Spread the love

ভ্যাজাইনা কী??জেনে নিন ভ্যাজাইনা সম্পর্কে কিছু তথ্য! – What Is Vagina? Learn Some Facts About Vagina


ইনফেকশন বা যোনী এলাকায় সংক্রমণ মেয়েদের বেশ প্রচলিত সমস্যা। শুষ্কতা, চুলকানি, অস্বস্তিভাব এই সমস্যার লক্ষণ। আবার অনেক সময় নারীরা তলপেটে অসহ্য ব্যথা অনুভব করেন। এটা কোনও সাধারণ ব্যথা নয়, এটা অনেক সময় নারীর গোপন রোগের ইঙ্গিত দেয়।



IMG_20220729_222925-1659113992041 ভ্যাজাইনা কী??জেনে নিন ভ্যাজাইনা সম্পর্কে কিছু তথ্য! - What Is Vagina? Learn Some Facts About Vagina

জেনে নিন আপনার ভ্যাজাইনা সম্পর্কে জরুরী তথ্য!



ভ্যাজাইনা সম্পর্কে কিছু জরুরী তথ্য

১. পরিষ্কার পরিচ্ছন্নতা

ভ্যাজাইনা বা যোনী আলাদাভাবে পরিষ্কার করতে হয় না। সৃস্টিকর্তা প্রাকৃতিকভাবেই এই স্থান পরিষ্কার রাখার ব্যবস্থা করে রেখেছেন। আলাদা করে কোন প্রকার সাবান, স্প্রে, ক্রিম ইত্যাদি কোন কিছুই যোনীতে ব্যবহার করা উচিত নয়।


২. ভ্যাজাইনার সুরক্ষা ব্যবস্থা

ভ্যাজাইনার সুরক্ষার জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া এবং ইস্ট থাকে, ডাক্তারি পরিভাষায় যাকে নরমাল ফ্লোরা (Normal Flora) বলে।


এরা ভ্যাজাইনার সাধারণ পিএইচ (ph level) লেভেল, অ্যাসিডিটি, এমনকি অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

ভ্যাজাইনা বা যোনি সম্পর্কে আপনার যা জানা উচিত


৩. নিজস্ব গন্ধ

প্রতিটি মানুষের নিজস্ব একটি গন্ধ থাকে। ভ্যাজাইনাতেও হালকা কিছু গন্ধ থাকা খুবই স্বাভাবিক। মাসিকের ধরণ, খাবারদাবার, শরীরে পানির পরিমাণ ইত্যাদি কারণে এই গন্ধে পার্থক্য থাকে। এই গন্ধ দূর করতে ভ্যাজাইনাতে আলাদা করে সেন্ট, পারফিউম বা অন্য কোন সুগন্ধি প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই।

অনেকেই আছেন ভ্যাজাইনার ইস্ট জাতীয় ইনফেকশন দূর করতে সেখানে টক দই অথবা রসুন ব্যবহার করেন! তারা দাবি করেন যে এধরনের ইনফেকশনের কারণে যে চুলকানি হয় তাতে টক দই দিলে কিছুটা আরাম লাগে, রসুন ব্যবহারে আরোগ্যলাভ হয়!

কিন্তু এতে ভালো না হয়ে বরং ক্ষতি আরো বেড়ে যায়। টক দই ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে ইনফেকশন বাড়িয়ে দেয়।

৫. ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব

নারীরা গোপন কোন স্বাস্থ্য সমস্যায় ভুগলে তা সাধারণত লজ্জার কারণে কাউকে বলতে চায় না। সাদা স্রাব বা লিউকেরিয়া এমনই একটি রোগ। মাসিকের আগে আগে অনেকেরই হালকা সাদা স্রাব হতে পারে।


অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, জননাঙ্গ পরিষ্কার না রাখা, ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ ইত্যাদি কারণে এটি হতে পারে।

অন্তর্বাস নির্বাচনে সচেতনতা

ফ্যাশনের চাইতে আরামটাকেই গুরুত্ব দিন অন্তর্বাস বেছে নেয়ার ক্ষেত্রে। এই পোশাকটি আপনি বলতে গেলে সারাদিনই পরিধান করেন, তাই এটা আরামদায়ক হওয়া বাঞ্ছনীয়। অন্তর্বাসের ক্ষেত্রে ফেব্রিক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

চুলকানি মানেই ইনফেকশন নয়

ইনফেকশন ছাড়াও এমন অনেক কারন আছে যার কারণে ভ্যাজাইনায় চুলকানি হতে পারে। আপনার ব্যবহার করা অপরিষ্কার কাপড়, লন্ড্রি প্রোডাক্ট যেমন সাবান বা ডিটারজেন্ট-এর ব্যবহার বা অনেক সময় আশেপাশের স্থান শেভ করার কারণেও চুলকানি হতে পারে।


আবার অনেক সময় বিভিন্ন যৌন রোগের কারণেও চুলকানি হতে পারে যার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা।

সঠিক নিয়মে শৌচকর্ম

ভ্যাজাইনা থেকে মলদ্বার এর দূরত্ব খুবি অল্প। তাই সঠিক নিয়মে শৌচ করতে জানাটা জরুরী। শৌচ করার সময় সব সময় সামনে থেকে পেছনে যেতে হবে। পেছন থেকে সামনে নয়।

ভ্যাজাইনার আদ্রতা

ভ্যাজাইনা এমনিতেই সাধারণত একটু ভেজা ভেজা থাকে। তবে শরীরে ইস্ট্রজেন হরমোন এর তারতম্য হলে বা জলের অভাব হলেও ভ্যাজাইনা ড্রাই হয়ে যেতে পারে।

আর তাতেও কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু ঘরে বসে কোন প্রকার লুব্রিকেন্ট, তেল, লোশন বা অন্য কোন জড়িবুটি ব্যাবহার করবেন না।

যাঁদের মেনোপজ় হয়ে গিয়েছে বা হওয়ার মুখোমুখি এসে দাঁড়িয়েছেন, তাঁদের ভ্যাজাইনার শুষ্কতা সংক্রান্ত একটা সমস্যা সত্যিই দেখা যায় এবং তার ফলে যৌন মিলন অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতায় পর্যবসিত হয়ে পড়ে। কিন্তু যদি আপনার বয়স 40-এর কম হয় এবং তা সত্ত্বেও এই সমস্যায় ভোগেন, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।


ভ্যাজাইনার শুষ্কতার সঙ্গে আপনার শরীরে উপস্থিত স্ত্রী হরমোনের সরাসরি যোগ আছে। স্ত্রী হরমোনের পরিমাণ কমতে আরম্ভ করলেই এ প্রবণতা মাথাচাড়া দিয়ে ওঠে। তবে বিশেষ বিশেষ ওষুধের, বিশেষ করে অ্যান্টি ডিপ্রেস্যান্টের পার্শ্ব প্রতিক্রিয়াতেও এমনটা হতে পারে। কিছু হরমোনাল জন্ম নিরোধক পিলও গোপনাঙ্গের পিচ্ছিলতা কমার কারণ।

মনে রাখবেন, ভ্যাজাইনা শুষ্ক হওয়াটা মোটেই স্বাস্থ্যের লক্ষণ নয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনাকে। তা না হলে কিন্তু ভ্যাজাইনাল ফ্লোরায় অসঙ্গতি দেখা দেবে এবং থ্রাশ, ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের মতো সমস্যা আক্রমণ করবে বারবার।




Tags – Learn Some Facts About Vagina Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *