Spread the love

নেল পলিশের গাঢ় রং তুলে ফেলুন এক নিমেষে – Remove The Dark Colour Of The Nail Polish Easily

IMG_20220504_151147-1651657351348 নেল পলিশের গাঢ় রং তুলে ফেলুন এক নিমেষে - Remove The Dark Color Of The Nail Polish Easily

নেল পলিশের গাঢ় রং তোলার সহজ উপায়

মেয়েদের সৌন্দর্য আরো দ্বিগুন বাড়িয়ে দেয় তাদের নোখের সৌন্দর্য,, বড় বড় নখ সাথে মিউট কালারের কিংবা কারো কালারের নেলপালিশ সত্যি কি দারুন লাগে ।।।দেখতে ,,,কিন্তু সমস্যা হয় তখন যখন গাঢ় রঙের নেলপালিশ উঠাতে খুব বিরক্ত লাগে আর আমাদের সঙ্গে সঙ্গে কোথাও বেরোতে হয়।।
গাঢ় রং নখের চারপাশের চামড়ায় লেগে যায়, সহজে উঠতেও চায় না। আর পুরোনো নেল পলিশের রং সম্পূর্ণ উঠে না যাওয়া পর্যন্ত নতুন রং পরাও যায় না!
কি ভাবছেন,,তা হলে কি গাঢ় রঙের নেল পলিশ পরবেন না? ! বরং নেল পলিশ তুলুন এমনভাবে যাতে রঙের অল্প ও না লেগে থাকে। আজকে জানাবোএকটা সহজ পদ্ধতি যাতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি সমস্ত রং তুলে ফেলতে পারবেন!
কীভাবে তুলবেন নেল পলিশের গাঢ় রং…..

নেল পলিশের গাঢ় রং তোলার নিয়ম

**একটা ছোট বাটিতে নেল পলিশ রিমুভার নিন।


**তাতে নখ 2৫ সেকেন্ড মতো ডুবিয়ে রাখুন। তার বেশি রাখবেন না।

IMG_20220504_151132-1651657359331 নেল পলিশের গাঢ় রং তুলে ফেলুন এক নিমেষে - Remove The Dark Color Of The Nail Polish Easily

এছাড়াও,,,
একটি নরম টুথব্রাশে অল্প পরিমাণ পেস্ট নিয়ে নখে ঘষুন। টুথপেস্টের ‘ইথাইল অ্যাসেটেইট’ নামক উপাদান নেইল পলিশ রিমুভারেও থাকে। তাই টুথপেস্ট হতে পারে রিমুভারের বিকল্প।।।
**এবার নখের উপরে তুলো দিয়ে এক টানে ঘষে তুলে দিন। নেল পলিশের এর কোনও রং থাকবে না!

নেল পলিশের রং তোলার উপায়

হেয়ার স্প্রে: এতে রয়েছে ‘রাবিং অ্যালকোহল’ যা রিমুভারের বিকল্প। নখে হেয়ারস্প্রে ছিটিয়ে তুলা দিয়ে ঘষে উঠিয়ে ফেলতে হবে। তবে এক্ষেত্রে বেশ জলদি কাজ করতে হবে, নয়তো তুলা নখে আঁটকে যেতে পারে।।।


উষ্ণ জলে কিছু ক্ষণ হাত ডুবিয়ে রেখে পাতিলেবুর রস


IMG_20220504_151114-1651657367260 নেল পলিশের গাঢ় রং তুলে ফেলুন এক নিমেষে - Remove The Dark Color Of The Nail Polish Easily
আর সাদা ভিনিগার একসঙ্গে মিশিয়ে তুলোর সাহায্যে নখের উপর ঘষলে অল্প সময়ের মধ্যেই উঠে যাবে নেল পলিশের রং।


Tags – Nail Polish, Beauty Tips, Life Style

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *