Spread the love

বাড়িতে চাল রাখলে পোকা ধরছে? কী করে মুক্তি পাবেন এই ঝামেলা থেকে – Keeping Rice At Home Is Catching Insects? How To Get Rid Of This Trouble


সারা মাসের বাজার করে একসঙ্গে করে রাখেন বাবা কাকা । বাড়িতে যাতে চাল বাড়ন্ত না হয়, তাই একসঙ্গে বেশি পরিমাণ চালও থাকে মাসকাবারির লিস্টে৷ কিন্তু তাতেই হয় সমস্যা৷ চালে পোকা ধরে যায়।আবার পোকা সমেত চাল সেদ্ধ করার কোনও প্রশ্নই আসে না৷ তাই উপায় কী? কী করে বাছবেন চালের পোকা?

অনেকেই এই সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে কিছু উপায় জানা থাকলে এসব সমস্যার সমাধান করা খুব সহজ।

শুকনো লঙ্কা: চালের পাত্রে ৭-৮টি আস্ত শুকনো লঙ্কা রেখে দিন। এতে চাল অনেক দিন পোকা মুক্ত থাকবে।

এয়ারটাইট পাত্র: পলিথিন বা প্লাস্টিকের পাত্রে চাল রাখবেন না। এতে পোকা ধরার আশঙ্কা বাড়ে।


গোলমরিচ: এর ঝাঁজও চালকে সুরক্ষিত রাখে। চালে পোকা হতে দেয় না।


নিমপাতা: নিমপাতা পোকা তাড়াতে দারুণ কাজে লাগে। পাত্রে চাল রাখার পরে তাতে কিছুটা নিমপাতা দিয়ে দিন।



rice2-1658329641945 বাড়িতে চাল রাখলে পোকা ধরছে? কী করে মুক্তি পাবেন এই ঝামেলা থেকে - Keeping Rice At Home Is Catching Insects? How To Get Rid Of This Trouble

চালে পোকা দূর করার উপায়


তেজপাতা: নিমপাতা না থাকলে তেজপাতাও দিতে পারেন চালের মধ্যে। তাতেও দূরে থাকবে পোকা।


ফ্রিজ: অনেক সময়ে তাপের কারণেও পোকার বংশবৃদ্ধি হয়। তাই এয়ারটাইট পাত্রে ভরে চাল কয়েক দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন।


চালের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে চাল প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন।

চালে পোকা দূর করার পদ্ধতি


চাল সব সময় ঠাণ্ডা যায়গায় রাখুন, স্যাঁতস্যাঁতে পরিবেশে চালের পাত্র রাখবেন না। চাল ফুরিয়ে গেলে চালের পাত্র পরিষ্কার করে তার পর শুকিয়ে আবার চাল রাখুন।


চালের পাত্র রাখার আগে ঐ জায়গার আশেপাশে কীটনাশক স্প্রে করতে পারেন।


অনেকেই চালের পোকা ধরলে রোদে শুকোতে দেন। এতে পোকা মরে যায় ঠিকই, কিন্তু সেই চালে আর ভালো ভাত হয় না। তাই সরাসরি চাল রোদে না রেখে কৌটোসমেত রেখে দিতে পারেন। রোদের তাপে পোকা মরে যাবে।



Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *