Spread the love

গার্লফ্রেন্ডকে সামলাবেন কিভাবে – How To Handle A Girlfriend


নতুন প্রেম করার সময় গার্লফ্রেন্ডের মেজাজ সবসময়ই থাকে আপনি যা বলবেন তাই শুনবে আপনি যেটা ওকে করতে বলবেন সেটাই করবে কিন্তু বছর ঘুরতেই অনেক গার্লফ্রেন্ড খিটখিটে স্বভাবের হয়ে ওঠেতার মেজাজ হাই ভোল্টেজ এ চলে যায়। কিছুই যেন তার ভালো লাগে না। সারাক্ষণ মেজাজ গরম। বয়ফ্রেন্ডের মনটাও বুঝতে চান না। সবকিছু নিয়েই কেবল অভিযোগ র কেচাল। আপনার প্রিয় মানুষটি যদি এমন হয় ঘাবড়ানোর কারণ নেই। ভাবছেন তবে কীভাবে? জেনে নিন



কেচাল এর সময় এক পক্ষকে শান্ত থাকতে হবে। উলটো দিকের মানুষটি খিটমিট করলে আপনিও যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সম্পর্ক নষ্ট হবে, মাথা ঠাণ্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন যে, কেন তিনি এমন করছেন। আপনি শান্ত থাকলে আপনার গার্লফ্রেন্ড একা বেশিক্ষণ খিটিমিটি চালিয়ে যেতে পারবেন না। উনিও শান্ত হয়ে যাবেন।


রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলেন থাকেন, সবকিছুকে সিরিয়াসলি নেবেন না। পাত্তা দিলেই ঝামেলা বা মনে ধরে না রাগলেই ব্যাস ভেজাল নেই।


যখন তার মন ভালো থাকবে তখন তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। জানতে চান তার এমন আচরণের কারণ, ওকে বোঝান আপনি সর্বদা তার পাশে আছেন ।


IMG_20220619_201836-1655650153808 গার্লফ্রেন্ডকে সামলাবেন কিভাবে - How To Handle A Girlfriend

সম্পর্কে আপনার উপর কি নীরব অত্যাচার চলে? কীভাবে সামাল দেবেন পরিস্থিতি


তাকে খুশি করার চেষ্টা করুন।।একটা মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়ে থাকে। কারণটা যদি জানতে নাও পারেন, চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার, সারপ্রাইজ দিন, ঘুরতে নিয়ে যান, গোলাপ চকোলেট দিন।


প্রেমিকাকে কিভাবে সামলাবেন

যে কারণে মানুষটি এমন খিটখিটে স্বভাবের হয়ে উঠেছেন, সম্ভব হলে তার সেই চাপটি কমানোর ব্যবস্থা করুন। পারিবারিক হোক বা , অফিসের কাজ হোক বা বাড়ির কিংবা কোনো মানসিক কষ্ট- পাশে একজন মানুষ পেলে সবারই ভালো লাগে।


তার প্রশংসা করুন, ভালোবাসা দেখান,,প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস, যা যেকোনো মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী খিটখিটে স্বভাবের ও হয় ঠিক হয়ে যাবে।




Tags – Life Style Relationship


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *