Spread the love

Multani Mitti Face Pack Benefits : মুলতানি মাটি মুখে ব্যবহারের নিয়ম

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম : আমরা কমবেশি সকলে জানি মুলতানি মাটি ত্বকের জন্য খুবই উপকারী। যাদের ব্রণের সমস্যা আছে তারা এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন….এটি ত্বককে ন্যাচারালভাবে ঠান্ডা করে এবং ত্বকে উপস্থিত অতিরিক্ত তেলকেও নিয়ন্ত্রণ করে। এটি ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে। এছাড়াও ত্বকের জন্য মুলতানি মাটির আরো অনেক উপকারিতা রয়েছে।


IMG_20230908_231834-1694195329322 Multani Mitti Face Pack Benefits : মুলতানি মাটি মুখে ব্যবহারের নিয়ম

How to use Multani mitti for skin whitening

১. দুধ দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক (Multani Mitti Face Pack With Milk)


মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগালে আপনার ত্বক অনেক বেশি নরম এবং উজ্জ্বল দেখায়। পেস্টটিকে দশ মিনিটের জন্য রেখে দিন। তারপর ফেসপ্যাকের মতো মুখে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়

২/ টমেটোর রস মুলতানি মাটির ফেস প্যাক (Tomato And Multani Mitti Face Pack)


টমেটোর ত্বকের এক্সফোলিয়েশন ভালোভাবে করে। এটি মুলতানি মাটির সঙ্গে টমেটো ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল এবং দাগমুক্ত হতে পারে।

Multani mitti face pack benefits for glowing skin

৩/ মধু ও মুলতানি মাটির ফেসপ্যাক- মুলতানি মাটির গুঁড়োর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই প্যাকটি পুরো মুখে লাগান। শুকানোর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম

৪/ হলুদ এবং মুলতানি মাটির ফেস প্যাক- ১ চামচ মুলতানি মাটির গুঁড়ো নিতে হবে এর সাথে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং গোলাপ জল মেশান। এই পেস্ট সারা মুখে লাগান। শুকানোর পর এই মুখটি সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।।

৫/ ত্বকের শীতলতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি ও পুদিনার ফেস প্যাক। এর জন্য পুদিনা পাতা বেটে নিয়ে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন।


Read More,

Skin Lightening Cream Review : ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *