Spread the love

ত্বককে সুন্দর ও সতেজ রাখতে শসার ব্যবহার – Benefits Of Cucumber For Skin

IMG_20220408_144228-1649409230290 ত্বককে সুন্দর ও সতেজ রাখতে শসার ব্যবহার - Benefits Of Cucumber For Skin

ত্বকে শসাব্যবহারের উপকারিতা

আমাদের শরীরের পক্ষে শসা অনেকটাই উপকারী ।কারণ গরমকালে শসা আমাদের জলের চাহিদা মেটায় এর পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে গরমের শসা আমাদের ত্বককে করে তুলতে পারে সুন্দর সতেজ কিভাবে? তা জেনে নিন।।

চোখে শসা দিলে কি হয়

চোখের যত্নে:
চোখের তলাটা ফোলা ফোলা লাগছে? অথবা কালি পড়েছে কাজের চাপে। তবে দু’টো টুকরো শসা গোল করে কেটে, জলে ভিজেয়ে ফ্রিজে রেখে দেবেন। কাজের শেষে মাত্র পাঁচটা মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে। শসার টুকরো দু’টো চোখের পাতার উপরে দিয়ে মাথাটা হেলিয়ে রাখুন। এতে চোখের তলার কালি বা ফোলা ভাব তো কমবেই, সঙ্গে শসার রসে উপস্থিত ভিটামিন-সি ক্রিমের মতো কাজ করবে।

IMG_20220408_144240-1649409217733 ত্বককে সুন্দর ও সতেজ রাখতে শসার ব্যবহার - Benefits Of Cucumber For Skin

মুখে শসা ব্যবহারের নিয়ম

ত্বক কে ঠান্ডা করবে: চোখ-মুখ ধোয়ার সময়ে শসা দেওয়া জল ব্যবহার করুন। নিয়ম মেনে চলুন রোজ। শসার ভিটামিন-সি আর ফলিক অ্যাসিডের যত্নে আপনার চোখ-মুখে যেমন আরাম হবে, তেমন চেহারায় অনেক ক্ষণ ঠান্ডা ভাব থাকবে।
টোনার:
শসার দিয়ে বানাতে পারেন টোনার। শসা কুচি করে কেটে তার সঙ্গে এক কাপ দই মেশান। ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক টোনারের কাজ করবে। এতে ত্বক নরম হবে, সঙ্গে দূর হবে টেন পড়া ভাব।

ক্লিনজার:
দুই টেবিল চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস ও শসার রস মেশান। ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাক ক্লিনজারের কাজ করে।

IMG_20220408_144305-1649409203141 ত্বককে সুন্দর ও সতেজ রাখতে শসার ব্যবহার - Benefits Of Cucumber For Skin

ফেসপ্যাক:
ত্বকের যত্নে ফেসপ্যাক প্রয়োজনীয়। রোমকূপে জমে থাকা নোংরা থেকে একদিকে যেমন দেখা দেয় ব্রণ, এবার ত্বকের যত্নে ব্যবহার করুন বেসন, দুধ ও চন্দনের প্যাক। এই প্যাক বানাতে ১ চামচ বেসনের সঙ্গে ১ চামচ দুধ বেসন শসার রস। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। ত্বক থাকবে সুন্দর ও সতেজ।

শসা দিয়ে ফর্সা হওয়ার উপায়

ফর্সা:
শসার রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে, হাতে ও গায়ে নিয়মিত মাখলে গায়ের রং ফর্সা হয় অথবা শসা পাতলা পাতলা করে কেটে মুখে ঘসে নিতে পারেন।

Tags – Skin Care, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *