Spread the love

Natural Skin Care Tips At Home : ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে সুন্দর থাকার উপায়


Beauty tips for face at home : দিন দিন কাজের চাপ বেড়েই চলছে –এর জন্য আমাদের ত্বকের যত্ন নেওয়ার সময় হয়না…. তাই এখানে সহজ, পরিষ্কার এবং উজ্জ্বল ত্বকের জন্য টিপস্ দাওয়া হলো….


IMG_20230831_130145-1693467117156 Natural Skin Care Tips At Home : ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে সুন্দর থাকার উপায়

Natural skin care tips at home for dry skin

বেশির ভাগ মানুষ সবচেয়ে বেশি সচেতন থাকেন নিজের মুখ নিয়ে। সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স থমকে যাবে আপনার কাছে। আর আপনার সৌন্দর্য ধরে রাখতে হলে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। ত্বক পরিচর্যার কিছু নিয়ম-কানুন মেনে চললে মাত্র কিছু দিনেই তফাৎ বুঝতে পারবেন। দেখে নিন টিপস…

Daily skin care routine home remedies

বেসন:

অনেকের ঘরে রূপচর্চায় বেসন ব্যবহার হয়ে থাকে। বেসন একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে পরিচিত যা ত্বকের মৃত কোষ অপসারণে বিস্ময়কর কাজ করে। বেসনের সঙ্গে, দুধ মিশিয়ে এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। শুকিয়ে যেতে দিন। এর পরে, এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


Beauty tips for face at home


দুধ:


ত্বক থেকে সমস্ত দাগ দূর করার জন্য দুধকেও বেশ এগিয়ে রাখা হয়েছে। দুধ টাইরোসিন নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। দুধের সঙ্গে কফি মিশিয়ে মুখে লাগাতে পারেন।।


মুখ সুন্দর করার উপায়


অ্যালোভেরা- ত্বকের প্রায় সব সমস্যার সমাধানেই মুশকিল আসান হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে একদম টাটকা অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি। ত্বকের যাবতীয় দাগছোপ দূর করতে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে অ্যালোভেরা জেল।


IMG_20230831_130120-1693467117575 Natural Skin Care Tips At Home : ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে সুন্দর থাকার উপায়

রাতে ঘুমানোর আগে মুখের যত্ন

Read More,

কফি- ত্বকে যদি প্রাকৃতিক স্ক্রাবার ব্যবহার করতে চান তাহলে কফির গুঁড়ো দিয়ে স্ক্রাব করুন। এর সাহায্যে খুব সহজে ডেড স্কিন সেল ঝরে যায় ।। কফির সঙ্গে গোলাপ জল মেশাতে পারেন।।


ধুলোময়লা আর দূষণের কারণে ত্বকের যে পরিমাণ ক্ষতি হয় তাতে ভালোভাবে নিজেদের ত্বক পরিষ্কার করা ছাড়া কোনও উপায় নেই। গোলাপজল, গ্রিন টি, দিয়ে টোনার ব্যবহার করতে পারলে ভালো ফল পাবেন৷ তারপর ভালো কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷


Read More,

Simple Skin Care: একটু গরম পড়তেই ত্বকে জ্বালা-দাগছোপ দেখা যায়? এই উপায়ে ঘরে যত্ন নিন মুখের, জেল্লা উপচে পড়বে


Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *