Spread the love

কফি পাউডার দিয়ে রূপচর্চা : Coffee Face Pack For Instant Glow


কফি দিয়ে ফর্সা হওয়ার উপায় : কফি তো আমরা প্রতিদিন খাই ….কিন্তু কফি দিয়ে রূপচর্চা কখোনো করেছেন?? কফি হচ্ছে একটি সৌন্দর্য চর্চার উপাদান যা দিয়ে বিভিন্ন ধরনের ফেস প্যাক তৈরি করা যায়। এটা শুধুমাত্র একটা অসাধারণ স্ক্রাব হিসেবেই নয় বরং রক্ত চলাচল বাড়াতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব উপকারী। চলুন তাহলে দেখে নেই রূপচর্চায় কফির ব্যবহার …..


IMG_20230908_132849-1694159951661 কফি পাউডার দিয়ে রূপচর্চা : Coffee Face Pack For Instant Glow

কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

১. মুখের স্ক্রাব হিসেবে কফির ব্যবহার- আপনি হয়তো জানেন কফি একটি অসাধারণ স্ক্রাব যা মুখের মরা কোষ বের করে আনতে অত্যন্ত সহায়ক। কফি স্ক্রাব তৈরি করার জন্য এক টেবিল চামচ কফি, এক চামচ চিনি,

কিভাবে ব্যবহার করবেন- এই উপাদান গুলো সব একত্রে মেশান এবং ভেজা ত্বকে লাগান। ত্বকের ওপর মেসেজ করতে থাকুন যেমন, থুতনি, নাক এবং কপালে। কিছুক্ষণ মেসেজ করার পর হালকা জলের ঝাপটায় ধুয়ে ফেলুন তারপর মোটা তোয়ালে দিয়ে মুছে নিন।


ব্রণ দূর করতে কফি


২. ডার্ক সার্কেল দূর করতে কফির ব্যবহার- ডার্ক সার্কেল দূর করতে কফির ব্যবহার করুণ ….কারণ এটা চোখের চারপাশের ফোলাভাব কমায় এবং এই অংশের রক্ত চলাচল বাড়িয়ে কালো দাগ দূর করতে সাহায্য করে। এজন্য আপনার লাগবে: ১ চামচ কফি গুঁড়া, ১ চামচ মধু…


কিভাবে ব্যবহার করবেন কফির তৈরি ডার্ক সার্কেল প্রতিরোধক- এই দুটি উপাদান একত্রে মিশিয়ে চোখের নিচের ভারী করে লাগান। চোখ বন্ধ করে রাখুন আরাম করুন কিছুক্ষন পর আলতো হাতে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করুন।।


কফি ফেস প্যাক ফর স্কিন হোইটেনিং


৩. শুষ্ক ত্বক: কফি আর অলিভ অয়েল দিয়ে তৈরি করতে পারেন ফেসমাস্ক। এই দুটিতেই আছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে হাফ টেবিলচামচ কফি পাউডার মিশিয়ে নিন। এবার এটা পুরো মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট মেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

কফি দিয়ে ফেস প্যাক

৪. সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকেরও ক্ষতি করে। এই ক্ষেত্রেও আপনাকে সাহায্য করতে পারে কফি। গোলাপ জলে মিশিয়ে নিন সামান্য কফির গুঁড়ো। এবার একটি পাতলা সুতির কাপড় ওই জলে ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। তারপর সাধারণ ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে রোদের কারণে হওয়া ত্বকের টেন ও জ্বালাভাব সহজেই দূর হয়ে যাবে।।


Read More,

Coffee Face Pack For Tan Removal : কফি দিয়ে ট্যান তোলার উপায়


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *