Spread the love

দিক মেনে বাড়িতে বেলগাছ লাগান, ঘরে আসবে শুক শান্তি – Plant Belgach At Home According To The Direction, Dry Peace Will Come To The House


বাড়ির নির্দিষ্ট দিক অনুসারে বেল গাছ লাগালে তাতে অনেকরকম উপকার পাওয়া যায় ৷পুজোর সমস্ত কাজেই বেলপাতা আবশ্যিক ৷ শাস্ত্র মতে বেলপাতা অত্যন্ত শুভ ৷ কারণ কথিত আছে, মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে সেখান থেকে জন্ম হয়েছিল বেল গাছের ৷


Belpata1-630x420-1658920381612 দিক মেনে বাড়িতে বেলগাছ লাগান, ঘরে আসবে শুক শান্তি - Plant Belgach At Home According To The Direction, Dry Peace Will Come To The House

ভুল দিকে গাছ আনতে পারে দুর্ভোগ, বাস্তু মেনে কোন দিকে গাছ লাগাবেন? জানুন

বেল পাতার আর্শ্চযজনক স্বাস্থ্য উপকারতিা


বেলে এ্যান্টিফাঙ্গাল, এ্যান্টিপ্যারাসাইট গুণ রয়েছে যা হজমের জন্য লাভজনক।


বেলের শরবৎ শরীর ঠাণ্ডা করে প্রচণ্ড গরমে নাক থেকে রক্তপাত হলে এই ফলের শরবত ওষুধ হিসেবে খাওয়ানো হয়।


বেল পেট ব্যাথা, গ্যাস, ডায়রিয়া এবং পেট খারাপের সমস্যা থেকেও বেশ উপকারি দাওয়াই।


বেলে ল্যাকসটেভি বৈশিষ্ট্যি রয়েছে যার ফলে কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা বা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


বেলে বিটা-ক্যারোটনি থাকে যা যকৃতকে সুস্থ রাখতে সাহায্য করে।


বেল ভিটামিন সি-এর ভাল উৎস। ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়, বেল পাতার রস সেত রোগেও উপকারী।

ভটিামনি সি-এর পরিপূরক হওয়ায় এটি শরীরের অনাক্রম্যতাও বাড়ায়। কিডনির স্বাস্থ্যের জন্যও বেল বেশ র্কাযকরী ফল।

হিন্দুধর্মে বেলগাছ হল একটি পবিত্র গাছ।

বেলপাতা বা বেল গাছকে আমরা ভগবান

শিবের সঙ্গে তুলনা করি। শিব বেলপাতাতেই তুষ্ট।


ভারতবর্ষের প্রায় বিভিন্ন জায়গাতেই বেলগাছ দেখতে পাওয়া যায়।


এক মহাত্মা বলেছিলেন মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে একটি বেল গাছ জন্ম নেয় যা বিল্ব গাছ।

বেলগাছ ত্রিগুণের অধিকারী যথা— স্বতঃ , রজ , তম।



বাস্তু মেনে গাছ লাগান, জেনে নিন কোন দিকে গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে

বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ – সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি।

বাড়ির পূর্ব দিকে বেলগাছ – বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে।


বাড়ির পশ্চিম দিকে বেলগাছ – সুসন্তান লাভের পথ প্রশস্ত করে।


• বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ – দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়।

আবার বাড়ির পশ্চিম দিকে বেল গাছ বসালে সন্তানের ভাগ্য ভালো হয়।


দুর্ঘটনা কিংবা কোনও বাধা থেকে মুক্তি মেলে বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ বসালে।

জ্যোতিষ মতে বেলগাছের ক্ষেত্রে এই নিয়মগুলি মানলেই সেইসব পরিবারদের জীবনে সুখ ও সম্পদ লাভ হয় দ্রুত।




colorblind_1366381620_1-300px-Bael04_FSPark_Asit-1658920381424 দিক মেনে বাড়িতে বেলগাছ লাগান, ঘরে আসবে শুক শান্তি - Plant Belgach At Home According To The Direction, Dry Peace Will Come To The House



বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে হবে তখন তাকে একটি বেলপাতা বলা হয়।


এইতিনটি বেলপাতা হল ব্রহ্মা , বিষ্ণু , মহেশ্বর।

• এই তিনটি পাতাকে যথাক্রমে তিনটি চোখ বলা হয়।

• তিনটি পাতা যথাক্রমে – পূজা , স্তোত্র ও জ্ঞান।

• বেলডাল যথাক্রমে সৃষ্টি , স্থিতি ও লয়কে উপস্থাপনা করে।

• বেল ফলকে শ্রীফল বলেও জানা যায়। শিব পূজার একটি উত্তম উপাদান বেল পাতা।


শারীরিক প্রয়োজনে বেলগাছ ——


• বেল ফলের গুঁড়ো দুধের সাঙ্গে পান করলে রক্তাল্পতার থেকে মুক্তি পাওয়া যায়।

• হাই ব্লাড সুগার রোগে নিয়মিত বেল ফল খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

• বেলফল ঠাণ্ডা জলে ভিজিয়ে মিছরি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়।

• বেলফল সরষের তেলের মিশ্রণে যদি কোন ব্যথায় মালিশ করা হয় তবে খুব উপকার পাওয়া যায়।


Tags:

Astrology, Bell tree, Direction

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *