Spread the love

গরমে এই ৩ টি হেয়ার স্টাইল করুণ – Do These 3 Hairstyles In Summer

গরমকালে মেকআপ টা আমরা যেমন তেমন ভাবে করে ফেলি,, কিন্তু চুলকে কিভাবে বাধবো কিংবা ছাড়বো বা কি দিয়ে চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলবো সেটা আমরা অনেকেই বুঝতে পারি না।। কারণ যাদের লম্বা চুল তাদের অনেক সমস্যা হয় চুলের স্টাইল নিয়ে ,,,কারণ জিন্স পরলে আলাদা হেয়ারস্টাইল আবার কুর্তি পড়লে আলাদা স্টাইল দিতে হবে এ কথা মাথায় রেখে আমরা বুঝে উঠতে পারিনা ঠিক কোন স্টাইলে হেয়ার স্টাইল আমাদের ভালো লাগবে।।। তবে এই পোস্টটি আপনাদের জন্য,, আশা করছি আপনাদের কাজে লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে।। তাহলে চলুন দেখে নেওয়া যাক।।

/ লুপড পনিটেল: চুল পিছনের দিকে নিয়ে গিয়ে গোড়ার চুলের অংশ দিয়ে ঘাড়ের কাছে একটা লুপ তৈরি করুন। এবার চুলের শেষ অংশটা ওই লুপের মধ্যে ঢুকিয়ে দিন। হেয়ার পিন দিয়ে শক্ত করে চুল আটকে নিন। বড়ো থেকে মাঝারি যে কোনও চুলেই এই স্টাইলটি করা যাবে। আর যে কোনও ধরনের পোশাকের সঙ্গেও এই হেয়ার ভালো লাগবে।


IMG_20220428_132718-1651132672975 গরমে এই ৩ টি হেয়ার স্টাইল করুণ - Do These 3 Hairstyles In Summer

গরমে আরামদায়ক কিছু হেয়ার স্টাইল

/ গ্ল্যামার কোশেন্ট: আরও একধরনের পনিটেলের স্টাইল করা যায়। এই স্টাইলটি করতে হলে চুলের ভ্যলিউম বাড়াবে এমন কোনও শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। চুল শুকিয়ে গেলে হট রোলার ব্যবহার করুন। এবার মাথার সামনের দিকটা একটু ফুলিয়ে পিছনের দিকে উঁচু করে পনিটেল বেঁধে নিন। দেখুন মুহূর্তেই আপনার লুকে একটা গ্ল্যামার এনে দেবে।।


IMG_20220428_132733-1651132665849 গরমে এই ৩ টি হেয়ার স্টাইল করুণ - Do These 3 Hairstyles In Summer

গরমেও বজায় থাকুক আপনার হেয়ার স্টাইল


/ ওয়েডিং টাইপ হেয়ার স্টাইল: সম্পুর্ন সামনের চুল নিয়ে মোটা একটা গাডার দিয়ে উচু করে বাঁধুন,, তারপর চুল গুলো পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে ক্লিপ দিয়ে বাঁধুন,, এবং সামনে একটু ফুলিয়ে রাখুন,, এরপর দুই সাইড দিয়ে অল্প অল্প চুল বার করুন দেখতে বেশ লাগবে।।


IMG_20220428_132659-1651132681277 গরমে এই ৩ টি হেয়ার স্টাইল করুণ - Do These 3 Hairstyles In Summer
Tags – Hair Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *