Spread the love

বাস্তু অনুসারে বেডরুম কেমণ হলে শুভ হয় – Eco-Friendly Bedroom Looks Good

IMG_20220613_152255-1655113984893 বাস্তু অনুসারে বেডরুম কেমণ হলে শুভ হয় - Eco-Friendly Bedroom Looks Good

বাস্তু” বেডরুমের টিপস

বেডরুম ঘর হলো গুরুত্বপূর্ণ অংশ।শোওয়ার ঘরের দেওয়ালে গুরুজন দের ছবি টাঙাবেন না।বেডরুমের রং গোলাপী, আকাশী বা হালকা কোনো রং রাখা উচিৎ।। নেতিবাচক শক্তি তৈরি বাড়ির বেডরুমে বাস্তু দোষ দেখা দিলে। এর কারণে দাম্পত্য কলহ, আর্থিক সংকট সমস্যা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, শোওয়ার ঘর কিছু জিনিসের যত্ন নিলে ঘরে ইতিবাচক শক্তি উৎপন্ন তৈরী হবে। যে বেডরুমে বাড়িতে ঘুমান তা দক্ষিণ-পশ্চিম কোণে হওয়া উচিত।

শোওয়ার ঘরকেই পুজোর ঘর বানাবেন না।বেডরুমে যদি আয়না থাকে তবে খেয়াল রাখবেন তা যেন বিছানার সামনে না।থাকে।শোওয়ার ঘরের দেওয়ালে পূর্বপুরুষের ছবি টাঙানো উচিত নয়।শোওয়ার ঘরে বিছানার পাশের দেওয়ালে ঘড়ি লাগাবেন না। বেডরুমে যদি চালিশা বা ধর্মগ্রন্থের মতো কোনও বই থাকে,তাহলে সরিয়ে ফেলুন।

বেডরুমের জন্য বাস্তু টিপস

এই বিষয়গুলি মাথায় রাখুন

বেডরুমের রং গোলাপী, আকাশী বা হালকা সবুজ রাখা উচিত। তাতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সম্পর্ক ভাল করতে রাধা-কৃষ্ণের ছবি লাগাতে পারেন। বেডরুমে বিছানা উত্তর-পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন না। তাতে দম্পতির মধ্যে ঝগড়া ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বেড়ে যায়। বাস্তুর মতে আপনার বিছানাটি পূর্ব বা দক্ষিণের দিকে রাখা উচিত। আপনি শুয়ে পড়লে আপনার পা গুলি উত্তর / পূর্ব দিকে নির্দেশ করা উচিত।দক্ষিণ দিকে আপনার পা দিয়ে ঘুমাবেন না, কারণ এটি আপনাকে নিদ্রাহীন ঘুম পেতে বাধা দেবে।


IMG_20220613_152244-1655113992401 বাস্তু অনুসারে বেডরুম কেমণ হলে শুভ হয় - Eco-Friendly Bedroom Looks Good


মনে রাখবেন যে উত্তর-পূর্ব বা উত্তর দিকে অবস্থিত ঘরে কখনই লাল বা কমলা রঙ ব্যবহার করবেন না, কারণ এটি জলের স্থান। আর লাল হল আগুনের প্রতীক, তাই শোবার ঘরে লাল রং এড়িয়ে চলুন এবং হালকা রং ব্যবহার করুন।


ফার্নিচারের ধরন:

বাড়িতে ভুলেও ডিম্বাকার, গোলাকার আসবাব রাখা উচিত নয়। বরং এমন আসবাব কিনতে হবে, যা হবে বর্গক্ষেত্রাকার।


IMG_20220613_152232-1655114001543 বাস্তু অনুসারে বেডরুম কেমণ হলে শুভ হয় - Eco-Friendly Bedroom Looks Good



ফাঁক থাকাটা জরুরি:

ভুলেও কোনও আসবাব দেওয়ালের সঙ্গে একেবারে সাঁটিয়ে রাখা উচিত নয়। বরং দেওয়াল থেকে দূরে রাখতে হবে তা।টেলিভিশন সেট রাখার নিয়ম হলো বাস্তুশাস্ত্র মতে, বাড়ির লিভিং রুমের দক্ষিণ-পূর্ব দিকে, নয়তো উত্তর দিকে রাখতে হবে টিভি সেটটা। আর যদি এমনটা করার সুযোগ না থাকে, তা হলে পূর্ব দিকে মুখ করেও রাখা যেতে পারে।



Tags – Life Style Vastu Shastra

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *