Spread the love

আপনি কি বিয়ের কনে? তাহলে বিয়ের আগে ত্বকের যত্ন নিবেন জেনে নিন – Are You The Bride? If You Know How To Take Care Of Your Skin Before Marriage


আর ক’দিন বাদেই বিয়ে? প্রথমত আজকাল বিয়ে হবে বলে ঘরে বসে থাকেন না বেশিরভাগ মেয়ে, বিয়ের কেনাকাটা, দৌড়ঝাঁপ, সব কিছু নিজেরাই করে । যাঁরা চাকরি করেন, তাঁদের তো বাড়তি চাপ রয়েছেই। গয়না, পোশাক, মেকআপ-কোনও কিছুতেই নিজেকে খামতি রাখা যাবে না। বিয়ের দিন যত এগিয়ে আসবে তত কাজের চাপ বাড়তে শুরু করবে, সেই সঙ্গে হলদি, বিয়ে, রিসেপশন মেকআপ চলতে থাকবে। তাই আগে থেকেই ত্বকের যত্ন নিন। কী ভাবে যত্ন নেবেন দেখে নিন…



IMG_20220712_222946-1657645207864 আপনি কি বিয়ের কনে? তাহলে বিয়ের আগে ত্বকের যত্ন নিবেন জেনে নিন - Are You The Bride? If You Know How To Take Care Of Your Skin Before Marriage

হবু কনেরা ত্বকের দেখভাল করছেন তো


অনেকেরই খাওয়াদাওয়া কমে যায়, মুখে ক্লান্তির ছাপ পড়তে শুরু করে। বিয়ের দিন পর্যন্ত যদি তা চলতে থাকে, তা হলে তো সমূহ সর্বনাশ। কারণ বিয়ের দিনে প্রত্যেকের নজর থাকে কনের দিকেই। তাই বিয়ের দিনটায় অনুপম সুন্দরী হয়ে উঠতে হলে পরিচর্যা শুরু করতে হবে হাতে সময় নিয়েই। সেদিক থেকে দেখতে গেলে এখনই সেরা সময় নিজের যত্ন শুরু করে দেওয়ার।

ঝকঝকে ত্বক পাওয়ার মূল কথা হল ডিটক্সিফিেকশন, অর্থাৎ শরীরে জমতে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেওয়া। প্রতিদিন অন্তত দু’ লিটার জল খেতে শুরু করুন আজ থেকেই। খালি পেটে ঈষদুষ্ণ গরম জলে এক চামচ আপেল সাইডার ভিনিগার আর মধু মিশিয়ে খান। গাজর, শসা বা তুলসির রস খেলেও উজ্জ্বলতা বাড়বে। অতিরিক্ত তেলমশলাওয়ালা খাবার খেলে যেমন হজমের গোলমাল হতে পারে, এর ফলে ব্রণ দেখা দিতে পারে,,


মুখে স্ক্রাব লাগিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে এক্সফোলিয়েট করুন ত্বক।ত্বকের পুরোনো কোষ, বিবর্ণ, কালো হয়ে যাওয়া চামড়া, সমস্তই উঠে যাবে স্ক্রাবিং-এর ফলে।এর ফলে আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে উজ্জ্বল, ফরসা, নতুন ত্বক।

সারা শরীর এক্সফোলিয়েট করতে ব্যবহার করুন ড্রাই ব্রাশ বা লুফা।তবে, খুব জোরে ঘষবেন না। হালকা হাতে সারা ঘষে ঘষে তুলে দিন মৃত কোষ।

ত্বক আর্দ্র রাখা যতটা দরকার, ততটাই দরকার তা পরিষ্কার রাখা।তাই কোমল ফেসওয়াশ বেছে নিন।

মুখ ধোওয়ার পর টোনার লাগালে রোমছিদ্রগুলো ছোট হয়ে যাবে।এ ক্ষেত্রে বরফ ব্যবহার করতে পারেন, তবে বরফ কখনও সরাসরি ত্বকে লাগাবেন না।

পরিষ্কার রুমালে মুড়ে মুখে বুলিয়ে নিন।

বিয়ের এক মাস দেরি! জেনে নিন কী করবেন আর কী করবেন না


ফেশিয়ালের

যাঁরা নিয়মিত ফেশিয়াল করেন, তাঁরা ত্বকের যত্নের ক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছেন। যে ফেশিয়ালটা করে আপনি অভ্যস্ত, সেটাই নিয়মিত সময়ের ব্যবধানে করে যান। ত্বকে কালচে ছোপ, ব্রণ বা ওই ধরনের কোনও সমস্যা থেকে থাকলে তা কমানোর দিকে জোর দিতেই হবে। আজকাল অনেক মেয়েই একটু বেশি বয়সে বিয়ে করেন। ত্বকে যদি ফোলা চোখ বা সূক্ষ্ম রেখার মতো বয়সজনিত কোনও সমস্যা থেকে থাকে, তার ট্রিটমেন্টও করাতে হবে।

হাত-পায়ের দিকে নজর দিন

মুখের পাশাপাশি একইরকম যত্ন নেওয়া দরকার হাত ও পায়ের। সপ্তাহে দু’বার স্ক্রাবিং আর ময়শ্চারাইজ়িং করতেই হবে। নখ কেটে ফাইল করে রাখুন। বিশেষ নজর দিন হাঁটু, গোড়ালি, কনুইয়ের পিছনদিকের ত্বকে।

প্রয়োজন ছাড়া মেকআপ নয়

বিয়ে এবং বউভাতের দিন যেহেতু চড়া মেকআপ করতেই হবে, তাই তার দিনসাতেক আগে থেকে একটু বিরতি নিনখুব প্রয়োজন না পড়লে মেকআপ করবেন না।

সাবান ত্বককে বেশি রুক্ষ করতে সাহায্য করে।

তাই ত্বকের বাড়তি কোমলতা পেতে বিয়ের আগে বডিওয়াশ ব্যবহার করুন। বডিওয়াশে প্রচুর এসেনশিয়াল অয়েল আর ময়শ্চারাইজার থাকে যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।



IMG_20220712_222956-1657645207416 আপনি কি বিয়ের কনে? তাহলে বিয়ের আগে ত্বকের যত্ন নিবেন জেনে নিন - Are You The Bride? If You Know How To Take Care Of Your Skin Before Marriage


বিয়ের আগে টেনশনে ভুগলে তার ছাপ কিন্তু আপনার ত্বকে পড়বে। তাই একেবারেই চাপমুক্ত থাকার চেষ্টা করুন।ঘুমোনোর সময় বালিশে দু’ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ছিটিয়ে দিতে পারেন। অথবা একটা ফুট মাসাজ নিতে পারেন। বাইরে বেরোনোর আগে মুখ সহ সারা শরীরে সানস্ক্রিন মাখুন। চেষ্টা করুন ছাতা বা স্কার্ফ নিয়ে চলাফেরা করতে।


সর্বশেষ ধাপ মশ্চারাইজিং এর জন্য বেছে নিতে পারেন বাদাম তেল। বাদাম তেল এর উপাদান আমাদের ত্বকের স্বাভাবিক তেলের কাছাকাছি তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।


রাত্রে ঠিক ঘুমানর আগে মুখ পরিষ্কার করে ধুয়ে পাতলা কাপড় দিয়ে মুছে নিন এইবার ২ ফোঁটা গ্লিসারিন এবং ২ ফোঁটা মধুর সাথে ১ টেবিল চামচ জল মিশিয়ে আলতো করে মুখে মাসাজ করুন, সকালে জল দিয়ে মুখে ধুয়ে নিন, আপনি চাইলে গ্লিসারিনের বদলে জলপাই তেল ব্যবহার করতে পারেন।



Tags – Skin Care Bright Skin Care Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *