Spread the love

মুখে জমে থাকা ময়লা দুর করুন ঘোরোয়া উপায়ে – Remove Dirt From The Face In A Circular Motion


IMG_20220416_115542-1650090406701 মুখে জমে থাকা ময়লা দুর করুন ঘোরোয়া উপায়ে - Remove Dirt From The Face In A Circular Motion

ত্বকের ময়লা দূর করার সহজ উপায়

আজকাল আমাদের মুখের অনেক সমস্যা হয়ে থাকে, কারণ মুখের ভীতর জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়না।।আর গরমের দিন এ ধুলোবালি রোদের কারনে আরো নোংরা ত্বকের সাথে লেগে থাকে । এর জন্যে ত্বক ট্যান হয়ে যায় এবং ময়লায় ভরা হয়। এমন পরিস্থিতিতে মুখের এই ময়লা দূর করতে আপনার মুখ পরিষ্কার করতে হবে ফেস কে সুন্দর রাখতে হলে।

, আপনি বাজার থেকে একটি ক্লিনআপ কিট কিনে বা পার্লারে গিয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু অনেক রাসায়নিক থাকার কারণে, আপনার ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাড়ীতে বসেই ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করুন।।




১)হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। পরিষ্কার করার জন্য, প্রথমে আপনার মুখ হালকা গরম জল দিয়ে ধুয়ে এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ ভালো করে মুছে নিন।



১)তৈলাক্ত ত্বকের জন্য ভাপ খাওয়া খুবই উপকারী। তারপর কিছুক্ষণ পর আইস কিউব দিয়ে মুখে ম্যাসাজ করুন ৫_৮ মিনিট। এটি আপনার ছিদ্র শক্ত করবে এবং মুখের তাপমাত্রা স্বাভাবিক রাখবে।



৩)একটি হাল্কা ময়েশ্চারাইজিং ফেসপ্যাক লাগান, এতে আপনার ত্বককে নরম ও উজ্জ্বল করে। মুখের মাস্ক ত্বকের টোনকে সমান করে।


ব্ল্যাকহেডস কমাতে একটি সহজ পদক্ষেপ হচ্ছে প্রাকৃতিক ফেস মাস্ক ব্যবহার। এজন্য শুধু ডিমের সাদা অংশ ও টিস্যু প্রয়োজন হয়। প্রথমে একটি ডিমের সাদা অংশ বের করে ত্বকে মেখে নিন। তারপর মুখমণ্ডলের ওপর টিস্যু বসিয়ে ডিমের সাদা অংশের আরেকটি স্তর দিন। মাস্ক ২৫ মিনিট রেখে তুলে ফেলুন।

লোমকূপে জমে থাকা ময়লা দূর করার ঘরোয়া উপায়

IMG_20220416_115608-1650090397064 মুখে জমে থাকা ময়লা দুর করুন ঘোরোয়া উপায়ে - Remove Dirt From The Face In A Circular Motion

এক টেবিল চামচ বাদামী চিনি, দুই টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে মুখমণ্ডল পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ও মুখের ময়লা পরিষ্কার করা সম্ভব।

৪) প্রায় 15-20 মিনিটের জন্য আপনার মুখে ফেস মাস্ক রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


৫) এরপর মুখে টোনার লাগান। টোনার আপনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে।

Tags – Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *