ মধু মেশান। এই মিশ্রণটি মুখে এবং গলায় ভাল ভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করে।


ত্বক উজ্জ্বল করতে

অর্ধেক পাকা কলা, হাফ চা চামচ মধু, ২ টেবিল চামচ কাঁচা দুধ এবং সামান্য গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে এবং গলায় সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।


কলা দিয়ে তৈরি ফেস মাস্ক, যা ব্যবহারে আপনার ত্বক হেসে উঠবে

রেডিয়েন্ট স্কিন মাস্ক

একটা পাকা কলার আধা টুকরো নিয়ে ভালভাবে মেখে একটা মন্ড তৈরি করে নিন।কমলালেবুর রস এবং ১ চা চামচ মধু মেশান।আপনার মুখ এবং গলায় মাস্কটির একটি পাতলা প্রলেপ লাগান।



অ্যান্টি-এজিং মাস্ক

একটা পাকা কলার আধা টুকরো নিয়ে ভালভাবে মেখে একটা মন্ড তৈরি করে নিন।এক চা চামচ টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ভাল করে মুখ ধুয়ে নিয়ে এই মাস্কটি লাগান।ঠান্ডা জল দিয়ে ভালকরে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।


ব্রণ সাফ করতে মাস্ক

কলার খোসার ভেতরের দিকটা ব্রণ প্রভাবিত জায়গায় ভাল করে ঘষে লাগান সারা রাত এভাবেই রেখে দিন।

সকালে, পরিষ্কার করে মুখ ধুয়ে ফেলুন।

পরিষ্কার ত্বকের জন্য সপ্তাহে দুইবার কলার এই ভেষজ মাস্কটি ব্যবহার করুন।


IMG_20220816_221201-1660668142833-1660668156506 ব্রণ, রিঙ্কেলস দূর করবে শুধু মাএ কলার ফেস প্যাক - Only Maa Collar Face Pack Will Remove Acne, Wrinkles



কলা ও মধুর প্যাক

প্রথমে অর্ধেক কলা (Banana) নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। প্যাকটি মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে জলে ধুয়ে নিন। কলা ও মধুর (Honey) গুণে ত্বক উজ্জ্বল হবে।

Tags – Skin Care Skin Tips Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *