Spread the love

ত্বকে অসাধারণ গ্লো পেতে মেনে চলুন ঘোরোয়া টোটকা – To Get A Wonderful Glow On The Skin, Follow The Whirling Tip

সুন্দর ,উজ্বল , চকচকে ত্বক সব মানুষই চায়। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষ চিরকাল আকৃষ্ট হয়, । কথায় তো আছেই, সুন্দর মুখের জয় সর্বত্র। । আর বর্তমান দূষণ ও চাহিদাপূর্ণ জীবনে, ত্বকের যত্ন আবশ্যক।গরমকালে ত্বকের অবস্থা একেবারেই বেহাল হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে আপনি আপনার ত্বককে একেবারে সুন্দর এবং ফ্রেশ করতে পারেন।



IMG_20220622_202819-1655909912007 ত্বকে অসাধারণ গ্লো পেতে মেনে চলুন ঘোরোয়া টোটকা - To Get A Wonderful Glow On The Skin, Follow The Whirling Tip

সৌন্দর্য্য বাড়ানোর কিছু সহজ ঘরোয়া উপায়


১/ ত্বকের পরিচর্যা করতে সাহায্য করে টক দই। তাই গরমকালে টক দই কে করতে পারেন আপনার ফেসপ্যাক এর মধ্যে যুক্ত। সপ্তাহে অন্তত তিন দিন নিয়মিত সামান্যতম বেসন মিশিয়ে মুখে, গলায় দিয়ে ভাল করে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন, ত্বক হবে দুধের মতো ফর্সা।

২/ গরমকালের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে চালের গুঁড়ো। চালের গুঁড়োর সঙ্গে সামান্য বেসন এবং সামান্য কফি ভালো করে মিশিয়ে মিশ্রণটি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরকম পরপর সাতদিন করতে হবে। দেখবেন আপনার ত্বক সুন্দর এবং নরম হয়ে গেছে।


৩/ গরমকালের ত্বক পরিষ্কার করতে পারে আরেকটি অসাধারণ উপাদান তা হল সুজি। সুজি তিন টেবিল চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঘষে লাগিয়ে নিন। এটি স্ক্রাবার হিসেবে কাজ করে।


ঘরোয়া টোটকা মেনে পান উজ্জ্বল ত্বক, জেনে নিন কী করে


৪/ গরমকালে ত্বক পরিষ্কার করতে সাহায্য করবেন মধু তিন টেবিল চামচ কাঁচা দুধ এবং ১ টেবিল-চামচ ভালো মধু । তারপর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুলোর মধ্যে সামান্য নিয়ে মুখে, গলায়, পিঠে লাগিয়ে ভালো করে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এটি অসাধারণ ক্লিনসার এর কাজ করে।


৫/ পেঁপের মাস্ক,,পেঁপের মধ্যে এমনিতেই প্যাপেইন নামক উৎসেচক থাকে, তাছাড়া পেঁপের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট আপনার মুখকে চটজলদি গ্লো দিতে পারে।


৬/ কাঁচা হলুদবাটা, বেসন, দুধ একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মেখে ফেলুন। ১০ মিনিট মতো রাখার পর ধুয়ে ফেলুন।! নিজেই চমকে যাবেন!

৭/ ডিমের সাদা অংশ আর মধু একসাথে ভালো করে মিশিয়ে মুখে মেখে ফেলুন। নাক বন্ধ করে একটু গন্ধ সহ্য করে থাকুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ডিমের কামাল তখনই দেখতে পাবেন।

৮/ রাতে শোবার আগে কয়েক ফোঁটা নারকেল তেল আপনার মুখের ওপর লাগান ।এরপর একটি ভেজা তুলো বা কাপড় দিয়ে আলতো করে মুখের মেকআপ তুলে নিন ।

৯/ আদার রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে অত্যন্ত কার্যকরী।এছাড়াও ব্রণ রোধে আদার পাউডার এর সাথে দুধ দিয়ে একটি পেস্ট তৈরী করে মুখে লাগান৷ উজ্জ্বল ত্বক আপনার হাতের মুঠোয়।

অ্যান্টি-অক্সিডেণ্ট সমৃদ্ধ আদার রস বার্ধক্য রোধে সাহায্য করে।

Tags : Beauty Tips Skin care summer special tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *