Spread the love

ত্বকের যত্নে ও রূপচর্চায় ডিমের ব্যাবহার – Use Eggs To Take Care Of Skin

IMG_20220405_204852-1649171970816 ত্বকের যত্নে ও রূপচর্চায় ডিমের ব্যাবহার - Use Eggs To Take Care Of Skin

ত্বকের যত্নে ডিম

ডিম আমরা সবাই খেতে ভালোবাসি,,কিন্তু ত্বকের যত্ন এ ডিমের ব্যবহার করা যায় সেটা আমরা অনেকেই জানিনা। ডিমে আছে লুটিন যা আপনার ত্বক কে প্রাণবন্ত ও হাইড্রেটেড করতে সাহায্য করে। ডিম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করে যা নখ এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও ডিমের প্রোটিন ত্বকের নোংরা দূর করে ও মুখের ত্বক কে টাইট রাখে।

রূপচর্চায় ডিমের ব্যবহার

*** ত্বকের যত্নে ডিম কিভাবে ব্যবহার করবেন***

১/ একটি পাত্রে ডিমের সাদা অংশ, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে মুখে মাখুন। কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক টাইট এবং নরম অনুভূত হবে।

২/ মুখের অবাঞ্ছিত লোম্কুপ কমাতে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে পরিষ্কার ত্বকে মাখুন।১০ মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩/ একটি ডিমের কুসুম, তিন চা চমচ অলিভঅয়েল এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিক্স করে মুখে মাখুন। এ মাস্কটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।

ত্বকের যত্নে ডিমের কুসুম

৪/ তৈলাক্ত ত্বকে ব্রণ, ব্ল্যাক হেডস, কালচে ছোপ ইত্যাদি নানা সমস্যা হয়। ডিমের সাদা অংশ ব্যবহার করলে অত্যধিক তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

IMG_20220405_204904-1649171961341 ত্বকের যত্নে ও রূপচর্চায় ডিমের ব্যাবহার - Use Eggs To Take Care Of Skin
৫/ ত্বকে রক্ত চলাচল রাখতে ডিমের কুসুম একটি অপরিহার্য উপাদান। এ ক্ষেত্রে একটি ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে প্যাক তৈরি করে ফেসে মাখতে পারেন।

ডিমের সাদা অংশ মুখে দিলে কি হয়

৬/ ডিমের কুসুম শুষ্ক ত্বক ময়েশ্চারাইজ ও ত্বক নরম-কোমল করতে সাহায্য করে। এর জন্য একটি ডিমের কুসুম এবং এক চা-চামচ মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি কর বেন। পরিষ্কার ত্বকে প্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে বেশ উপকার পাওয়া যায়।

৭/ ব্ল্যাকহেডসের সমস্যা মেটাতে দারুণ কাজ দেবে ডিমের কুসুম। একটি ব্রাশে ডিমের কুসুম মাখিয়ে সেটি নাকে লাগিয়ে একটি কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে প্রথম লেয়ারটি শুকিয়ে গেলে আরেকটি লেয়ার লাগিয়ে নিতে হবে। তারপর তা শুকিয়ে গেলে ম্যাসাজ করে কুসুমগরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

Tags – Skin Care, Beauty Tips, Egg

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *