Spread the love

ত্বক কে করে তুলুন ফর্সা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে – Make The Skin Fair With Vitamin E Capsules

সবাই তো ফর্সা হতে চায় কজনে সঠীক পদ্ধতি ব্যাবহার করতে পারেন ? আজকের এই আর্টিকেলের আমি জানাবো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কিভাবে সহজেই ত্বককে ফর্সা করতে পারেন ,,হয়তো বললে বিশ্বাস হচ্ছেনা কিন্তু একবার করে দেখুন।



IMG_20220619_150149-1655631288072 ত্বক কে করে তুলুন ফর্সা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে - Make The Skin Fair With Vitamin E Capsules

ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করুন ভিটামিন ই


এটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে নারকেল তেল গ্লিসারিন এবং ভিটামিন ই অয়েল। নারকেল তেল একটু বেশি পরিমাণে নিন। নারকেল তেলের অর্ধেক পরিমাণ গ্লিসারিন এবং তার মধ্যে ৫ থেকে ৬ টি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে এর মধ্যে মিশিয়ে দিন। এই তিনটি তৈরি করে আপনাকে একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দিতে হবে।


যাদের মুখে কালো কালো দাগ আছে , তারাও এই দাগ কমানোর জন্য এই অসাধারণ তেল প্রতিদিন ব্যবহার করতে পারেন। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই তেল ব্যবহার করুন, শুষ্কতা কমে গিয়ে ত্বক দেখবেন কত সুন্দর হয়ে গেছে।


রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল


যেভাবে দিবেন,

প্রথমে মুখ ভালো করে ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন এরপর মিশ্রণটি ব্রণের জায়গায় এবং মুখে যে জায়গায় কালো দাগ আছে সব জায়গায় ভালো করে দিন ডার্ক সারকেলের জায়গায় ও দিতে পারে কারণ এটি আপনার চোখের নীচে কালি দূর করবে ।মিশ্রণটি মুখে মাখা হয়ে গেলে কুড়ি থেকে ২৫ মিনিটের মধ্যে শুকোতে দিন তবে হ্যাঁ এর মধ্যে রোদ্রে যাবেন না এর মধ্যে যখন দেখবেন ত্বক এ ট্যান ভাব ধরেছে অর্থাৎ শুকিয়ে গেছে তখন ঠাণ্ডা জলের সাহায্যে ধুয়ে নেবেন এরপর ঘরে এসে মুখ মুছে অবশ্যই ত্বকে মশ্চারাইজার ব্যবহার করবেন এতে আপনার ত্বকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে সপ্তাহে দু’দিন এই প্যাকটি আপনি ব্যবহার করতে পারেন ভালো ফল পাবার জন্য।।



Tags – Beauty Tips Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *