Spread the love

১০ মিনিটে উজ্জ্বল ত্বক পেতে কলার ফেসিয়াল ব্যাবহার করুন – Use Banana Facial To Get Glowing Skin In 10 Minutes

সবাই চায় সুন্দর, ঝলমলে ও কোমল ত্বক। এর জন্য লোকেরা বিভিন্ন ধরণের পণ্য ব্যবহার করে। এর পাশাপাশি অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করান। আসুন আমরা আপনাকে বলি যে ফেসিয়ালের কারণে মুখের ত্বকে জমে থাকা ময়লা, ত্বকের মৃত কোষ সহজেই দূর হয়ে যায়। সেই সঙ্গে ত্বকও উজ্জ্বল হয়।


ঘরেই করুন কলার ফেসিয়াল করুন, জেনে নিন এর ধাপ গুলো


IMG_20220727_223944-1658941834397 ১০ মিনিটে উজ্জ্বল ত্বক পেতে কলার ফেসিয়াল ব্যাবহার করুন - Use Banana Facial To Get Glowing Skin In 10 Minutes

উজ্জ্বল ত্বক চান? তা হলে এখনই বাড়িতে বানিয়ে ফেলুন কলার ফেসপ্যাক


১) মুখ পরিষ্কার:-

বাড়িতে কলার ফেসিয়াল করতে প্রথমে আমের মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর হাইড্রেটিং ক্লিনজারের সাহায্যে মুখ পরিষ্কার করুন। এতে মুখের ওপর জমে থাকা সব ময়লা ও ধুলাবালি সহজেই দূর হয়ে যাবে।


কলা ফেস স্ক্রাব:-

মুখ পরিষ্কার করার পর ফেস স্ক্রাবিং করা উচিত। বানানা স্ক্রাব তৈরি করতে আপনি দুধের গুঁড়া নিন। এতে সুজি, লেবুর রস এবং অলিভ অয়েল দিন। এবার একটি কলার খোসা নিন এবং এই মিশ্রণটি খোসার উপর লাগান। এটি সারা মুখে ভালো করে স্ক্রাব করুন। এরপর হালকা হাতে ৫ মিনিট স্ক্রাব করার পর নতুন পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।



ফেসিয়াল করুন কলা দিয়ে! শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে নিমেষে

কলা ম্যাসেজ ক্রিম:-

স্ক্রাব করার পর ফেসিয়ালের পরবর্তী ধাপ হল ফেসিয়াল ম্যাসাজ। এর জন্য একটি পাত্রে অর্ধেক কলা, মধু, লেবুর রস, এক চিমটি হলুদ এবং দই রাখুন। এই সব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর এটি দিয়ে আপনার মুখে ম্যাসাজ করুন। এতে মুখ নরম হবে।


৫) কলার ফেস প্যাক:-

কলার ময়েশ্চারাইজিং গুণ রয়েছে, কলা ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি এটি ব্রণ বা পিম্পল থেকেও মুক্তি পায়। কলার ফেসপ্যাক তৈরি করতে একটি পাত্রে কমলার খোসার গুঁড়া, অর্ধেক কলা, মধু, লেবুর রস এবং দই মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং ভালো করে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি মুখে লাগান কিছক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিন। মুখ তারপর ময়শ্চারাইজ করে নিন।


অ্যান্টি-এজিং মাস্ক

একটা পাকা কলার আধা টুকরো নিয়ে ভালভাবে মেখে একটা মন্ড তৈরি করে নিন।

এক চা চামচ টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান।

মেশাতে থাকুন, যতক্ষন না সব উপাকরণগুলি ভালভাবে মিশে যায়।

ভাল করে মুখ ধুয়ে নিয়ে এই মাস্কটি লাগান।

কলার মাসাজ ক্রিম তৈরী করতে পারেন –


ফেসিয়ালের আরেকটি ধাপ হল মাসাজ। ব্যানানা ফেসিয়ালের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। কলার মাসাজ ক্রিম তৈরি করা বেশ সহজ।

উপকরণ – অর্ধেক পাকা কলা, এক চা চামচ মধু, দুই চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়ো, দেড় চা চামচ টক দই



IMG_20220727_223959-1658941834159 ১০ মিনিটে উজ্জ্বল ত্বক পেতে কলার ফেসিয়াল ব্যাবহার করুন - Use Banana Facial To Get Glowing Skin In 10 Minutes



তৈরির পদ্ধতি ও ব্যবহার বিধি


একটি বাটিতে সব উপকরণ ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এবার এই পেস্টটি ক্রিমের মত করে মুখে মাসাজ করে নিন। মিনিট দশেক মাসাজ করে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুখে নিন।


পাকা কলা ত্বকের আর্দ্রতা বাড়াতে ও মোলায়েল রাখতে সাহায্য করে।


কলা দিয়ে ফেশিয়াল করার উপকারিতা


যদি আপনার ত্বকের ধরন শুষ্ক হয়, তাহলে অবশ্যই আপনার ব্যানানা ফেশিয়াল করা উচিত। কলায় রয়েছে এমন কিছু উপাদান যা ত্বক মসৃণ ও মোলায়েম করতে সাহায্য করে।


কলায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের নানা র‍্যাশ বা চুলকানি দূর করতেও সাহায্য করে।


অনেক সময়ে নানা কসমেটিক বা মেকআপ প্রোডাক্ট থেকে আমাদের ত্বকে অনেকরকমের সমস্যা হয়। এসব সমস্যা দূর হয়ে যায় যদি মাঝে মাঝে ব্যানানা ফেশিয়াল করা যায়।




Tags – Beauty Tips Skin Care Skin Tips Banana Facial


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *