Spread the love

Aloe Vera Skin Care Benefits : অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম


অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী…অ্যালোভেরা আপনার বাড়িতে যদি থাকে তাহলে তো খুব ভালো…. এটি রূপচর্চার কাজে দারুণ কাজে আসে। এই গাছের পাতাকে ভালো করে কেটে নিয়ে তার জেল বার করে নিতে হবে, এরপর এর সাথে হলুদ, চিনি মিশিয়ে মুখে লাগালে দেখবেন ত্বক কতোটা ঝকঝকে হয়ে যাবে।


(গরমে ত্বক ভাল রাখতে অ্যালোভেরা জল কীভাবে ব্যবহার করবেন)


IMG_20230901_221626-1693586797447 Aloe Vera Skin Care Benefits : অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম

5 Benefits of Aloe Vera for Skin

এছাড়াও কাটা জায়গায় লাগান অ্যালোভেরা – কাটা জায়গায় লাগাতে পারেন, অনেক অস্বস্তি হয় বা অনেক পরিমাণে রক্তপাত হতে থাকে, সেই সমস্ত কাটা জায়গায় খুব সহজেই অ্যালোভেরা জেল লাগালে আপনি উপকার পাবেন।


How to use aloe vera on the face


কালচে দাগ দূর করে – মুখের উপরে নানা কারণে কালচে দাগ হয়….বয়স হলে এর মেচেদা, পিগমেন্টেশন ব্রণের দাগ ইত্যাদী তুলতে চাইলে অ্যালোভেরা জেল এর সঙ্গে পাতিলেবু মিশিয়ে এটি মুখে ভালো করে লাগিয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল এর ব্যবহার

অকাল বার্ধক্য দূর করবে – বয়স হলে সবার সাথে সাথে মুখ ঝুলে যায় এতে ব্যবহার করতে পারেন এলোভেরা।।কিংবা নাইট ক্রিম হিসেবে ব্যবহার করুন এই জেল। ত্বক টাইট করতে সাহায্য করে এই জেল।


অ্যালোভেরা জেল, শশার রস, টক দইয়ের সাথে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন একটি প্যাক। অ্যালোভেরা জেল এর ছোঁয়ায় আপনার ত্বক হবে ভীষণ সুন্দর।

অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয়

অ্যালোভেরা জেলের নিয়মিত ব্য়বহার ত্বকের অতিরিক্ত তেল,ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে থাকে। মুখে সতেজ ভাব এনে দেয়। এটি সেনসিটিভ ত্বকের জন্যও বেশ কার্যকর। অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টস। যা ত্বকের গভীরে যায়। ত্বকের গভীরে পুষ্টি জোগান দেয়।


অ্যালোভেরা ফেস প্যাক

অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন একটি ফেস প্যাক। এই ফেস প্যাক আপনার ত্বকের জন্য খুবই ভালো। তৈলাক্ত ত্বকে এই ধরনের ফেসপ্যাক বেশি ভালো কাজ করে।

অ্যালোভেরা জেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে।


আরোও পড়ুন,

Natural Skin Care Tips At Home : ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে সুন্দর থাকার উপায়



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *