Spread the love

সামার ফেস প্যাক – Summer Face Pack


ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে ত্বকে ট্যান পড়া- গরমে ত্বক পুড়ে যাওয়া থেকে অ্যালার্জির সমস্যা- কিছু না কিছু লেগেই থাকে। এই সময় কিন্তু মুখেও ভীষণ ভাবে ট্যান পড়ে যায়। সেই সঙ্গে নোংরা-ময়লা এসব জমতে থাকে। যে কারণে ত্বক তৈলাক্ত হয়ে যায়। গরম মানে ত্বকের হাজারও সমস্যা। এই সময় তেলতেলে ভাব ও ব্রণর সমস্যায় নাজেহাল থাকেন অনেকে। এই সমস্যা নয় তৈলাক্ত ত্বকের। গরমে শুষ্ক ত্বক হয়ে ওঠে। আবার এই সময় কোনও মতেই গাঢ় ময়েশ্চার লাগানো যায় না। তাহলে দেখা দেবে ব্রণ। সব মিলিয়ে পুরো গরমে দেখা দেয় নানা রকম সমস্যা। গরমে রোদে বেরনো মানেই সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সঙ্গে ত্বকের উপর ধুলো-ময়লার একটা আস্তরণও জমতে থাকে। ত্বক-মুখ বন্ধ হয়ে গিয়ে তা রুক্ষ্ম ও শুষ্ক হয়ে পড়ে। যদি দিনের পর দিন এভাবে অযত্নে পড়ে থাকে তাহলে কিন্তু এজিং আসে তাড়াতাড়ি। সেই সঙ্গে আসতে পারে ব্রণর সমস্যাও।



IMG_20220709_134610-1657354600686 সামার ফেস প্যাক - Summer Face Pack

গরমে ‘Glowing’ ত্বক পেতে ট্রাই করুন ‘Summer’ কুলিং ফেসপ্যাক


জেনে নিন কী কী প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত-

পেঁপের ফেস প্যাক- গরম কালে মুখে কুলিং এফেক্ট পেতে খুবই ভাল কিন্তু পেঁপের ফেসপ্যাক। এতে ত্বক যেমন হাইড্রেট থাকে সেই সঙ্গে কিন্তু মসৃণও থাকে। পেঁপে, এক চামচ মধু আর দু চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন।


তরমুজের প্যাক- তরমুজের টুকরো পিষে নিয়ে জুস বানিয়ে নিন। এবার তা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ১ ঘন্টা পর ওই প্যাক বের করে নিয়ে ওর মধ্যে তুলোর বল ভিজিয়ে মুখে লাগিয়ে নিন।




গোলাপ জল – চন্দন গুঁড়ো ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে চন্দন গুঁড়ো নিয়ে তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত।

ওটস – ওটস ও শসার রস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে ওটস গুঁড়ো করে নিন। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এবার ওটস ও শসার রস ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান।


আমন্ড- আমন্ড ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে আমন্ড গুঁড়ো করে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। এবার ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। প্যাকটি একদিকে ত্বকের রুক্ষ্ম ভাব দূর করবে।


বেষ্ট সামার ফেস প্যাক


মুলতানি মাটি – মুলতানি মাটি, চন্দন গুঁড়ো ও টমেটো দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে মুলতানি মাটি, চন্দন গুঁড়ো নিয়ে ভালো করে মেশান। তারপর টমেটো কেটে জেল বের করে নিন।


হলুদ – হলুদ ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে হলুদ বেটে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। গরমে হলুদ এই প্যাক ব্যবহার করতে পারেন।

IMG_20220709_135314-1657355008803 সামার ফেস প্যাক - Summer Face Pack


আমের প্যাক- দাগছোপহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমের জুড়ি মেলা ভার। আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এই আমের পাল্পের সঙ্গে টকদই, মুলতানি মাটি ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ঠান্ডা জ্বলে ধুয়ে নিন।



Tags – Skin Care Summer Skin Care Summer Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *