Spread the love

গরম কালে রাতে ঘুমানোর আগে ত্বকে হলুদ লাগান, ত্বক ফিরে পাবে অসাধারণ গ্লো – In Hot Weather, Apply Turmeric On The Skin Before Going To Bed At Night, The Skin Will Get A Wonderful Glow

IMG_20220614_142411-1655196887616 গরম কালে রাতে ঘুমানোর আগে ত্বকে হলুদ লাগান, ত্বক ফিরে পাবে অসাধারণ গ্লো - In Hot Weather, Apply Turmeric On The Skin Before Going To Bed At Night, The Skin Will Get A Wonderful Glow

সোনার মতো উজ্জ্বল ত্বক চাইলে ভরসা রাখতেই হবে কাঁচা হলুদে


হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুন যা আমাদের শরীর, ত্বক, ও পাচন্ত্রন্ত ঠিক রাখতে সহজ করে থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্যে হলুদ মুখের ব্রণ এবং ব্রণর মতো অন্যান্য ত্বক সম্পর্কিত অনেক সমস্যা দূর করতে সাহায্য করে।

দুই চামচ হলুদের সাথে গোলাপজল মিশিয়ে ভালো করে মিশিয়ে পেস্টটি ভালো করে মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষন পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ সতেজ দেখাবে।মুখে হলুদ লাগালে প্রচুর উপকার পাওয়া যায়।


IMG_20220614_142348-1655196915407 গরম কালে রাতে ঘুমানোর আগে ত্বকে হলুদ লাগান, ত্বক ফিরে পাবে অসাধারণ গ্লো - In Hot Weather, Apply Turmeric On The Skin Before Going To Bed At Night, The Skin Will Get A Wonderful Glow


১) এই ফেসপ্যাক মুখের দাগ দূর করে।


২) গ্রীষ্মে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে সাহায্য করে।


৩) এটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে।


৪) ফাইন লাইন এবং বলিরেখার সমস্যা থেকে মুক্তি পেতে সহায়ক।


৫) মুখের ব্রণ দূর করতে সহায়ক।


কাঁচা হলুদে পান সুন্দর ত্বক

৬)বয়সের ছাপ কমাতে সহায়তা করে হলুদ। কারণ এতে আছে কোষকলার মাত্রা বৃদ্ধি ও আর্দ্রতা রক্ষা করার ক্ষমতা।হলুদ খুব সহজে বলিরেখা ও ত্বকের ভাঁজ দূর করতে সহায়াত করে।


৭) হলুদ দ্রুত ত্বকের জারণ ও মানসিক চাপের কারণে হওয়া মলিনভাব দূর করতে পারে। ক্ষতস্থানের ওপর কেবল হলুদ লাগিয়ে রাখলেও তা সারাতে সহায়তা করে।

৮) ত্বক বিষাক্ত উপাদানের কারণে মলিন ও অস্বস্তিকর হয়ে পড়ে। হলুদ ত্বককে পরিষোধিত করে। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।

৯) যাঁদের ত্বক সেনসিটিভ, তাঁদের একটুতেই মুখে জ্বালা করে, ত্বক লালচে হয়ে যায়। হলুদের প্যাক প্রদাহ কমিয়ে ত্বক শীতল রাখে।


১০) মুখের কালো দাগছোপ হালকা করতে, ব্রণ-ফুসকুড়ি নির্মূল করার কাজে, মুখের যে কোনও প্রদাহ কমাতে হলুদের ব্যবহার করতে পারেন।



Tags – Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *