Spread the love

Natural Face Cleaner At Home – প্রাকৃতিক ফেস ক্লিনজার বানানোর সহজ উপায়

AVvXsEhSNF8HzeEKYjMVrxzFy6NiE-5sLpjtp9CVvYLL8tKidRbbXI0AdWmFijCP-1Nm7WLaWQqxKK7pTIdQd9c_kLbXjVyuXUBnSPyvWFtMzophkjFhCkGeaE71_Yrq2QUr0Y0Jvxn8k607scjjH4RzvYb6hXOrNWHSZj3Ao-0TXIYc1RqHrwnYmvqYDCMq=w391-h400 Natural Face Cleaner At Home - প্রাকৃতিক ফেস ক্লিনজার বানানোর সহজ উপায়

প্রাকৃতিক ফেস ক্লিনজার

ত্বককে সুন্দর রাখার জন্য প্রথমেই দরকার হয় আমাদের ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এর জন্য আমরা বাজারের কেনা বিভিন্ন কেমিক্যাল মেশানো ফেস ক্লিনজার ব্যবহার করে থাকি। এতে আমাদের ত্বকে অনেক ক্ষতি করে,তাই আজকে আমি আপনাদের জানাব বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ত্বক কে পরিষ্কার ও সুন্দর রাখা যায়।
এ সকল উপকরণ ত্বককে পরিষ্কার করার সঙ্গে ত্বকে পুষ্টি জোগাতেও সাহায্য করে। ও তুলনামূলকভাবে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।
নারিকেল তেল: ত্বককে একদম পরিষ্কার করতে পারে এই নারিকেল তেল। এই তেলের প্রাকৃতিক ফ্যাটে থাকে লাইনোলিক অ্যাসিড যা একনের সমস্যার বিরুদ্ধে কাজ করে। এর পাশাপাশি ত্বকের আর্দ্রতা রক্ষা করতে কাজ করে।
হাতের তালুই সামান্য নারিকেল তেল নিয়ে মুখের ত্বকে আলতোভাবে ১ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর উষ্ণ তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখতে হবে ৩০ সেকেন্ডের জন্য।ত্বকের ভেতর থেকে ময়লা বের হয়ে আসবে। এরপর ধুয়ে ফেলতে হবে।

ঘরে তৈরি ক্লিনজার

কাঠবাদাম ও মেয়নেজ: ৬-৭টি কাঠবাদাম গুঁড়া করে এতে ১/৪ চা চামচ পরিমাণ মেয়নেজ মিশিয়ে স্ক্রাব তৈরি করেতে হবে। ত্বকে স্ক্রাব করে ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর মুখ ধুয়ে ফেলতে হবে।বিশেষত যাদের ত্বক খুব শুষ্ক, তাদের ত্বকের জন্য এই দুই উপাদানে তৈরি স্ক্রাবটি বেশি উপকারী।
অলিভ অয়েল: ব্যবহারের জন্য একটি ডিমের কুসুম, এক টেবিল চামচ মধু,এক টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্রাশের সাহায্যে ত্বকে সমানভাবে অ্যাপ্লাই করতে হবে। ১০ মিনিট অপেক্ষা করে এরপর কুসুম গরম জলে মুখ ধুয়ে নিতে হবে। এটি ত্বকের পরিষ্কার করার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে।
গোলাপ, অর্গান অয়েল, কমলার রস: এগুলি একত্রে একটি পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। সব উপাদান সমপরিমাণে নিয়ে তৈরি করে ফেলুন ক্লিনজার। অতিরিক্ত শুষ্ক ত্বকে সমস্যা হয় সব থেকে বেশি। এই তিনটি মিশ্রণ ব্যবহার করলে আপনার ত্বকের ভেতর থেকে সব ময়লা বেরিয়ে আসবে।
টমেটো-আপেল ক্লিনজার: টমেটো এবং আপেল ত্বকের জন্য খুব ভাল ক্লিনজার হিসেবে কাজ করে। টমেটো এবং আপেল একসাথে অথবা আলাদা করে ব্যবহার করতে পারেন।টমেটো ব্লেন্ড করে মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলুন। আপেল-ও ব্লেন্ড করে এতে খানিকটা মধু মিশিয়ে লাগাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *