Spread the love

রান্নাঘরেই খুঁজে নিন ত্বকের সমস্যার সমাধান – Find Solutions To Skin Problems In The kitchen


গরম এলেই ত্বকে শুকনো টানভাব, ঠোঁট ফাটা, গোড়ালির রুক্ষ ত্বক – ত্বকের সমস্যা লেগেই থাকে! পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্ট করানোর সুযোগ তো রয়েইছে, কিন্তু নিয়মিতভাবে পার্লার যাওয়ার সময় অনেকেই বের করতে পারেন না, তা ছাড়া খরচের কথাটাও ভুলে গেলে চলবে না। ত্বকের দৈনন্দিন নানা সমস্যায় ঘরোয়া ট্রিটমেন্টের শরণাপন্ন হন অনেকে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই এমন প্রচুর উপকরণ রয়েছে, যা দিয়ে বানিয়ে নেওয়া যায় অসাধারণ সব ফেসপ্যাক। রুক্ষ ত্বক, কালো দাগছোপ, ঠোঁট ফাটা, আপনার সমস্যা সমাধান করবে।


IMG_20220713_210909-1657726761527 রান্নাঘরেই খুঁজে নিন ত্বকের সমস্যার সমাধান - Find Solutions To Skin Problems In The kitchen

আপনার রান্নাঘরেই খুঁজে নিন ত্বকের সাধারণ সমস্যার সমাধান



শুষ্ক ত্বকে দই, বেসন, হলুদ

শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে এগুলি ব্যাবহার করুন, দু’ টেবিলচামচ বেসন, এক টেবিলচামচ দই, একচামচ মধু আর এক চিমটি হলুদ একসঙ্গে মিশিয়ে পেস্টের মতো বানিয়ে নিন। সারা মুখে সমানভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন, ত্বক আর্দ্র কোমল থাকবে।

দাগছোপে লেবু ও অলিভ অয়েল

অনেকসময় নানা কারণে ত্বকে কালচে ছোপ পড়ে যায়। ব্রণ শুকিয়ে যাওয়ার পরেও অনেক সময় দাগ থাকে। এই সব ছোটখাটো দাগছোপ কমিয়ে ত্বকের মসৃণতা ফিরিয়ে আনতে আপনার চাই লেবুর রস আর অলিভ অয়েলের আদর। একটা বড়ো পাতিলেবুর রস বের করে নিন৷ এবার চার টেবিলচামচ লেবুর রসের সঙ্গে এক চাচামচ অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

এই উপাদান আপনার ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক মোলায়েম রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে দাগছোপ উঠে গিয়ে ত্বক হয়ে উঠবে মসৃণ ও উজ্জ্বল৷



রান্নাঘরেই খুঁজে নিন ত্বকের সমস্যার সমাধান

রোদে পোড়া ত্বকে মুলতানি মাটি

রোদে পোড়া ত্বকে শীতলতা ফেরাতে বিশ্বাস রাখুন মুলতানি মাটির উপর। ‘‘মুলতানি মাটি একদিকে যেমন ব্রণর পক্ষে ভালো, তেমনি রোদে পোড়া ত্বক আগের অবস্থায় নিয়ে যেতে হলেও খুবই কার্যকরী।’’ তেলতেলে ত্বকের মালকিনরা মুলতানি মাটি জলে গুলে লাগাতে পারেন। শুষ্ক ত্বক যাঁদের, তাঁরা দই বা মধুর মতো আর্দ্র উপকরণের সঙ্গে মিশিয়ে ট্যানের উপর মুলতানি মাটির প্যাক লাগান।



Tags – Skin Tips Skin Care Summer Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *