Spread the love


বাড়িতে বসেই পুজোর ফেসিয়াল করার টিপস – Facial Tips On Durga Puja

IMG_20210922_201638 বাড়িতে বসেই পুজোর ফেসিয়াল করার টিপস - Facial Tips On Durga Puja

বাড়িতে বসেই পুজোর ফেসিয়াল করে নিন

আমাদের মধ্যে অনেক মেয়েরাই কাজকর্মের জন্য ব্যস্ত থাকে, তাদের হয়তো সময় হয়ে
ওঠে না নিজের জন্য পার্লারে গিয়ে সময় নষ্ট করার এবং পার্লার এ বিভিন্ন
কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট আপনার ত্বককে নষ্ট করে দিতে পারে এর জন্য আমরা
বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে পুজোর আগে ফেসিয়াল করার টিপস আসুন জেনে নেই যা
আপনাদের ত্বক কে উজ্জ্বলতা করার সাথে বিভিন্ন দাগ ব্রণ সব সরিয়ে দেবে।

পুজোর আগে ফেসিয়াল করা হয়নি, রাতারাতি যৌলুস ত্বক পান এই ঘরোয়া
টিপসে

চারটি step-by-step ফলো করলে আপনি খেতে পারবেন ঘরে বসেই উজ্জ্বল গ্লো ত্বক।
আসুন জেনে নেই তবে।
১.প্রথম স্টেপ ফেসিয়াল ক্লিনজার (Facial Cleansers): ফেসিয়াল করার আগে সবার
আগে আপনাকে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে কারণ ফেসিয়াল করার আগে মুখ ভালো করে
ধুয়ে নিলে আপনার মুখের সমস্ত নোংরা এবং মৃতকোষ দূর হয়ে যায় । ফেস পরিষ্কার
রাখার জন্য চার চামচ দুধের সাথে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে তুলার সাহায্যে
মুখের চারপাশে স্ক্রাব করুন ,এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে মুখের সমস্ত
নোংরা হয়ে যায়।


ফেসিয়াল করার পদ্ধতি

২.. দ্বিতীয় স্টেপ ফেসিয়াল স্ক্রাব (Facial Scrub): ফেসিয়াল স্ক্রাব করলে
মুখের প্রতিটি লিভার পরিষ্কার হয়ে যায় আর এই স্ক্রাব তৈরি করতে আপনার লাগবে
চালের গুঁড়ো এক চামচ মধু তার সাথে একটু গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন,
এবং মুখের চারিদিকে ম্যাসাজ করুন কয়েক মিনিট ধরে হালকা উষ্ণ গরম জলে একটি নরম
কাপড়ের সাহায্যে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক গ্লো করছে।


IMG_20210922_201626 বাড়িতে বসেই পুজোর ফেসিয়াল করার টিপস - Facial Tips On Durga Puja

ফেসিয়াল করার উপকারিতা

৩. তৃতীয় স্টেপ ফেসিয়াল ম্যাসাজ ক্রিম (Facial Massage Cream: ফেসিয়াল
ম্যাসাজ এর একটি গুনাবলী হল আমাদের ত্বককে রিলাক্স করে। এটি হাতের চাপ এর
সাহায্যে আপনার ত্বকে ম্যাসাজ এর মাধ্যমে ত্বকের ভেতর পুষ্টি প্রদান করে।
ম্যাসেজ ক্রিম বানাতে আপনাদের বেশি কিছু নয় ২ চামচ টক দই ও সামান্য পরিমাণে
হলুদের গুঁড়ো নিয়ে একটি ক্রিম বানিয়ে মুখের চারপাশে ম্যাসাজ করুন কিছুক্ষণ
পর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ঘরে বসে ফেসিয়াল করার নিয়ম

৪. চতুর্থ স্টেপ ফেসিয়াল প্যাক (facial pack): সবার লাস্ট এই স্টেপ। এই
প্যাকটি আপনাকে সবার আগে বানিয়ে নিতে হবে।অর্ধেক পাকা কলার পেস্ট, ১ চা চামচ
মধু দিয়ে এটি অয়লি স্কিনের জন্য। আর আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে এর সাথে ১
চা চামচ মত অলিভ অয়েল বা নারকেল তেল অ্যাড করে নেবেন। শুকিয়ে গেলে ঠান্ডা জলের
সাহায্যে ধুয়ে ফেলুন।
চারটা স্টেপ ফলো করে আপনি পেয়ে যাবেন ঘরে বসেই ফেসিয়াল।। এবং আপনার ফেস কে
করে তুলবে উজ্জ্বল ও সুন্দর।।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *