Spread the love

ঋতুস্রাব বন্ধ হওয়ার আগেই বুঝে নিন আপনি অন্তঃসত্ত্বা কিনা – Find Out If You Are Pregnant Before Your Period Stops

পিরিয়ড মিস হলেই তাকে প্রেগনেন্সির বলে মনে করেন বিবাহিত মহিলা। কিন্তু পিরিয়ড মিস হওয়াই অন্তঃসত্ত্বা হওয়ার একমাত্র লক্ষণ নয়। এমন অনেক মহিলাই আছেন, যাঁরা পিরিয়ড সময়মতো হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন। পিরিয়ড না হওয়া ছাড়াও আরও অনেক উপসর্গ রয়েছে, যেগুলি গর্ভধারণের দিকে ইশারা করে।কোনও মাসে পিরিয়ড না-হলে তাঁকে প্রেগনেন্সির লক্ষণ মনে করে থাকেন অধিকাংশ বিবাহিত মহিলাই। কিন্তু পিরিয়ড মিস হওয়াই গর্ভধারণের একমাত্র লক্ষণ নয়। তবে সচেতনতার অভাবে অধিকাংশ মহিলাই এ বিষয় ওয়াকিবহাল নন। পিরিয়ড ছাড়া শরীরে কোন কোন পরিবর্তন দেখে গর্ভধারণের বিষয় নিশ্চিত হতে পারেন জেনে নিন।


IMG_20220716_223215-1657990947421 ঋতুস্রাব বন্ধ হওয়ার আগেই বুঝে নিন আপনি অন্তঃসত্ত্বা কিনা - Find Out If You Are Pregnant Before Your Period Stops

আপনি কি অন্তঃসত্ত্বা? ঋতুস্রাব বন্ধ হওয়ার আগেই বুঝে নিন

আসুন জেনে নেওয়া যাক, ঋতুস্রাব বন্ধ না হলেও শরীরে আর কোন কোন পরিবর্তন দেখে গর্ভধারণের বিষয় নিশ্চিত হতে পারেন –

১/ স্তনের পরিবর্তন অন্তঃসত্ত্বা হওয়ার অন্যতম লক্ষণ হল নরম অথচ ভারী স্তন। গর্ভধারণের পরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধির সাথে সাথে স্তনে তীব্র ব্যথা অনুভব হয়। স্তনবৃন্ত আরও ডার্ক হতে শুরু করে, পাশাপাশি চুলকানি বোধ হয়।

২/ অত্যধিক ক্লান্তি এবং তন্দ্রা গর্ভবতী হওয়ার প্রাথমিক লক্ষণ। গর্ভে ভ্রূণ সঞ্চার হলে শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন হতে থাকে। হরমোনের পরিবর্তনের কারণে সর্বদা ক্লান্তি অনুভব হয়।

৩/ বমি বমি ভাব বমি বমি ভাব বা বমি হওয়া, প্রেগনেন্সির খুবই সাধারণ একটি উপসর্গ। সাধারণত একে ‘মর্নিং সিকনেস’ বলা হয়। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম কয়েক সপ্তাহ শরীরে অস্বস্তি, বমি বমি ভাব হওয়া খুবই স্বাভাবিক।

৪/ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধির কারণে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই বমি ভাব অনুভব হতে পারে। তবে কেবলমাত্র সকালেই যে বমি হবে, এমনটা কিন্তু নয়। দিনের যেকোনও সময়ই হতে পারে।

৫/ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া ডিম্বস্ফোটনের আগে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পিরিয়ড সাইকেলের পরে তাপমাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা অনেক সময়ই বেশি থাকে।

ঋতুস্রাব বন্ধ না হলেও কি লক্ষণে বুঝে নিন আপনি অন্তঃসত্ত্বা

৬/ পিরিয়ডসের তারিখ ছাড়াও যদি মাঝে মধ্যে ভ্যাজাইনাল ব্লিডিং প্রত্যক্ষ করে থাকেন, তা হলেও প্রেগনেন্সি পরীক্ষা করিয়ে নিন। ভ্যাজাইনাল ব্লিডিং, স্পটিং ও ক্র্যাম্পস প্রেগনেন্সির দিকে ইশারা করে থাকে।

৭/ গর্ভধারণের সময় হরমোনে নানান পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন মুড সুইঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। আকস্মিক কান্না, আবার হঠাৎ করে রেগে যাওয়া, আনন্দিত হয়ে পড়া আবার কখনও এক্সাইটেড হয়ে পড়া এ সময় সাধারণ ঘটনা।

৮/ প্রেগনেন্সির শুরুর দিনে মাথা ব্যথা অনুভূত হতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায় রক্ত সঞ্চালন এবং হরমোনের স্তর বৃদ্ধির কারণে এমন হয়। এ সময় তীব্র মাথা ব্যথার পাশাপাশি ক্লান্তি অনুভব করতে পারেন।

৯/ গর্ভধারণের পর অধিকাংশ মহিলার স্বাদ পাল্টে যায়। অনেকে এমন কিছু শাক-সবজি বা খাবার খেতে শুরু করে দেন, যা তাঁরা খেতে পছন্দ করেন না। আবার পছন্দের খাবারও অনেক গর্ভবতী মহিলার মুখে রোচে না।




Tags – Life Style Pregnancy Symptoms

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *