Spread the love

Retinal Serum Benefits : রেটিনল সিরাম এর কাজ কি


Retinol for Skin : আমাদের সকলের একটা বয়সের পর ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে ….জেল্লা হারানো ত্বকের যত্নে ‘রেটিনল’ নামক একটি অ্যাসিডের প্রয়োগ করেছেন কখোনো?? যা আসলে এক প্রকার রাসায়নিক। ত্বকের হারানো জেল্লা ফিরে আসার পাশাপাশি মুখের চামড়া কুঁচকে যাওয়া, বলিরেখার মতো সমস্যা দূর করতে ‘রেটিনল’ যুক্ত ক্রিম, বা সিরাম ব্যবহার করার পরামর্শ দেন অনেকেই….তবে এই অ্যাসিডের মাত্রা একটু বেশি হয়ে গেলেই ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে। তা ছাড়া কার ত্বকে কতটা পরিমাণ রেটিনল প্রয়োজন সেটি জেনে ব্যবহার করা উচিত….যেহেতু নামের পাশে অ্যাসিড রয়েছে, তাই অনেকে রেটিনল ব্যবহার করলে সংকোচ বোধও করেন।


IMG_20230910_230108-1694367083124 Retinal Serum Benefits : রেটিনল সিরাম এর কাজ কি

Retinol serum benefits for acne

তবে অনেকের মনেই এই ‘রেটিনল’ নামক অ্যাসিডটি নিয়ে মনে বেশ ভয় কাজ করে। এই অ্যাসিডের মূল উপাদান হল ভিটামিন এ। যা ত্বকের বলিরেখা দূর করতে, ত্বক মসৃণ করতে, দাগ-ছোপ দূর করতে সাহায্য করে।


কোন বয়স থেকে মাখতে শুরু করবেন রেটিনল?


মুখে বয়সের ছাপ প্রতিরোধ করতে অনেকেই ৩০-এর পর থেকে রেটিনল মাখতে শুরু করেন। যাঁদের অকালে বয়সের ছাপ পড়ার প্রবণতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে রেটিনলযুক্ত প্রসাধনী ব্যবহার শুরু করার বয়সটা ২৫ হলেই ভাল।


Retinol serum benefits for skin


বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বকেরও তার ছাপ পড়ে। জেল্লা হারানোর পাশাপাশি চামড়া আলগা হয়ে যায়। বলিরেখা দেখা দেয়। এসবের হাত থেকে বাঁচতে বেশিরভাগ মানুষ অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের সাহায্য নেন। আজকাল এই অ্যান্টি-এজিং স্কিন কেয়ার পণ্যের মধ্যে নাম কেড়েছে ‘রেটিনল’। ত্বকের যত্নে রেটিনল এখন মানুষের প্রথম পছন্দ। এই রাসায়নিক পণ্যের মূল উপাদান হল ভিটামিন এ। ভিটামিন এ ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। রেটিনল ব্যবহারে কী-কী উপকার মেলে, জেনে নিন।


Retinol serum benefits for Dry skin


১) সময়ের সঙ্গে সঙ্গে ত্বকের উপর জোরাল হল সূক্ষ্মরেখা ও বলিরেখা। তার সঙ্গে বাড়ে শুষ্কভাব। রেটিনল ত্বককে পুনরুজ্জীবিত করে তুলতে সাহায্য করে।


২) রেটিনল মূলত অ্যান্টি-এজিং মলিকিউল। এটি ত্বকের টেক্সচারকে উন্নত করতে, সূক্ষ্মরেখা, দাগছোপ, ফুসকুড়ি ইত্যাদি দূর করতে সাহায্য করে।

৩) এক্সফোলিয়েটর বৈশিষ্ট্যের কারণে রেটিনল ব্রণ-প্রবণ ও তৈলাক্ত ত্বকের জন্যও উপকারী। রেটিনল ব্যবহার করলে আপনি ব্রেকআউটের সমস্যা থেকেও মুক্তি পাবেন।


৪) রেটিনল ব্যবহারের ক্ষেত্রেও কয়েকটি সতর্ক অবলম্বন করা জরুরি।


৫) সাধারণত অ্যান্টি-এজিং পণ্যে রেটিনল অ্যাসিড উপস্থিত থাকে। এছাড়া আপনি সিরাম হিসেবেও এটি ব্যবহার করতে পারেন।


রেটিনল সিরাম এর ব্যবহার


রেটিনলযুক্ত প্রসাধনী কখন মাখবেন?


এই ধরনের প্রসাধনী রাতে ব্যবহার করাই ভাল। যে কোনও ধরনের অ্যাসিড, রোদের সংস্পর্শে এলে তা ত্বকের ক্ষতি করতে পারে।


রেটিনলযুক্ত ক্রিম কি শুধু মুখেই মাখবেন?


চিকিৎসকেরা বলছেন, মুখের পাশাপাশি হাত, গলা এবং ঘাড়েও কিন্তু এই রেটিনল দেওয়া প্রসাধনী মাখতে হবে।


Read More,

Niacinamide Serum Benefits : নিয়াসিনামাইড সিরাম এর উপকারিতা



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *