Spread the love

লঙ্কা ফ্রিজে রাখলেই কি ভালো থাকে? এছাড়াও আরেকটি টিপস্ আছে লঙ্কা কে দীর্ঘদিন ভালো রাখার – Is It Better To Keep Chili In The Fridge? There Is Also Another Tip To keep Lanka Good For A Long Time


লঙ্কা প্রায় সব রান্নাতেই দরকার। যাদের বাজার থেকে অনেক দূরে বাড়ি এই কারণে অনেকেই লঙ্কা কিনে রেখে সংরক্ষণ করতে চান। কিন্তু লঙ্কা সংরক্ষণের সঠিক উপায়গুলি কী কী?

আমাদের প্রত্যেকের রান্না ঘরে একটি অতি প্রয়োজনীয় সবজি হল লঙ্কা। কেউ কম খান, কেউ বা একটু বেশি পরিমাণে খান, সকলের ক্ষেত্রেই বেশির ভাগ রান্নার জন্য লঙ্কা অপরিহার্য। অনেক সময় দেখা যায় বিভিন্ন সময়ে নানা সবজির দাম হঠাৎই বেড়ে যায়। বিশেষ করে উৎসবের মরশুমে এই সমস্যা খুবই বেশি দেখা যায়।



IMG_20220718_165124-1658143297700 লঙ্কা ফ্রিজে রাখলেই কি ভালো থাকে? এছাড়াও আরেকটি টিপস্ আছে লঙ্কা কে দীর্ঘদিন ভালো রাখার - Is It Better To Keep Chili In The Fridge? There Is Also Another Tip To keep Lanka Good For A Long Time

লঙ্কা দীর্ঘদিন রাখার উপায়



দেখে নেওয়া যাক কী উপায়ে লঙ্কা অনেকদিন তাজা রাখা যাবে –


লঙ্কায় বোঁটা থাকলে পচে যায় তাড়াতাড়ি। তাই অনেক দিন লঙ্কা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই বোঁটা ফেলে দিতে হবে।


ফ্রিজে রাখার জন্য লঙ্কা একদম শুকনো অবস্থায় রাখতে হবে। কোনও জল যেন না থাকে লঙ্কার গায়ে সেদিকে খেয়াল রাখতে হবে।


এমনকী লঙ্কাগুলির সঙ্গে যদি কোনও পচা লঙ্কা থেকে থাকে, তাহলে সেটি সরিয়ে নিতে হবে।


প্লাস্টিকের একটি বক্সে রাখতে হবে। ঢাকনার মুখে একটা কাগজ বা টিস্যু পেপার আটকে দিতে হবে। এটা লঙ্কাগুলিকে শুষ্ক রাখবে।



লঙ্কা অনেকদিন তাজা রাখার উপায়


একটি বাক্সে অনেক বেশি লঙ্কা রাখা যাবে না। টিস্যু পেপার ভেজা মনে হলে কয়েক দিন পর পর টিস্যু বদলে দিতে হবে।


শুকনো টিস্যু পেপার বক্সের নীচে রেখে তার উপরে একটি রসুন রাখতে হবে। তারপর লঙ্কাগুলি বক্সে দিতে হবে।


উপরের এই পদ্ধতিগুলি অবলম্বন করলে প্রায় তিন মাস পর্যন্ত লঙ্কা তাজা রাখা যাবে।



Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *