Spread the love


বগলের কালো দাগ দূর করার সহজ ৭ টি ঘরোয়া টিপস – Best Tips To Get Rid Of
Underarms Black Patches

How%2Bto%2BRemove%2BUnder%2Barms%2BBlack%2BSpot বগলের কালো দাগ দূর করার সহজ ৭ টি ঘরোয়া টিপস - Best Tips To Get Rid Of Underarms Black Patches

বগলের কালো দাগ দূর করার সহজ ৭ টি ঘরোয়া টিপস

নিয়মিত ওয়াশিং এবং শেভিং আমরা প্রায়ই করে থাকি। কিন্তু আপনারা কি জানেন
শেভিং ক্রিম প্রতিনিয়ত ব্যবহার করলে আমাদের ত্বকের অনেক সমস্যা দেখা দেয়
,ত্বকের অনেক ক্ষতি হয় ।সেই প্রোডাক্ট গুলির মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে
যা আমাদের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর। বগলে ও ঘাড়ের মধ্যে থাকা কালো ছোপ
আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয় ।আমরা চাইলেও অফ শোল্ডার স্লিভলেস কোন ড্রেস
থেকে দূরে থাকি এই কালো ছোপ এর কারণে। তবে আর চিন্তা নেই আজকে আমরা আলোচনা করব
ঘরোয়া পদ্ধতিতে বগলে ও ঘাড়ের কালো ছোপ দূর করার উপায়।।

বগলের কালো দাগ কমানোর উপায়

১. কেশর আমাদের শরীরের অনেক উপকারিতা একটি উপাদান। যা আমাদের ত্বক কেউ
উজ্জ্বল করার কাজে লাগে। যে কোনো হালকা লোশন দুই চামচ নিয়ে তার
সাথে অল্প পরিমাণে কেশর মিশিয়ে কালো ছোপ এর জায়গাগুলিতে ভালো করে ম্যাসাজ
করে, কয়েক মিনিট রেখে দিন, শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন
কালো ছোপ এর দাগ গুলি হারিয়ে যাচ্ছে।
২. আপেলের রস কালো ছোপ দাগ গুলিতে দিয়ে কিছুক্ষণ রেখে দিন এতে আপনার
কালো ছোপ দাগ গুলো অনেকটা কমে যাবে। কারন আপেলের মধ্যে থাকা AHA জীবাণু
ব্যাকটেরিয়া এবং কালো দাগ তুলতে সাহায্য করে।

কুচকির কালো দাগ দূর করার উপায়

৩. কমলার খোসা দু’চারদিন রোদে শুকিয়ে রেখে তার গুঁড়োর সাথে
কিছুটা পরিমাণ গোলাপজল মিশিয়ে কালো ছোপ গুলোতে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর
ধুয়ে ফেলুন।
৪. এক টুকরো লেবু নিয়ে তার সাথে কিছুটা পরিমাণ মধু নিয়ে দশ মিনিট ধরে
কালো জায়গাগুলিতে ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ রেখে
শুকিয়ে গেলে হালকা গরম জলের সাহায্যে ধুয়ে ফেলুন ,সপ্তাহে ২/৩ দিন ব্যবহার
করুন।

বগল ফর্সা হওয়ার উপায়


৫. শসা চোখের তলার কালি থেকে বগলের কালো ছোপ, সবকিছুতেই শশা
অপরিহার্য্য। শশার টুকরো কালো অংশে ঘষতে থাকুন। শশা ত্বককে ব্লিচ করবে ও
কিছুক্ষণ আর্দ্র রাখবে।

৬. বেকিং সোডা বগলের কালো দাগ তুলতে খুবই কার্যকরী উপাদান । এতে রয়েছে
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। দু চামচ নারকেল তেলের সাথে কিছুটা পরিমাণ বেকিং
সোডা নিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন এবং কালো জায়গাগুলিতে দিয়ে
কিছুক্ষণ রেখে দিন সপ্তাহে দুদিন দিনের ব্যবহার করলেন এর ফল আপনারা পেয়ে
যাবেন।
Underarms বগলের কালো দাগ দূর করার সহজ ৭ টি ঘরোয়া টিপস - Best Tips To Get Rid Of Underarms Black Patches

ঘাড় ও গলা ফর্সা করার উপায়

৭. আলুর রস বগলের কালো দাগ তুলতে খুব ভালো কাজ করে। নিয়মিত আলুর রস
ব্যবহার করুন। আলুর রস প্রাকৃতিক ভাবে দাগ দূর করতে সহায়তা করে।
তাহলে জেনে নিলেন ঘরে বসেই বগল ও ঘাড়ের কালো ছোপ দাগ তোলার কিছু উপায়। দেরি
না করে তাড়াতাড়ি করে ব্যবহার করে ফেলুন এই টিপস্ গুলো।।
Also read,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *