Spread the love

বাড়িতে গুঁড়া দুধ তৈরি করবেন যেভাবে – How To Make Powdered Milk At Home


ছোটবেলায় হাতে নিয়ে গুঁড়া দুধ চুরি করে খেতাম।। মনে আছে সকলের নিশ্চয়।।সকালের চা থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি খাবার রান্নায় ব্যবহার করা হয় গুঁড়া দুধ।

তবে বাজারের নামীদামী ব্র্যান্ডের বিভিন্ন গুঁড়া দুধ পাওয়া যায়। এর মধ্যে ভেজাল থাকায় এসবের উপর এখন ভরসা করা দায়।


এতোকিছু না ভেবে বাড়িতেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে ফেলুন গুঁড়া দুধ। খুব ঝামেলার মনে হচ্ছে? মাত্র দু’টি উপকরণেই তৈরি করে নিন গুঁড়া দুধ। জেনে নিন রেসিপি-


IMG_20220729_200818-1659105507921 বাড়িতে গুঁড়া দুধ তৈরি করবেন যেভাবে - How To Make Powdered Milk At Home

বাড়িতে গুঁড়া দুধ তৈরি করার সহজ উপায়

উপকরণ: তরল দুধ ১ লিটার, চিনি আধা কাপ।


প্রণালী: গ্যাস এ প্যান বসিয়ে দুধ জ্বাল দিতে থাকুন। ফুটে উঠলে আঁচ একদম কমিয়ে দুধ জ্বাল করুন। উপরে সর পড়লে একটি চামচ দিতে মাঝে মাঝে তা চারদিক থেকে মাঝখানে এনে দিন। এভাবে সবটুকু দুধকে মালাই বানিয়ে বাটিতে ঢেলে রাখুন।



বাড়িতে গুঁড়া দুধ তৈরি করবেন যেভাবে


এবার ছড়ানো একটি প্লেটে মালাই ছড়িয়ে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে প্লেট থেকে আলগা করে হাত দিয়ে ভালোভাবে ভেঙ্গে নিন। ব্লেন্ডারে শুকিয়ে নেয়া মালাই, চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত গুঁড়া দুধ।



Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *