Spread the love

Coffee Face Pack For Tan Removal : কফি দিয়ে ট্যান তোলার উপায়

Coffee Face Pack Benefits : কফিতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট যা, ত্বকের জন্য ভীষণই উপকারি। এছাড়াও ট্যান তুলতে সাহায্য করে এই কফি। তাই বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগানো মাস্ট। তবে ত্বকের ট্যান অপসারণ করতে বিভিন্ন ঘরোয়া পদ্ধতিও প্রয়োগ করতে পারেন।


IMG_20230908_132833-1694159952560 Coffee Face Pack For Tan Removal : কফি দিয়ে ট্যান তোলার উপায়

Coffee face pack for tan removal at home


আসুন জেনে নেওয়া যাক কীভাবে কফি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করলে উপকার পাবেন…


১. কফি, চিনির প্যাক:

এক চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য জল, এক চামচ চামচ ব্রাউন সুগার মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিন। এবার এটি আলতো হাতে মালিশ করে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Coffee face pack for tan removal for oily skin

২. কফি ও অ্যালোভেরা প্যাক:

কফির সঙ্গে মেশান অ্যালোভেরা জেল ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।


৩. কফি ও মধু ফেস প্যাক:

কফি ও মধু একসঙ্গে মিশিয়ে মাখলে, দূর হবে ট্যানের সমস্যা।


Coffee face pack for skin whitening

৪. পেঁপে, মধু কফি

পেঁপের মত স্বাস্থ্যকর ও সুস্বাদু ফল পাওয়া যায়। পেঁপে ত্বকের যত্নের জন্য একটি উপযুক্ত উপাদান হিসেবে মানা হয়। এতে রয়েছে প্যাপেইন নাম এনজাইম, যা সান ট্যান থেকে মুক্তি পেতে সাহায্য করে। পেঁপে মধু ও কফি ফেসপ্যাকের কার্যকারিতা দ্বিগুণ করে তোলে।


প্রতিদিন মুখে কফি দিলে কি হয়


IMG_20230908_132819-1694159953282 Coffee Face Pack For Tan Removal : কফি দিয়ে ট্যান তোলার উপায়

Coffee tan removal scrub


৫. কলার ফেস প্যাক

কলাও ত্বকের জন্য খুব উপকারি। কলায় ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায়, যা ত্বকে পুষ্টি যোগায়। কলা ফেস প্যাক লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং কলার ফেস প্যাক ব্যবহারে মুখের ট্যানও কমে।


গরমে ত্বকের ট্যান কাটানোর সহজ ঘরোয়া উপায়


৬. টমেটোর ফেস প্যাক

টমেটো ফাইটোকেমিকেল সমৃদ্ধ, যা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি দ্বারা হওয়া ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি ট্যান দূর করতে এবং ন্যাচরাল স্কিন টোন ফেরাতে সহায়তা করে।


একটা টমেটো ভাল করে পিষে নিন। এবার এর সাথে ১ চা চামচ চিনি মেশান। এই পেস্টটি মুখে লাগান, বিশেষ করে ট্যানের জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।


Read More,

Morning Skin Care Routine For Dry Skin: শুষ্ক ত্বকের ঘরোয়া যত্ন


Tags – Skin Care, Beauty Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *