Spread the love

অল্প খরচে কীভাবে বদলে ফেলবেন ঘরের চেহারা – How To Change The Look Of The House At Low Cost

IMG_20220617_215418-1655483263189 অল্প খরচে কীভাবে বদলে ফেলবেন ঘরের চেহারা - How To Change The Look Of The House At Low Cost

কম খরচে বদলে ফেলুন বাড়ির চেহারা

ঘর প্রতিটি মানুষের জন্যই শান্তির জায়গা। শান্তিতে একটু নিশ্বাস ফেলার জায়গা এই ঘর। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শরীরের ক্লান্তি ও মন জুড়াতে আমরা সবাই ফিরে যাই ঘরে। ঘরে ঢুকলেই ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। আর সেই ঘর টা যদি সুন্দর দেখলে মন মেজাজও ভালো হয়ে যায়।

নতুনত্ব আনতে অল্প খোরোচে আপনার ঘর কে সুন্দর করতে পারেন ।। বদলে যাবে ঘরের চেহারা।


চলুন জেনে নেয়া যাক কী কী উপায়ে অল্প খরচে ঘরের চেহারা বদলে ফেলা সম্ভব-

ঘর খালি মানে ঘরের জিনিসপত্র সব বের করার প্রয়োজন নেই। এমন দুই চারটা জিনিস থাকে যা আমাদের কোনো কাজেই লাগে না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জমা করে রাখি সেগুলো।বইখাতা, ফোটোগ্রাফ, শো-পিস, থালাবাটি, বইপত্র, জামাকাপড় সোফা , চেয়ার সব আবার নতুন করে গোছান।

ঘরের কোনে বা সোফার দুপাশে দুই চারটা গাছই বাড়ির সন্দর্য্য বদলে ফেলবে,, শুধু ঘরেই নয়, বসার ঘর, খাবার ঘর, এমনকি রান্নাঘরেও দু’একটা গাছ রাখতে পারেন।

খুব অল্প খরচেই সাজিয়ে ফেলুন আপনার বেডরুম, রইল টিপস

ঘরের একঘেয়ে ভাব কাটাতে নতুন রঙ করে ফেলতে পারেন।সাদা বা বেইজ রঙ করতে পারেন। তারপর দেয়ালসজ্জার উপকরণ, ফটোগ্রাফ ও পারিবারিক ছবি দিয়ে সাজিয়ে ফেলুন ঘরের দেয়াল।


ওয়াল পেন্টিং

বেডরুমের সৌন্দর্য ঘরের দেওয়ালের ডিজাইনের উপর নির্ভর করে। আপনি ঘরের দেওয়াল কীভাবে সাজাচ্ছেন, বা তার উপর সৌন্দর্য্য নির্ভর করে। তাই আপনার বেডরুমের একটি দেওয়ালে আপনি পেন্টিং করাতেই পারেন। ওয়াল পেন্টিংয়ে ঘরের চেহারা ছবিই পাল্টে যায়।


IMG_20220617_215456-1655483249961 অল্প খরচে কীভাবে বদলে ফেলবেন ঘরের চেহারা - How To Change The Look Of The House At Low Cost


ঘরের চেহারা বদলে ফেলতে বাতি বদলাতে পারেন, একটা বা দুটো বড় বড় লাইটের পরিবর্তে একের অধিক ছোট ছোট লাইট বদলে দেবে ঘরের সৌন্দর্য।

চটজলদি ঘরের সাজ বদলে ফেলতে কিছু ইনডোর প্ল্যান্ট কিনে ফেলুন। অল্প টাকায় এর চাইতে ভালো সাজ আর হতে পারে না।


বিয়ে বাড়ির আলোকসজ্জার মরিচ বাতি কিনে ফেলুন কিছু। ঘরের পিলারের সঙ্গে, জানালার গ্রিলে জড়িয়ে দিন। বেশ দারুণ দেখাবে।


ঘর সাজাবার জন্য মাটির পণ্যে কিনতে পারেন,, অল্প টাকার মাঝেই দারুণ সব শোপিস পেয়ে যাবেন। এছাড়াও ঘর সাজাতে হাতে তৈরি পণ্য ব্যবহার করুন। যেমন, নকশী কাঁথা বা এমব্রয়ডারি করা চাদর, হাতে তৈরি পুতুল।ঘরের বিভিন্ন স্থানে ব্যবহার করুন হরেক রকমের আয়না লাগাতে পারেন।মোমবাতি হতে পারে আপনার নতুন ঘরের আরেক সঙ্গী।


আপনার বেডরুম সাজানোর সময় একটি কার্পেট অবশ্যই কিনবেন। কার্পেট সবসময় মেঝের ছবিই পাল্টে দেয়। ঘরকে দেয় একটি নতুনরকম লুক। তাই বিছানার সামনে আপনি একটি কার্পেট পেতে দিন। মেঝেতে বিছানা পাতা থাকলেও তার সামনে কার্পেট বিছিয়ে দিন। ভাল লাগবে। গাঢ় রঙের কার্পেট পাততে পারেন বা হাল্কা রঙেরও পাততে পারেন। বিছানার চাদর ও সুন্দর দেখে পেতে দিবেন।



Tags – Life Style Bedroom Decoration ideas


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *