Spread the love

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় করবেন যেভাবে – How To Save Electricity

প্রতিদিনের জীবনযাপনে আমরা এখন বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। যে কারণে বেড়েই চলেছে বিদ্যুৎ খরচের পরিমাণ। বিদ্যুতের ঘাটতি থেকে বাঁচতে তাই সতর্ক হতে হবে আমাদেরই। দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।


IMG_20220816_163509-1660647919159 বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় করবেন যেভাবে - How To Save Electricity

বিদ্যুৎ সাশ্রয় করবেন যেভাবে

এখন সবারই উচিত বিদ্যুৎ অপচয় রোধ করা। আমরা নিজেদের অজান্তে প্রতিদিনই অনেক বেশি বিদ্যুৎ অপচয় করে ফেলি। একই সঙ্গে দিনকে দিন বাড়তে থাকা প্রযুক্তির পরিমাণ তো আছেই।


তাই বলে কি বিদ্যুৎ ব্যবহার করবেন না? অবশ্যই করবেন। তবে বিদ্যুৎ ব্যবহারের সময় তা অপচয় হচ্ছে কি না সে বিষয়টিও মাথায় রাখতে হবে। সহজ কিছু বিষয় মেনে চললে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি মাস শেষে বিদ্যুৎ বিলও কম আসবে। চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ সাশ্রয় করার কিছু উপায়-


সুইচ বন্ধ রাখুন

ব্যবহার শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ করুন। অপ্রয়োজনীয় বাতি বা ফ্যান ব্যবহার করবেন না।


বিদ্যুৎ সাশ্রয়ে এ সময় যা যা করণীয়


কম্পিউটার ব্যবহার

একটি কম্পিউটার ২৪ ঘণ্টা চললে তা একটি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজের চেয়ে বেশি শক্তি গ্রহণ করে। তাই জরুরি প্রয়োজন ছাড়া এটি ব্যবহার না করার শ্রেয়।


চার্জার খুলে রাখুন

বেশিরভাগ মানুষই ব্যাটারি চার্জার (যেমন- ল্যাপটপ, সেল ফোন এবং ডিজিটাল ক্যামেরা ইত্যাদি) ব্যবহার শেষের প্লাগ ইন করে রাখেন।


বাতি পরিষ্কার করুন

টিউব লাইট ও বাল্বে ময়লা জমলে তা ৫০ শতাংশ আলো শোষণ করে নেয়। ফলে আলোর উজ্জ্বলতা কমে যায়। তাই সপ্তাহে একদিন ঘরের বাতিগুলো পরিষ্কার করুন।


একবারে আয়রন করুন

সব পোশাক একসঙ্গে আয়রন করুন। আয়রন করাকালীন ইস্ত্রির সুইচ অন করে রেখে দেবেন না। কাজ না করলেও এটি বিদ্যুৎ গ্রহণ করে। ফলে বিদ্যুতের অপচয় হয়।


ইলেকট্রিক কেটলি ব্যবহার

জল গরম করতে ইলেকট্রিক কেটলি ব্যবহার করুন। ইলেকট্রিক কুক পটের তুলনায় এর ব্যবহার বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।


সাদা রঙের ব্যবহার

ঘরের দেয়াল, ছাঁদ, পর্দা এবং আসবাবপত্রে সাদা রঙ ব্যবহার করুন। সাদা সম্ভব না হলেও অন্য কোনো হালকা রঙ ব্যবহার করুন। এতে ঘর উজ্জ্বল দেখায়।

এলইডি বাল্ব ব্যবহার

সাধারণ বাল্বের তুলনায় এলইডি বাল্বে কম বিদ্যুৎ খরচ হয়। উজ্জ্বলতাও বেশি হয়।

ফ্রিজ ডিফ্রস্টিং করুন

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। ফলে বেড়ে যায় বিদ্যুতের ব্যবহার।


নির্দিষ্ট সময় পর্যন্ত টিভি দেখা

অনেকেই রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যান। ফলে সারা রাত টিভি চলতে থাকে। প্রচুর পরিমাণ বিদ্যুতের অপচয় হয় এতে।


অ্যানার্জি সেভার বাল্ব ব্যবহার শুরু করুন।


ওয়াশিং মেশিনে অনেক বিদ্যুৎ পোড়ে।

ড্রায়ারে বা ফ্যান ছেড়ে কাপড় শুকানোর বদলে বারান্দা বা ছাদে মেলে দিন।

রেফ্রিজারেটরের কয়েল পরিষ্কার রাখুন।

এসি ছেড়ে ঘুমাবেন না। কারণ ফ্যানের চেয়ে এসিতে বিদ্যুৎ অপচয় হয় বেশি।

মাইক্রোওয়েভ, রাইস কুকার, কারি কুকার ইত্যাদি একেবারেই বাধ্য না হলে ব্যবহার করবেন না।

ডিম লাইট ও ইলেক্ট্রনিং বেলাষ্ট ডিম লাইট ব্যবহার করুন।

লাইট না জ্বালিয়ে ঘরের জানালা-দরজা খুলে রাখুন খুলে রাখুন দিনের বেলায়।

বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে আলোকসজ্জা কমানোর ব্যবস্থা করুন।

বর্তমানে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালানো, রাস্তার বাতি সময়মতো বন্ধ না করাসহ নানাভাবে আমরা প্রতিনিয়ত বিদ্যুতের অপচয় করছি। তাই আমাদের প্রত্যেকের উচিত গৃহস্থালি থেকে শুরু করে যাবতীয় কাজে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়া।


Tags – Save Electricity Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *