Spread the love

ঘরে টিকটিকি দূর করতে যা করবেন – What To Do To Get Rid Of Lizards In The House

ঘরে কি টিকটিকির উপদ্রব খুব জ্বালাতন করছে আপনাকে? বিষয়টি নিয়ে কী আপনি অস্বস্তিতে আছেন। চিন্তার কিছু নেই ঘরোয়া উপায়ে তাড়াতে পারেন টিকটিকি।সব বাড়িতেই কম বেশি টিকটিকি দেখা যায়। ঘরের দেওয়ালে, সিলিংয়ে নানা জায়গায় দেখা যায় এদের। সাধারণত টিকটিকি নিজে থেকে মানুষের তেমন একটা ক্ষতি না করলেও, ওদের মাধ্যমে মানুষের শারীরিক নানা সমস্যা দেখা দেয়।খাবারে টিকটিকি পড়লে আরো বেশী সমস্যা, ঘরোয়া উপায়েই বাড়ি থেকে টিকটিকির উপদ্রব কমানো সম্ভব। বিষ প্রয়োগ করে হত্যা নয়, বরং বাড়ি থেকে ওদের সরিয়ে দেওয়াটাই ভালো। জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া পদ্ধতি, যাতে টিকটিকি বাড়িতে না থাকে।


IMG_20220622_111649-1655876823920 ঘরে টিকটিকি দূর করতে যা করবেন - What To Do To Get Rid Of Lizards In The House

বাড়িতে টিকটিকির উপদ্রব? দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

১/ রসুনের কয়েকটি কোয়া জানালা বা ভেণ্টিলেটরের ভেতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে। চাইলে রসুন জল ও ছিটাতে পারেন।

২/ ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।


ঘরে বসে টিকটিকি তাড়ানোর উপায়


৩/ ঘরের যেখানে টিকটিকি থাকে, সেখানে নেপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে।


৪/ কফির গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কফির ডেলা তৈরি করে ঘরের কোনায় কোনায় রাখুন।

৫/ গোলমরিচের গন্ধও একেবারেই সহ্য করতে পারে না টিকটিকি। যেখানে টিকটিকি বেশি দেখা যা বাড়িতে, সেই জায়গায় গোলমরিচ স্প্রে করে দিতে পারেন।


৬/ টিকটিকির উপদ্রব কমাতে ঘরের নানা জায়গায় পেঁয়াজ কেটে রাখতে পারেন। গন্ধে ঘরের কাছে ঘেঁষবে না।


টিকটিকি দূরে রাখার সহজ উপায়


৭/ আপনি আপনার বাড়ির সেই জায়গাগুলিতে ডিমের খোসা রাখতে পারেন যেখানে তারা যায়। ডিমের খোসা ব্যবহারের আগে পরিষ্কার করে নিন। ঘর থেকে টিকটিকি দূর করার এই উপায় খুবই কার্যকর।

ঘর থেকে টিকটিকিকে স্থায়ীভাবে দূরে রাখতে


টিকটিকি যাতে আপনার বাড়ির ভিতরে ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির ছোটখাটো খোলা বা ফাঁক বন্ধ করে দিন।জানালায় মশার জাল লাগানো টিকটিকিকে বিল্ডিংয়ে প্রবেশ করতে বাধা দেয়

নিশ্চিত করুন যে আপনার পাইপগুলি সঠিকভাবে কাজ করছে যাতে জল ফুটো এবং টিকটিকি না হয়

আপনি যখন ব্যবহার করছেন না তখন আপনার বাড়ির সমস্ত জানালা এবং দরজা বন্ধ করুন।

আসবাবপত্র কমপক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে রাখুন। টিকটিকি লুকানোর জন্য কোনো জায়গা খুঁজে পাবে না।




Tags – Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *