Spread the love

স্ত্রীকে সুখী করার টিপস্ গুলি অবশ্যই জেনে নিন – Must Know Tips To Make Wife Happy


প্রথমেই ভুলে যান সে আপনার বউ। একটা ভালো বেস্ট ফ্রেন্ড ভাবুন, যে কিনা আপনার সমস্ত খারাপ দিক ভালো দিক খুচরো পয়সার মত নিজের কাছে খুব যত্নে রেখে দিবে। কারণ বউ ভাবলেই নানা দাবী, অধিকার, ধরে নিন, এতো বড় একটা লম্বা জীবন। এই জীবনে একা তো আর চলা যায় না। একজন সঙ্গী তো লাগেই। সেখেত্রে বউ হল আপনার উত্তম সঙ্গী। তাই স্বামীগিরী বাদ দিন। বন্ধুত্বের সাধ নিন।


IMG_20220726_203318-1658847809950 স্ত্রীকে সুখী করার টিপস্ গুলি অবশ্যই জেনে নিন - Must Know Tips To Make Wife Happy

স্ত্রীর কাছে হতে চান Perfect স্বামী? এই কাজগুলি করলেই কেল্লাফতে


আজকে আপনাদের জানাবো স্ত্রীকে সুখী করার কিছু টিপস্ –

১/ আই লাভ ইউ। যারা বিয়ে করেছেন তাঁরা বিয়ের আগে হয়ত অনেক বার এই শব্দ বলেছেন। ভাবছেন এখন ঘর সংসার করছেন আর কি দরকার আই লাভ ইউ বলার। এক দম ভুল ধারণা। সুযোগ পেলে মুখে ভালোবাসার জানান দিন। ( মনে রাখবেন ভালোবাসা অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন ) ।।

২/ প্রত্যেক মানুষের সংসার জীবনে সুখী হওয়া খুব জরুরি। কারণ সারা দিন কাজ করে ঘরে ফেরার পরে যদি শান্তি পাওয়া না যায় তবে কিন্তু বিপদ। তাই ঘরের শান্তির কথাও মাথায় রাখতে হবে।

৩/ পরিবারের কর্তা হিসেবে স্ত্রী ও সন্তানদের সুখী রাখার দায়িত্ব স্বামীর। সংসারের সবার বিষয়ে তার খোঁজ রাখতে হবে।

৪/ বেশির ভাগ নারীরাই সারা দিন বাড়ির অধিকাংশ কাজ করেন। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকেও সমান গুরুত্ব দিতে। স্ত্রী কোনো বিষয়ে মন খারাপ করে এমন কোনো কিছুই করা যাবে না।


স্ত্রীকে খুশি রাখার উপায় গুলি জানুন


৫/ সারপ্রাইজ দিন। মেয়েরা সারপ্রাইজ দিতে নয়, পেতে পছন্দ করে। বিয়ে বার্ষিকী বা জন্মদিনে তাই বউয়ের পছন্দের গিফট দিয়ে সারপ্রাইজ দিন।



IMG_20220726_203259-1658847810517 স্ত্রীকে সুখী করার টিপস্ গুলি অবশ্যই জেনে নিন - Must Know Tips To Make Wife Happy



৬/ বউয়ের পোষা প্রাণীটিকে বেশি ভালোবাসুন। এর মানে এই নয় যে তাঁর কুকুর বা বিড়ালকে বেশি ভালোবাসতে হবে। প্রত্যেক মেয়েরেই বিশেষ কিছু আপন মানুষ থাকে। এটা হতে পারে তাঁর ছোট ভাই, বাবা-মামা বা এজাতীয় কেউ।

৭/ সংসারের বিষয়ে কোনো কথা থাকলে তা মন দিয়ে শুনুন। পারলে প্রশংসাও করুন।


৮/ কোনো মানুষ মিথ্যা বলা একবারে সহ্য করতে পারে না।তাই মিথ্যা বলবেন না।


৯/ নারীরা কখনওই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।


১০/ বেতন যাই হোক মাস শেষে স্বামীর হাত থেকে বেতন পেতে সব মেয়েরই ভাল লাগে। এমনকি তিনি নিজেও যদি জব করেন তবুও। এর মধ্যে স্ত্রীরা এক ধরণের কর্তৃত্বের সুখ পান।

১১/ সব মানুষের একটা নিজস্ব জগত থাকে। সেখানে সে নিজের মত থাকতে চায়। বিচরণ করতে চায়। স্ত্রী বলে তাঁর সব কিছুর মালিক আপনি এমনটা না ভাবাই ভালো। তাঁর একান্ত বলে কিছু থাকবে না এ ভাবনাও ঠিক না। তাঁকে তাই তাঁর নিজস্ব জগতে স্বাধীনভাবে বিচরণের সুযোগ দেয়া উচিত। এতে সম্পর্ক মজবুত হবে।


১২/ ভুলেও নিজ স্ত্রীর সামনে অন্য কোন মেয়ের গুণগান করবেন না। তা হলেই একেবারেই সর্বনাশ। তাই অন্যের স্ত্রী বা কোন মেয়ের গুণকীর্তন করা থেকে বিরত থাকুন।


১৩/ সব মেয়েই আলাদা। আপনার স্ত্রীও। তাই কোন ভাবেই আপনার স্ত্রীর সাথে অন্য মেয়ের তুলনা করবেন না। এ বিষয়টি সে মোটেও পছন্দ করবে না।

১৪/ স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্বদিন।

১৫/ ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন।


IMG_20220726_203308-1658847810228 স্ত্রীকে সুখী করার টিপস্ গুলি অবশ্যই জেনে নিন - Must Know Tips To Make Wife Happy




১৬/ সবসময় একসাথে খাবার গ্রহণ করুন। সম্ভব হলে এক প্লেটেই খাবার খান। এতে আরও ভালোবাসা বৃদ্ধি পায়।




Tags – Life Style Relationship

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *