Spread the love

জং ধরে গেছে নিত্য ব্যবহার্য জিনিসপত্রে? তা ঠিক করার ঘরোয়া উপায় – Has The Rust Caught In Daily Use Items? Home Remedies To Fix It

কাচের বোতলের মুখে আটকানো ছিপি, টুলবক্সের ছোটোখাটো যন্ত্রপাতি, সাঁড়াশি, লোহার কড়াইয়ের মতো বাসনপত্র ব্যবহারের নানা সুবিধে থাকার পাশাপাশি এদের অনেক সমস্যাও আছে। জং ধরে গেলে দেখতে বড়ো খারাপ লাগে। তার চেয়েও বড়ো কথা হচ্ছে, জিনিসটা বড়ো তাড়াতাড়ি বাতিল করতে হয় – কিন্তু একটু চেষ্টা করলেই জংয়ের দাগ দিব্যি তুলে ফেলা যায়। জানতে চান তা কীভাবে সম্ভব?



জং ধরে গেছে তা ঠিক করার ঘরোয়া উপায়


ধারালো কোনও ব্রাশ বা স্টিল উল দিয়ে ঘষে দিন: লোহা বা স্টিলের মতো কোনও সারফেস থেকে জং সরানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনও স্টিলের তন্তু দিয়ে তৈরি ব্রাশ বা স্টিল উলের মতো কোনও সামগ্রী দিয়ে তা ঘষে তুলে ফেলা।



IMG_20220723_202458-1658588110543 জং ধরে গেছে নিত্য ব্যবহার্য জিনিসপত্রে? তা ঠিক করার ঘরোয়া উপায় - Has The Rust Caught In Daily Use Items? Home Remedies To Fix It



সাদা ভিনিগার: জং লেগে গিয়েছে এমন যে কোনও জিনিস চুবিয়ে রাখুন সাদা ভিনিগারে। যদি ভিনিগারে ডুবিয়ে রাখা সম্ভব না হয়, তা হলে ভালো করে ভিনিগার মাখিয়ে রেখে দিন অন্তত কয়েক ঘণ্টা – একটা গোটা দিন রাখতে পারলে ভালো হয়।

লেবু আর নুনের মিশ্রণ: প্রথমে জং ধরা জিনিসটির গায়ে বেশ করে নুন ছড়িয়ে দিন। তার উপর থেকে ঢালুন বেশ খানিকটা লেবুর রস – নুনের স্তরটা যেন পুরোপুরি ঢেকে যায় লেবুর রসে। এইভাবে কয়েক ঘণ্টা ফেলে রাখুন। নুন জংটা ভেঙে দেবে। তার পর লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে নিলেই দেখবেন যে জং সরে গিয়ে জিনিসটি ঝলমলিয়ে উঠেছে।



জং ধরে গেছে বাসন এ ঠিক করুণ এই উপায়ে

সোডা আর জলের পেস্ট: বেকিং সোডা আর জল মিশিয়ে গাঢ় একটি পেস্ট তৈরি করে নিন। তার পর সেই পেস্টটি জংয়ের গায়ে মাখিয়ে ফেলে রেখে দিন কয়েক ঘণ্টা। স্টিল উল দিয়ে ঘষলেই সব জং উধাও হয়ে যাবে।


বাসন মাজা সাবান আর আলু: একটা আলু অর্ধেক করে কেটে নিন, তার পর সাদা দিকটা ডুবিয়ে রাখুন বাসন মাজা সাবানের পাত্রে। তার পর আলুর টুকরোটা তুলে আপনার জং লাগা বাসন বা তৈজসের উপর রাখুন কয়েক ঘণ্টার জন্য। মাঝে আলুর টুকরোটা আরও কয়েকবার সাবানে ডুবিয়ে নিতে পারেন।




Tags – Life Style


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *