Spread the love

বাড়িতেই করুন ফেস ক্লিনআপ! শিখুন সহজ উপায় – Do Face Cleanup At Home! Easy Way To Learn

ফেস ক্লিন আপ করার জন্য আপনার এতো টাকা খরচ করে আর পার্লরে ছোটার কোনও প্রয়োজন নেই। বরং বাড়ি বসেই আপনি ফেস ক্লিন আপ করতে পারেন। ত্বক ভালো রাখার জন্য মাসে অন্তত একবার ডিপ ফেস ক্লিন আপ করুণ। ৩০ পেরোলেই ত্বকের সামান্য যত্ন নিতেই হয়। অন্তত প্রতিদিন ফেস ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং করার প্রয়োজন। মাসে অন্তত একবার ফেস ক্লিন আপ করা প্রয়োজন।



IMG_20220709_234514-1657390524064 বাড়িতেই করুন ফেস ক্লিনআপ! শিখুন সহজ উপায় - Do Face Cleanup At Home! Easy Way To Learn

কিভাবে বাড়িতেই ফেস ক্লিন আপ করতে পারেন


ফেস ক্লিনজিং

ফেস ক্লিন আপ শুরুর প্রথম ধাপই হয় মুখ পরিষ্কার করা ।ফেস ওয়াশ ব্যবহার করুন। বা আপনার ফেস ক্লিনজার ব্যবহার করুন। মুখে ভালো করে ফেস ওয়াশ লাগিয়ে নিন। কিছুক্ষণ ভালো করে মুখ মাসাজ করে নিন। তারপর মুখ ভালো করে ধুয়ে ফেলবেন।

স্বাভাবিক ঠাণ্ডা জলেই মুখ ধোবেন। ভালো করে মুখ মুছে নিন, যেন ক্লিনজারের কোনও অংশ মুখে না লেগে থাকে।



স্ক্রাব

মুখ এ স্ক্রাব করা খুবই প্রয়োজন। এতে আমাদের মুখের মৃত কোষ সরিয়ে ফেলে, ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। স্ক্রাব নিন। পরিমাণ মতো আঙুলের ডগায় নিয়ে মুখের প্রতিটি অংশে ভাল করে লাগিয়ে নিন।

তারপর হাতের সাহায্যে সারা মুখে ভালো করে লাগিয়ে নিন। ধীরে ধীরে সার্কুলার মোশনে গালের উপর ও নাকের দুপাশে এতে আপনার ত্বকে এক্সফোলিয়েশন হবে। এক্সফোলিয়েট করার ফলে ত্বকের মৃত কোষ উঠে আসে। ত্বক প্রাকৃতিক জেল্লা ফিরে পায়।


ফেস পরিস্কার করার উপায়



ফেস প্যাক
এবার শেষ ধাপ। আপনার মুখের প্রয়োজন ফেস মাস্ক। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন ফেস মাস্ক। সেটি মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট লাগিয়ে রাখুন। সেই সময়টুকু রেখে ফেসপ্যাক ধুয়ে ফেলুন। বাড়িতে তৈরি ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন।


টোনার ও ময়শ্চারাইজিং
এরপর মুখে টোনার লাগিয়ে নিন। টোনার আপনার ত্বকে প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখে। মুখের ত্বক টানটান রাখতে সহায্য করে।

শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নিন। আপনার তৈলাক্ত ত্বক হলেও ময়শ্চারাইজার লাগাবেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ময়শ্চারাইজার বেছে নিন। মুখ ফিরে পাবে প্রাকৃতিক জেল্লা।



Tags – Skin Tips Skin Care Summer Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *