Spread the love

গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া প্যাক – Homemade Packs For Oily Skin In The Heat


গরমের কারণে তৈলাক্ত ত্বকে নানা ধরণের সমস্যা সৃষ্টি হয়। ত্বকের যত্ন নিতে চাইলে আপনাকে করতে হবে একটু কষ্ট। এক এক ত্বকের এক এক রকম ঝামেলা। বিশেষ করে গরম পড়লেই হল। গরমে তৈলাক্ত ত্বকের সমস্যায় নাজেহাল অবস্থা হয় সকলের। ব্রণ, সারাক্ষণ তেল তেল ভাব, রোদে বের হলেই মুখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সকালবেলা সহজে রোদে বেরোতে চান না কেউই। আর বেরোলেও মাথা থেকে পা অবধি ঢাকতে হয়। তাতেও রেহাই নেই। ঘামের সমস্যা পিছু ছাড়ে না। আর এখান থেকেই জন্ম নেয় ব্রেকআউট, ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদির সমস্যা। আর যখনই ত্বকের এই সব সমস্যার সঙ্গে আপনি রোদে বাইরে যান, ঘামে ত্বক জ্বালা জ্বালা করতে শুরু করে।


IMG_20220707_220319-1657211620941 গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া প্যাক - Homemade Packs For Oily Skin In The Heat

গরমকালে তৈলাক্ত ত্বকের যত্ন নিন


গরমে তেলতেলে ত্বকের সমস্যা অনেকেরই দেখা দেয়। এমন ত্বক বিরক্তির কারণ হয়ে ওঠে। তবে তৈলাক্ত ত্বক মুখের বলিরেখা ও মুখের রঙের পরিবর্তন হওয়া থেকে সুরক্ষা দিয়ে থাকে।


বাড়িতে খুব সাধারণভাবেই নেওয়া যেতে পারে তেলতেলে ত্বকের যত্ন। নিয়মিত শসার রস দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের তৈলাক্তভাব দূর হয়ে যায়।

গোলাপ জল ও লেবুর রস আধা ঘণ্টা মুখে লাগিয়ে তুলা দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বক পরিষ্কারসহ ব্রণ এবং ফুসকুড়ির দাগ থাকলে চলে যাবে।


তৈলাক্ত ত্বকের সকল সমস্যা দূর হবে ঘরোয়া উপায়

এক চামচ বেসনের সঙ্গে অল্প হলুদের গুঁড়ো ও টকদই একসঙ্গে মিশিয়ে তা কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখলে মুখের তৈলাক্তভাব দূর হবে।


শসার রসে বেশন বা আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে ও গলায় ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।


ডিমের সাদা অংশ মুখে লাগিয়ে এর ওপর টিস্যু পেপার দিয়ে ১০ মিনিট রাখতে হবে। শুকানো হয়ে গেলে ত্বক পরিষ্কার করে নিলেই ত্বকের সমস্যা দূর হবে।



IMG_20220707_220329-1657211620659 গরমে তৈলাক্ত ত্বকের ঘরোয়া প্যাক - Homemade Packs For Oily Skin In The Heat


নিয়মিত অ্যালোভেরা জেল দিয়ে ত্বক পরিষ্কার করলে তা তেলতেলেভাব দূর করতে অনেক কার্যকরী।


রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে। ত্বকের তেলতেলে ভাব দূর করতে রসুনের পেস্ট ব্যবহারে অনেক সুফল পাওয়া যায়।


চন্দনের গুণাবলি রয়েছে অনেক। ত্বকের তেলতেল ভাব দূর করতে চন্দনের গুঁড়োর মিনিট দশেক লাগিয়ে রাখতে হবে। তা শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেললেই মিলবে তেলহীন মসৃণ ত্বক।


এ ছাড়া শুধু মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট করে একই পদ্ধতিতে ব্যবহার করলেও দূর হবে তৈলাক্তভাব।


আপেলের রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই মিলবে পরিষ্কার ত্বক।


এক চা-চামচ বেসন, সামান্য টক দই ও খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে প্যাক লাগানোর আধা ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলতে হবে।

কালো হয়ে যাওয়া কলাকে চটকে নিন।তার সঙ্গে মেশান এক টেবিলচামচ মধু।

দু’ফোঁটা লেবুর রস যোগ করুন।

মুখে লাগিয়ে নিয়ে ১৫ মিনিট পর্যন্ত রেখে ধুয়ে ফেলুন।

তেলেতেল ভাব অনেকটাই চলে গিয়েছে।

টমেটোর মতো প্রাকৃতিক ক্লেনজার আর কিছুই নেই। যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগের তারা এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন। একটা মাঝারি টমেটো আধখানা করে কেটে চটকে রসটা বের করে নিন।

তুলোয় করে সারা মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ লেবুর রস ১ টেবিল চামচ গ্লিসারিন

৩ টেবিল চামচ গোলাপ জল এবার এই উপাদান গুলো একটি পরিষ্কার পাত্রে নিয়ে একসাথে মিশিয়ে নিন। এটা বেশ ঘন একটা প্যাক তৈরি হবে।ব্যাস তৈরি হয়ে গেল আপনার ত্বকের রঙ উজ্জল করার একটি অনন্য ঘরোয়া প্যাক।


এই প্যাকটি ব্যবহারে আপনি আপনার তৈলাক্ত ত্বকের উজ্জলতা ফিরে পাবেন।


তৈলাক্ত ত্বকে সহজেই ট্যান পড়ে। সেই ট্যান তুলতে দুধ ও পাতিলেবু প্যাক লাগাতে পারেন। একটি পাত্রে কাঁচা দুধ নিন। এতে মেশান কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। প্যাকটি মুখে, গলা ও হাতে লাগান। দুধের গুণে যেমন ত্বক নরম হবে, তেমনই পাতিলেবুর গুণে ত্বক উজ্জ্বল হবে।




Tags – Skin Care Summer Skin Care Tips Oily Skin

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *