Spread the love

প্রোডাকটিভিটি বাড়াতে চান! দেখুন কি করবেন -Want To Increase Productivity! See What To Do

একদিকে বাড়িতে বসে কাজ করলে যেমন কাজের জায়গাটার ব্যাপারে মনোযোগ দিতে হবে, তেমনি অফিসে বসে কাজ করলেও ডেস্কটা রাখতে হবে পরিচ্ছন্ন। দেখে নিন, ঠিক কীভাবে কাজের কোয়ালিটি বাড়াতে পারবেন, আর তার সঙ্গে আপনার প্রোডাকটিভিটিও –

ডেস্ক পরিষ্কার রাখুন

একদম পরিপাটি পরিচ্ছন্ন ডেস্ক না হলে কাজে মন বসাতেই পারেন না অনেকই । তবে খুব অপরিচ্ছন্ন ডেস্ক না রাখাই ভালো, তাতে দরকারি জিনিসটা আসল সময়ে খুঁজে পাবেন না! বাড়িতে কাজ করলেও ঘরের একটি নির্দিষ্ট স্থান বেছে নিন যেখানে সব কিছু গুছিয়ে রাখতে পারবেন।


IMG_20220805_211535-1659714350146 প্রোডাকটিভিটি বাড়াতে চান! দেখুন কি করবেন -Want To Increase Productivity! See What To Do

কাজের জায়গায় নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর টিপস


কাজের নির্দিষ্ট সময় মেনে চলুন

অফিসে অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপার থাকলে সময়ের খেয়াল তো রাখতেই হবে, কিন্তু বাড়িতে বসে কাজ করলে কাজের সময়সীমা গুলিয়ে যেতে পারে। যেহেতু বাড়িতে আপনাকে সংসারের খেয়ালও রাখতে হয়, তাই প্রায়দিনই অফিসের নির্দিষ্ট সময় অতিক্রম করে যেতে পারে।

শান্ত পরিবেশে কাজ করুন

আওয়াজ বা গোলমাল একেবারে বাদ দেওয়া সম্ভব নয়, তা আপনি অফিসেই কাজ করুন বা বাড়িতে। বাড়িতে বসে কাজ করলে মাঝেমাঝে অসুবিধের মাত্রাটা বাড়তে পারে। পাশের ঘরে টিভির আওয়াজ, বাচ্চার চিৎকার, এ সব কাজের পক্ষে খুব একটা অনুকূল নয়। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে এ ব্যাপারটা নিয়ে কথা বলতে পারেন।


প্রোডাকটিভিটি বাড়াতে চান? নজর দিন আপনার কাজের জায়গাটার দিকে



বাতাস

প্রাকৃতিক আলোয় কাজ করলে মাথা আর চোখের উপর কম চাপ পড়ে। জানলার পাশে বসে কাজ করলেও প্রোডাকটিভিটি বাড়ে। অফিসে এই কারণে বিশেষ ধরনের আলো লাগানো হয়। বাড়িতে কাজ করলেও চেষ্টা করুন স্বাভাবিক আলোয় কাজ করতে। জানলার ধার ঘেঁষে বা ব্যালকনিতে বসেও কাজ করতে পারেন।


সৃজনশীলতা

মনে রাখতে হবে যন্ত্র কখনও মানুষকে ছাপিয়ে যেতে পারে না! তাই সৃজনশীলতা, নতুন অভিনব ভাবনাচিন্তা কখনওই পুরোনো হওয়ার নয়। নতুনভাবে কাজ করা, নতুন আইডিয়া, এ সবই চিরন্তন। আপনার মধ্যেও যদি সৃজনশীলতা থেকে থাকে, তা হলে শান দিতে শুরু করুন সেই গুণটায়।




Tags – Life Style Increase Productivity!

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *