Spread the love

দাড়ি কাটার পর মুখ জ্বালা করছে? আরাম পাবেন কিভাবে জানুন – Lrritated Face After Cutting Beard? Learn How To Relax



দাড়ি কাটার পরও ত্বক যাতে কোমল থাকে, তার জন্য বিশেষ যত্ন নেওয়া জরুরি। দাড়ি কাটার আগে ব্লেড বাছাই থেকে দাড়ি কাটার পদ্ধতি, সব বিষয়েই হতে হবে সতর্ক। ত্বক যত শুষ্ক থাকবে, তত বেশি সমস্যা হবে দাড়ি কাটার সময়ে।

IMG_20220502_214741-1651508277154 দাড়ি কাটার পর মুখ জ্বালা করছে? আরাম পাবেন কিভাবে জানুন - Lrritated Face After Cutting Beard? Learn How To Relax

দাড়ি কামিয়ে মুখ জ্বলে, চুলকায়? সমাধান করুন এই উপায়ে

দাড়ি খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিবেন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।

সব সময়ে খেয়াল করা জরুরি, কোন দিকে ব্লেড চালাচ্ছেন। দাড়ি যে দিকে বাড়ছে, তার উল্টো দিকে কখনও ব্লেড চালাবেন না। তাতে ত্বকের উপর বেশি চাপ পড়ে। জ্বালাও করবে বেশি।

দাড়ি কাটার জন্য কোনও ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।

দাড়ি কামানোর পর সঙ্গে সঙ্গে আফ্টার শেভ লোশন ব্যবহার করুন। কিছু ক্ষণ পর আবার ময়শ্চারাইজার লাগান। ত্বকের রুক্ষ ভাব দূর হবে।।


IMG_20220502_214729-1651508285947 দাড়ি কাটার পর মুখ জ্বালা করছে? আরাম পাবেন কিভাবে জানুন - Lrritated Face After Cutting Beard? Learn How To Relax


শেভ করার পরে ত্বকের জ্বালা-চুলকানি কমাতে অবশ্যই অ্যালোভেরা জেল বা আফটার-শেভ লোশন গালে মাখুন। তাহলে অনেকটাই নিয়ন্ত্রিত হবে জ্বালাভাব।।


IMG_20220502_214718-1651508294513 দাড়ি কাটার পর মুখ জ্বালা করছে? আরাম পাবেন কিভাবে জানুন - Lrritated Face After Cutting Beard? Learn How To Relax

দাড়ি কাটার পর ত্বকে জ্বালা শুরু হয়? যেভাবে নেবেন যত্ন


রেজার ব্যবহারের সময় অসচেতন হলে মুখ কেটে যায়। তারপর সেই জায়গাটা জ্বলতে শুরু করে। এমনটা হলে মুখে মেখে নিন বরফ। বরফ এই সমস্যা সমাধানে দারুণ কার্যকরী।।।


শেভিং-এর কারণে মুখ জ্বালা করার সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে থাকা বিশেষ কিছু উপাদান মুখ জ্বালা কমায়।


Tags – Life style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *