Spread the love

কি করলে রাতারাতি উজ্জ্বল হবে আপনার ত্বক – What To Do To Brighten Your Skin Overnight


আধুনিক সময়ে সৌন্দর্যের এক এক আলাদা সংজ্ঞা রয়েছে। ফর্সা,মসৃণ, উজ্জ্বল ত্বকের চাহিদা সব সময়েই রয়েছে। আর গায়ের রং যেমনই হোক, মুখের ঔজ্জ্বল্য কিন্তু আত্মবিশ্বাস বাড়ায়।প্রাকৃতিক উপায়ে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখার সবার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে,,ভালো খাবার না খেলে, তার ছাপ মুখে পড়বেই। তবে এমন বেশ কিছু উপাদান আছে, যা মুখে মাখলে মুখ উজ্জ্বল হয় অনেক।


কী খেলে ত্বক উজ্জ্বল হয়?

অলিভ অয়েল

আপনার দেহের ময়েশচারাইজার হিসেবে কাজ করতে পারে অলিভ অয়েল। সূর্যাস্তের পর বাইরে বেরোলে হাল্কা করে অলিভ অয়েল মেখে বেরোতে পারেন।


কফি

কফি আর নারকেল তেলের মিশ্রণ আপনার মুখ এবং দেহ স্ক্রাবের ক্ষেত্রে খুব কাজ দেবে। তবে ঘনঘন স্ক্রাব করবেন না।


দই

শুষ্ক ত্বকে দই খুব উপকারী। দইয়ের সঙ্গে মধু, বেসন আর হলুদ দিয়ে মিশ্রণ তৈরি করে মুখে মেখে তারপর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক একেবারে সতেজ লাগবে।


মধু

সেনসিটিভ স্কিনে মধু খুব কার্যকর।দারচিনি আর মধুর মিশ্রণ মুখে মাখলে মুখের দাগ ছোপ দূর হয়।

পেপে

পেপেতে প্রচুর পরিমাণে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে। মুখে পেপে মাখলে ভালো ফল পাওয়া যায়।


রাতারাতি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এই টিপস্


টমেটো

মুখের ডার্ক স্পট মেলাতে গেলে টমেটো মাখলে বেশ কাজ দেবে। দৈনিক ডেড স্কিন মারতেও টমেটো খুব উপকারী।


আলু

আলুর রস যদি মুখে মেখে রাতে ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে পরের সকালে মুখটা ধুয়ে নিন। ত্বকের জল ধরে রাখতে সাহায্য করবে আলুর রস।


দুধ

কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী। সেইসঙ্গে ত্বকের কালচেভাব দূর করে দুধ-ময়দার ফেসপ্যাক।


মেয়োনিজ

মেয়োনিজ খেতে তো খুবই সুস্বাদু। তবে জানেন কি, মেয়োনিজ ফেস মাস্ক ত্বকের জন্য কতটা উপকারী। এজন্য একটি ডিমের ডিম সাদা অংশ, টকদই ১ টেবিল চামচ ও জলপাই তেল একসঙ্গে মিশিয়ে নিন।

সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে আপনার মুখে ব্যবহার করুন। নিয়মিত এই ফেস মাস্ক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে।


শিয়া বাটার

এই ফেস মাস্কটিও ত্বকের উজ্জ্বলতা রাতারাতি বাড়িয়ে দেয়। এটি তৈরি করতে দরকার হবে নারকেল তেল ১ টেবিল চামচ, শিয়া বাটার ১ টেবিল চামচ এবং অ্যালোভেরা জেল এক টেবিল চামচ।

সবগুলো উপকরণ মিহি করে পেস্ট তৈরি করে নিন।


তেল

নারকেল তেলকে যদি একটি অ্যালোভেরা জেল এর সঙ্গে ভালো করে মিশিয়ে রাত্রে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এই মিশ্রণটি ভালো করে ম্যাসাজ করে রাত্রিবেলা শুয়ে পড়তে পারেন, তাহলে দেখবেন ত্বক কত সুন্দর হয়ে গেছে।

যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক তারা নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল ভালো করে মিশিয়ে মিশ্রণটি প্রতিদিন রাত্রে মুখ ভালো করে ধুয়ে নিয়ে রাত্রে মেসেজ করে শুয়ে পড়ুন।

IMG_20220708_162128-1657277500328 কি করলে রাতারাতি উজ্জ্বল হবে আপনার ত্বক - What To Do To Brighten Your Skin Overnight
Tags – Skin Care Bright Skin Tips


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *