Spread the love

আলুর রস দিয়ে করুন রূপচর্চা – How To Use Potato Juice For Skin Whitening

IMG_20220407_201620-1649342817083 আলুর রস দিয়ে করুন রূপচর্চা - How To Use Potato Juice For Skin Whitening

আলুর রস দিয়ে রূপচর্চা

আলু ভিটামিন, ফাইটোকেমিক্যাল ও পুষ্টি উপাদান সমৃদ্ধ। কাঁচা আলুর রস বেশি পুষ্টিকর। ত্বকে আলুর রস ব্যবহার করলে তা ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি দূর করতে সাহায্য করে। এই রস ত্বক পরিষ্কার করতে ও মাথার ত্বকের খুশকি দূর করতেও সহায়ক।

ত্বকের জন্য আলুর রস কতটা উপকারী জানতে হলে লিখাগুলো মনোযোগ দিয়ে পড়ুন…..

**চোখের নিচের কালো দাগ হওয়ার অন্যতম কারণ হল কিডনি ও যকৃতের বিষাক্ত পদার্থ।আলুর রস চোখের নিচে দিলে ডার্ক সার্কেল দূর হয়।

**সকালে এক গ্লাস আলুর রস পান করলে ফেসের ফোলাভাব কমিয়ে সৌন্দর্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করবে।

IMG_20220407_201556-1649342838649 আলুর রস দিয়ে করুন রূপচর্চা - How To Use Potato Juice For Skin Whitening
**আলুর রস চোখের ফোলা ভাব কমায়।

**একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এক টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে ১o মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে।

আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

**একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।

**হালকা চুলকানি, লালচে ভাব হওয়া এবং পোকা-মাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা কমে যাবে।

**রুক্ষ ও শুষ্ক চুলে আলু ছেঁচে তার রস লাগালে তা চুলের ময়েশ্চারের কাজ করে।

IMG_20220407_201609-1649342826354 আলুর রস দিয়ে করুন রূপচর্চা - How To Use Potato Juice For Skin Whitening

**আলুর মধ্যে থাকা পটাশিয়াম ত্বকের বয়স কমিয়ে দেয়।।

**সানস্ক্রিন মেখে বেরোলেও অনেক সময় মুখে ট্যান পড়ে যায়। আলু খুব পাতলা করে কেটে নিয়ে মুখে রাখুন কিছুক্ষণ। টেন ভাব চলে যাবে।

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *