Spread the love

নারকেল কাতলা মাছের সুস্বাদু রেসিপি – Delicious Recipe Of Coconut Catla Fish


কাতলা মাছের ঝোল আমরা সবসময়ই খাই,, কিন্তু রান্নায় একটু স্বাদ পাল্টাতেই পারেন, এক ঘেয়ে খেতে এক জিনিষ ভালো ও লাগেনা,, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেল কাতলা মাছের সুস্বাদু রেসিপি তৈরী করবেন –


IMG_20220713_203603-1657724774122 নারকেল কাতলা মাছের সুস্বাদু রেসিপি - Delicious Recipe Of Coconut Catla Fish

কাতলা মাছের সুস্বাদু রেসিপি



যা লাগবে –

৫ টুকরো কাতলা মাছ

১ টেবিল চামচ সর্ষে বাটা

আদা ও কাঁচালঙ্কা বাটা

১ কাপ নারকেল বাটা

কাঁচালঙ্কা

হলুদগুঁড়ো

কালোজিরা

তেল

চিনি

স্বাদ মত নুন

কাতলা মাছের সুস্বাদু রেসিপি তৈরী করুণ


ধাপ

মাছের টুকরোগুলো লেবুর রস দিয়ে মেখে ২০ মিনিট রাখুন । 10 মিনিট পরে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিন।

কড়াই গরম করে, সর্ষার তেল দিন । তেল গরম হলে মাছ গুলো হাল্কা ভেঁজে নিন । তেলে কালোজিরা দিয়ে একটু নেড়ে নিয়ে আদা কাঁচালঙ্কা বাটা ও সর্ষে বাটা দিন । সামান্য হলুদগুঁড়ো ও নুন দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে।

এবার নারকেল বাটা চিনি দিয়ে ৩ কাপ গরম জল ঢেলে দিন । এবার মাছের টুকরো গুলো দিন ভালো করে উল্টে পাল্টে দিয়েছি । ফুঁটে উঠলে ঢাকা দিয়েছি, এবার লো ফ্লেমে ১০ মিনিট রান্না করতে হবে।


এবার ১ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ও কাঁচালঙ্কা মিশিয়ে গ্যাস অফ করুন । মিনিট ৫ এক পরে, মাছের পদটি তৈরি পরিবেশন করুন।



Tags – Recipe Bengali Recipe Food

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *