Spread the love

Niacinamide Serum Benefits : নিয়াসিনামাইড সিরাম এর উপকারিতা


ত্বকের যত্নে কিনতু সিরাম ব্যবহার করা আবশিক…. যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের মেইন পার্ট থাকে সিরাম ব্যবহার করা….. সিরাম এর ব্যবহার নিয়েও আমাদের কাছে এমন অনেক অনেক প্রশ্ন আসে প্রতিনিয়ত। তাই আজকে আমি কথা বলবো, লাইলাক নিয়াসিনামাইড সিরাম নিয়ে। প্রোডাক্টটির কাজ এবং প্রোডাক্টটিতে থাকা ইনগ্রেডিয়েন্ট এর বেসিক কিছু নলেজ দিয়েই শুরু করবো আজকে। পাশাপাশি জেনে নিব এর উপকারিতা ….


IMG_20230910_090259-1694316808551 Niacinamide Serum Benefits : নিয়াসিনামাইড সিরাম এর উপকারিতা

Niacinamide serum benefits for acne

নিয়াসিনামাইড সিরাম ত্বকে কি করে

নিয়াসিনামাইড থেরাপিউটিক, প্রতিরক্ষামূলক এবং হাইড্রেটিং বৈশিষ্ট্যগুলিকে উপকার করে যা পরিবেশগত ক্ষতির প্রভাব কমায়, ত্বককে শক্ত করে, দৃশ্যমানভাবে বর্ধিত ছিদ্রগুলিকে ছোট করে।।


Niacinamide এর কাজ কী?

Niacinamide একটি ভিটামিন বি সম্পূরক। এটি শরীরের মধ্যে নিয়াসিনের নিম্ন স্তরকে প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। শরীরের মধ্যে অপর্যাপ্ত Niacinamide পেলাগ্রা নামে পরিচিত।

Niacinamide serum benefits for skin

আমরা কি প্রতিদিন ন্যূনতম নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করতে পারি

ব্রণের দাগ এবং দাগ দূর করে এবং প্রতিরোধ করে: এই সিরামে যোগ করা উচ্চ-গ্রেডের বিশুদ্ধ ভিটামিন B3 (নিয়াসিনামাইড) 2 সপ্তাহের মধ্যে ব্রণের দাগ এবং কালো দাগ কমাতে ক্লিনিক্যালি প্রমাণিত, যার ফলে এমনকি বর্ণ বা স্বরও হয়।

Niacinamide কতবার ব্যবহার করা হয়

কত ঘন ঘন আপনার সিরাম ব্যবহার করা উচিত? মৃদু এবং ভাল-সহনীয়, একটি নিয়াসিনামাইড সিরাম প্রতিদিন দুবার ব্যবহারের জন্য আদর্শ। সকাল-রাত।

সিরাম কী? আর আমাদের ত্বকে সিরামের কাজ কী?

সিরাম হচ্ছে মূলত হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টগুলোকে অনেক লাইট বা থিন ফর্মুলার আকারে তৈরি করা হয়। সিরাম আমাদের স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই এটি আমাদের ত্বকে খুব দ্রুত কাজ করে। রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি স্কিনের কমন কিছু প্রবলেমস যেমন- স্পট বা পিগমেন্টেশনের সমস্যা, সান ট্যান, ব্রণের দাগ, আন ইভেন স্কিন টোন বা রিঙ্কেলসের সমস্যা। এই সমস্যাগুলোকে টার্গেট করে সমধান দিতে কাজ করে সিরাম।


লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% রিভিউ

প্যাকেজিং

সাদা এবং হালকা বেগুনী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় পাবেন এই সিরামটি। ৩০ এম.এল এর একটি কন্টেইনারে থাকে সিরামটি। এর প্যাকেজিং খুবই সিম্পল, যা দেখতে আমার কাছে বেশ ভাল।

প্রাইজ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% বর্তমান মুল্য ৭৫০ টাকা। রেগুলার ইউজের জন্যে এটি খুব বেশিই কনভেনিয়েন্ট মনে হয়েছে সব দিক থেকেই।


এর উপকারীতা কী?

আমি এর আগে আরও কিছু ব্র্যান্ডের সিরাম ব্যবহার করেছি। তবে এই সিরামটির যে বিষয়টি আমার বেশি ভাল লেগেছে তা হলো,


(১) এটিতে নিয়াসিনামাইডের পরিমাণ ৫%। সাধারণত মার্কেটে অন্য যেসকল নিয়াসিনামাইড যুক্ত সিরাম পাওয়া যায় তাতে নিয়াসিনামাইডের পরিমাণ ১০% বা তার বেশি থাকে। লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% এ নিয়াসিনামাইডের পরিমাণ ৫% থাকায় আমি এটি একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি।


(২) এই সিরামটির স্পেশাল দিক হলো, এতে একই সাথে নিয়াসিনামাইড এর পাশাপাশি সোডিয়াম হায়ালুরোনেট (Sodium Hyaluronate) ইনগ্রেডিয়েন্টটি রয়েছে। সাধারণত সিরামগুলোতে একই সাথে নিয়াসিনামাইড এবং সোডিয়াম হায়ালুরোনেট থাকেনা।


সিরামের উপকারীতা


IMG_20230910_090318-1694316808029 Niacinamide Serum Benefits : নিয়াসিনামাইড সিরাম এর উপকারিতা

niacinamide serum benefits for skin whitening

(৩) যাদের স্কিনে ওপেন পোরস এর সমস্যা রয়েছে তাদের জন্যে এটি খুবই ভাল সল্যুশন দিবে। খুব তাড়াতাড়ি এই এটি ওপেন পোরস মিনিমাইজ করতে সাহায্য করে।


(৪) আমাদের স্কিনের অতিরিক্ত যে সেবাম প্রোডাকশন হয় তা কনট্রোল করতে দারুণ ভাবে কাজ করে।


(৫) অয়েলি, কম্বিনেশন এবং সেনসিটিভ স্কিনের জন্যে এটি খুবই ভাল কাজ করে। যাদের সেন্সেটিভ স্কিন তারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারবেন।

সিরাম কখন ব্যবহার করতে হয়

কীভাবে আমি এটা ইউজ করি?

সিরাম লাগানোর নিয়ম খুবই সহজ এবং সাধারণ। শুধু আগে পরে নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করতে হবে মাস্ট। আমি যে স্টেপগুলো ফলো করি সিরাম ইউজের সময় তা আপনাদের সাথে শেয়ার করা হলো-


স্টেপ ১ঃ সিরামটি ব্যবহারের আগে ক্লিনজিং করে নিতে। এরপর একটি টোনার ব্যবহার করতে হবে।।


এবার ২ থেকে ৩ ড্রপ সিরাম এক হাতে নিয়ে আরেক হাতের আঙুলের সাহায্যে মুখে ড্যাব করে লাগিয়ে নিতে হবে।। স্কিন সিরাম শুষে নিলে একটি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে।।


কিন্তু সিরাম কখন ব্যবহার করতে হয়?

রাতে অথবা দিনে যেকোন সময়ই এই সিরামটি ব্যবহার করা যায়। আপনারা চাইলে দিনেও ব্যবহার করতে পারেন।


আরোও পড়ুন,

Good Vibes Face Serum For Oily Skin || Good Vibes Face Serum Benefits



Tags – Serums, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *