Spread the love

ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ফেরানোর উপায় – How To Repair Damaged Skin On Face Naturally

IMG_20220409_204803-1649517567544 ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ফেরানোর উপায় - How To Repair Damaged Skin On Face Naturally

ত্বকের সৌন্দর্য বৃদ্ধির উপায়

আপনারা কি জানেন? পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসে বলিরেখা, বয়স এর ছাপ অনেক সময় ত্বকে আর্দ্রতার অভাব দেখা দিয়েছে তা প্রথমে বোঝা যায় না। ফলে পরিচর্যা করতেও অনেকটা দেরি হয়ে যায়।

**ত্বকে র‌্যাশ, চুলকানি ও ব্রণ হবে।।

** ত্বকে লালচে ভাব, দাগ ছোপ পড়ে যাওয়া।
**বলিরেখা ও চোখের তলায় কালি পড়ে যাওয়া।
**ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

IMG_20220409_204856-1649517550580 ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ফেরানোর উপায় - How To Repair Damaged Skin On Face Naturally
**আর্দ্রতাহীন ত্বক অতি মাত্রায় শুষ্ক হয়ে পড়া।
** শুষ্ক ত্বকে নানা রকম কালচে দাগ ছোপের আবির্ভাব।

**ঘাম লোমকূপের ছিদ্রগুলোতে আটকে থেকে বিরক্তিকর ব্রণের সৃষ্টি করা।
“””ত্বকের আর্দ্রতা ফিরে পেতে কী করবেন?

নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে গরমকালে,, সেক্ষেত্রে বাজারের দ্রব্য ব্যবহার না করে ঘরোয়া উপায়ে যত্ন নেওয়াই ভালো। বেশি স্ক্রাবিং না করাই ভাল। এতে ত্বক আরও বেশি করে রুক্ষ হয়ে পড়ে।
সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে টমেটোর রস, অ্যালোভেরা কিংবা শসার রস দিয়ে। প্রচুর পরিমাণে জল খেতে হবে।কাঁচা হলুদের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে সুস্থ রাখে ও ধীরে ধীরে উজ্জ্বল করে তোলে। তাই আপনার ফেস প্যাকে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *