Spread the love

কোন কোন ফল একসঙ্গে কখনোই খাওয়া উচিৎ না শরীরে ‘বিষ’ তৈরি হয় – Any Fruit Should Never Be Eaten Together As ‘Poison’ Is Produced In The Body


ফল খেতে বেশিরভাগ মানুষই ভালোবাসেন। তবে বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ এই ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি জানেন না। এই কারণে সমস্যা দেখা যায়।



IMG_20220810_205304-1660145006992 কোন কোন ফল একসঙ্গে কখনোই খাওয়া উচিৎ না শরীরে 'বিষ' তৈরি হয় - Any Fruit Should Never Be Eaten Together As 'Poison' Is Produced In The Body

এই ফলগুলো কখনই একসঙ্গে খাবেন না, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে



তবে আপনি হয়তে জানেন না, নির্দিষ্ট কিছু ফল একসঙ্গে খাওয়া হলে তা স্বাস্থ্যের ওপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব ফেলে। ফল এবং কিছু খাবার একসাথে খেলে বদহজম, কিডনির সমস্যা, বিষক্রিয়া এবং আরও সমস্যা দেখা দিতে পারে।


আমরা সকলেই জানি যে, ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত পক্ষে একটি করে ফল খাওয়া উচিত, তা সে আপেল হোক কিংবা কমলালেবু।


ফলের কোনও বিকল্প নেই। এই খাবার আমাদের শরীর সুস্থ করতে পারে। তাই বলা হয় পৃথিবীতে এই খাবারের থেকে ভালো কিছু আর উপস্থিত নেই। এরমধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন ও মিনারেল। এছাড়াও এদের মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ফ্ল্যাভনয়েডস ইত্যাদি।

মুশকিল হল বহু মানুষ বুঝতেই পারেন না যে ফল কখন ও কী ভাবে খেতে হবে। এক্ষেত্রে ফল খাওয়ার কিছু নিয়ম রয়েছে। ফলের সঙ্গে কিছু অন্য খাবার খেলেও সমস্যা অনেকটাই বাড়ে। উদাহরণ হিসাবে বলা যায় যে ফলের সঙ্গে জল পান করা উচিত নয়।


যেসব ফল একসঙ্গে খাওয়া উচিত নয়


অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন শরীর সুস্থ রাখার জন্য খুবই জরুরি। এক্ষেত্রে ফলে এই উপাদান অনেকটা পরিমাণে থাকে। এক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছু কিছু ফল একসঙ্গে বা কোনও ফলের সঙ্গে নির্দিষ্ট কিছু খাবার খেলে আদতে শরীরের ক্ষতি হয়ে যায়।


পেঁপের মধ্যে লেবু দিলে শরীরে সমস্যা দেখা দিতে পারে। তাই স্যালাড বানানোর সময় কখনওই এই দুটি খাবার একসঙ্গে রাখবেন না।

অনেকেই ফ্রুট চাট খেতে ভালোবাসেন। এক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে কলা ও পেয়ারা ফ্রুট চাটে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে আপনি জানেন কি এই খাবারের যুগলবন্দি কিন্তু শরীরের পক্ষে খারাপ। একসঙ্গে খেলে বমি, পেট ফাঁপা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।



IMG_20220810_205313-1660145006748 কোন কোন ফল একসঙ্গে কখনোই খাওয়া উচিৎ না শরীরে 'বিষ' তৈরি হয় - Any Fruit Should Never Be Eaten Together As 'Poison' Is Produced In The Body



আনারস অসাধারণ একটি খাবার। এই খাবার অনেকেই পছন্দ করেন। এক্ষেত্রে আনারসের সঙ্গেদুধ মিশিয়ে খাওয়া মানুষও রয়েছেন। এবার এই দুটি খাবার একসঙ্গে খেলেও সমস্যা দেখা দিতে পারে। এমন সব ক্ষেত্রে পেট ফাঁপা, বমি বমি ভাব ইত্যাদি হওয়া সম্ভব।

তরমুজ অসাধারণ একটি ফল। তবে শুনলে অবাক হয়ে যাবেন যে এই তরমুজ কিন্তু জলের সঙ্গে মিশিয়ে খাওয়া একবারেই উচিত নয়। এক্ষেত্রে তরমুজের জল দিয়ে খেলে অনেক গুরুতর

গাজর এবং কমলালেবু একসাথে খাওয়া একবারেই উচিত নয়। এই খাবার দুটির সংমিশ্রণ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এর ফলে, অম্বল এবং কিডনির সমস্যা হতে পারে।


দুধ এবং কমলালেবুর সংমিশ্রণ, আপনার হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই খাবার দুটি একসঙ্গে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কমলালেবুতে থাকা অ্যাসিড এনজাইমস-কে ধ্বংস করে দেয়। তাই কমলালেবুর সঙ্গে দুধ খাওয়া এড়িয়ে চলুন। এতে বদহজমের ঝুঁকি বাড়তে পারে।

পুডিং এবং কলার সংমিশ্রণ হজম করা অত্যন্ত শক্ত। এই দুটি খাবারের সংমিশ্রণ, শরীরে টক্সিন উৎপাদনকে উদ্দীপিত করে।

আমরা অনেকেই দুধ এবং কলা দিয়ে তৈরি স্মুদি অথবা মিল্কশেক খেতে পছন্দ করি। তবে আপনি কি জানেন, দুধ এবং কলার সংমিশ্রন টক্সিন উৎপাদন করে? এই দুটি খাবার একসাথে খাওয়া হলে, এটি ধীরে ধীরে আপনার মন এবং শরীরকে অলস করেও তুলতে পারে।



Tags – Life Style Health Tips Health Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *